Saturday, June 23, 2012

আপনি কি বাংলাদেশের 64 টি জেলার পরিচিতি জানতে চান । তাহলে্ এখনি ভিসিট করুন নিম্নের ওয়েব সাইট।

আপনারা সবাই কেমন আছেন ? নিশ্য়চ ভাল আছেন। আজ আমি আপনাদের সামনে বাংলাদেশের 64টি জেলার পরিচিতি জানতে সহায়তা করবে এমন একটি সাইট সম্পর্কে জানাবো। যার থেকে আপনি ঘরে বসে জানতে পারবেন যে কোন জেলার আয়তন লোকসংখ্যা ইত্যাদি। তাহলে এখনই নিয়ে নিন সেই উদ্ভুত ওয়েব সাইটের ঠিকানা।
( www.myportablearena.com/district-directory.html )
 ধন্যবাদ সবাইকে

সহজেই ইউএসবি ডিক্স বা পেনড্রাইভ ফরম্যাট করা

বিভিন্ন কারণে ইউএসবি ডিক্স (ফ্লাশ ডিক্স)/পেনড্রাইভ ফরম্যাট করার প্রয়োজন পরে। কিন্তু অনেক সময় ভাইরাস বা অন্য কারনে ইউএসবি ডিক্স ফরম্যাট হয় না।
এমনকি উইন্ডোজের ডিক্স ম্যানেজমেন্ট বা ডস থেকেও ফরম্যাট করা যায় না। ফলে বেশ ঝামেলাই পরতে হয়। ডিক্স ম্যানেজমেন্ট থেকে ফরম্যাট করার উপায় দেখুন
তবে হাতের কাছে যদি ‘এইচপি ইউএসবি ডিক্স স্টোরেজ ফরম্যাট টুল’ থাকে তাহলে ইউএসবি ডিক্স ফরম্যাট করা সহজ হয়ে যায়।
এই টুল দ্বারা ইউএসবি ডিক্সকে ডস স্টার্টআপ ডিক্সও বানানো যাবে।
 ডাউনলোড করুন >>
এই সফটওয়্যার দিয়ে আপনার পেনড্রাইভ অবশ্যই ফরম্যাট হবে ।


সবাইকে ধন্যবাদ ।

নকিয়ার লেটেস্ট মডেলের সেলফোনের বাজারদর [আপডেটেড]

Nokia মোবাইল সবার কত যে প্রিয় বলে শেষ করা যায় না। সারা বিশ্বের ১ নাম্বার সেলফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান হল Nokia।
আজ আপনাদের সাথে শেয়ার করছি Nokia-র বাজারের সর্বশেষ আপডেট। আমি এখানে শুধুমাত্র Nokiaর মিড-হাই ও হাই রেঞ্জের কিছু সেলফোনের বর্তমান বাজারে দাম তুলে ধরছি। দামগুলো ১৫/৭/২০১১ অনুসারে Nokia সেন্টার এর থেকে নেয়া।
প্রতিটি ফোনের নামের সাথে এর ছবি ও GSM Arena লিঙ্কদেয়া আছে।
Nokia 5250
nokia 5250 pictures official photos 2011 07 19 19 09 25 নকিয়ার লেটেস্ট মডেলের সেলফোনের বাজারদর [আপডেটেড]
http://goo.gl/OZz9C
বর্তমান বাজারমূল্য BDT. 9700
Nokia 5530
nokia 5530 xpressmusic pictures official photos 2011 07 19 19 15 40 নকিয়ার লেটেস্ট মডেলের সেলফোনের বাজারদর [আপডেটেড]
http://goo.gl/EDmo
বর্তমান বাজারমূল্য BDT. 14500
Nokia 5233
nokia 5233 pictures official photos 2011 07 19 19 18 10 নকিয়ার লেটেস্ট মডেলের সেলফোনের বাজারদর [আপডেটেড]
http://goo.gl/MEqf
বর্তমান বাজারমূল্য BDT. 11100
Nokia E5
nokia e5 pictures official photos 2011 07 19 19 20 10 নকিয়ার লেটেস্ট মডেলের সেলফোনের বাজারদর [আপডেটেড]
http://goo.gl/ADYR
বর্তমান বাজারমূল্য BDT. 15850
Nokia E72
nokia e72 pictures official photos 2011 07 19 19 26 49 নকিয়ার লেটেস্ট মডেলের সেলফোনের বাজারদর [আপডেটেড]
http://goo.gl/qcSF
বর্তমান বাজারমূল্য BDT. 24990
Nokia C5-03
nokia c5 03 pictures official photos 2011 07 19 19 28 53 নকিয়ার লেটেস্ট মডেলের সেলফোনের বাজারদর [আপডেটেড]
http://goo.gl/aELfB
বর্তমান বাজারমূল্য BDT. 15150
Nokia C6 -01
nokia c6 01 pictures official photos 2011 07 19 19 33 20 নকিয়ার লেটেস্ট মডেলের সেলফোনের বাজারদর [আপডেটেড]
http://goo.gl/xAJOw
বর্তমান বাজারমূল্য BDT. 22800
Nokia C7
nokia c7 pictures official photos 2011 07 19 19 35 43 নকিয়ার লেটেস্ট মডেলের সেলফোনের বাজারদর [আপডেটেড]
http://goo.gl/fV08
বর্তমান বাজারমূল্য BDT. 28900
Nokia E7
nokia e7 pictures official photos 2011 07 19 19 37 53 নকিয়ার লেটেস্ট মডেলের সেলফোনের বাজারদর [আপডেটেড]
http://goo.gl/th2l
বর্তমান বাজারমূল্য BDT. 41700
Nokia N8
nokia n8 pictures official photos 2011 07 19 19 40 10 নকিয়ার লেটেস্ট মডেলের সেলফোনের বাজারদর [আপডেটেড]
http://goo.gl/4epx
বর্তমান বাজারমূল্য BDT. 35700

সব ধরনের ভিডিও ফাইল ওপেন করা যায় এরকম ভিডিও প্লেয়ারের কালেকশন

সবাইকে শুভেচ্ছা জানিয়ে  শুরু করছি । আপনাদের আজকে  দেব  ভিডিও প্লেয়ারের ( Video Player ) কালেকশন । এই সব প্লেয়ার দিয়ে সব ধরনের ভিডিও ফাইল ওপেন করা যায় । আমার মতে  VLC Media Player সব চেয়ে ভাল । আপনার পছন্দের টি ডাউনলোড করে নিন । 

VLC Media Player:

vlc media player 215x300 ডাউনলোড করুন বিনামূল্যে জনপ্রিয় কয়েকটি অডিও এবং ভিডিও প্লেয়ার
ডাউনলোড করুন
VLC Media Player একটি ওপেন সোর্স ভিত্তিক মাল্টিমিডিয়া ফ্রেমওয়ার্ক। এটি অত্যন্ত শক্তিশালী একটি প্লেয়ার। বেশির ভাগ ভিডিও ফরম্যাট ও মিডিয়া কোডেক এটি দ্বারা চালানো যায়। এই প্লেয়ারটি দ্বারা নিয়ন্ত্রন করা যায়- ডিভিডি, ভিসিডি, অডিও,ওয়েব স্ট্রিম, টিভি কার্ড আর অনেক।

Media Player Classic Home Cinema

Media Player Classic Home Cinema  ডাউনলোড করুন বিনামূল্যে জনপ্রিয় কয়েকটি অডিও এবং ভিডিও প্লেয়ার
ডাউনলোড করুন
Media Player Classic Home Cinema উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য একটি light-weight মিডিয়া প্লেয়ার। এটি দেখতে অনেকটা উইন্ডোজ মিডিয়া প্লেয়ার v.6.4 এর মত হলেও এর বেশ কিছু অতিরিক্ত বৈশিষ্ট্য আছে। এই প্লেয়ারটি বাসার হোম থিয়েটারের কাজেও ব্যবহার করা যাতে পারে।

Winamp Media Player

winamp player logo ডাউনলোড করুন বিনামূল্যে জনপ্রিয় কয়েকটি অডিও এবং ভিডিও প্লেয়ার
ডাউনলোড করুন
উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের বিকল্প হিসেবে Winamp Media Player অন্যতম ও জনপ্রিয় একটি প্লেয়ার। এর ফিচারগুলো সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। বিভিন্ন ফরম্যাটের অডিও ও ভিডিও এ প্লেয়ারে চালানো যায়।

DivX Plus Player

divx plus media player 217x300 ডাউনলোড করুন বিনামূল্যে জনপ্রিয় কয়েকটি অডিও এবং ভিডিও প্লেয়ার
ডাউনলোড করুন
DivX Plus Player নামে আরেকটি মিডিয়া প্লেয়ার তৈরী হয়েছে যা আপনাকে আপনার পিসিতে মিডিয়া ব্যবস্থাপনা ও সর্বোত্তম ভিডিও চালানোর কার্যকারিতা দেবে। এটি DivX,MKV,MP4,MOV ফরম্যাটের ভিডিও চালাতে পারে। এর অন্যান্য সুবিধাগুলো হল- সহজ ভিডিও নেভিগেশন,যেকোন ডিভাইসে ভিডিও ট্রান্সফারের সুবিধা, পরিস্কার ও ভাল গতিতে ভিডিও চালাতে পারবেন।

KMPlayer

kmplayer screenshot 300x242 ডাউনলোড করুন বিনামূল্যে জনপ্রিয় কয়েকটি অডিও এবং ভিডিও প্লেয়ার
ডাউনলোড করুন
উপরের মিডিয়া প্লেয়ারগুলোতে যদি আপনি সন্তুষ্ট না হন তবে আরেকটি ঝামেলা-মুক্ত প্লেয়ার হল KMPlayer যা অডিও ও ভিডিও দু’ই নিয়ন্ত্রন করে এবং প্রায় সব বলা যেতে পারে না কিন্তু অধিকাংশ ফরম্যাটের ভিডিও চালাতে পারে। আর আপনার সাহায্যের জন্য এখানে অনেক গুলা অপশন আছে। যেমন-কাস্টমাইজেশন, ভিজিওলাইজেশন, প্লাগ-ইন, প্লেব্যাক অপশন ইত্যাদি।

Kantaris Media Player

Kantaris Media Player 300x279 ডাউনলোড করুন বিনামূল্যে জনপ্রিয় কয়েকটি অডিও এবং ভিডিও প্লেয়ার
ডাউনলোড করুন
ফ্রী এবং ওপেন সোর্স মিডিয়া প্লেয়ার। এটি আলাদা কোন কোডেক ইন্সটল ছাড়াই প্রায় সব রকম মাল্টিমিডিয়া ফরম্যাট চালাতে পারে। এর আরেকটি বিশেষত্ব হচ্ছে এটি “RAR ARCHIVES” কে এক্সট্রাক্ট না করেই মিডিয়া ফাইল চালাতে পারে।

GOM Media Player

gom player 300x234 ডাউনলোড করুন বিনামূল্যে জনপ্রিয় কয়েকটি অডিও এবং ভিডিও প্লেয়ার
ডাউনলোড করুন
GOM Player এর বিশেষত্ব হল এই যে, এই প্লেয়ারটি ইন্সটল করলে অনেকগুলো কোডেক(XviD, DivX, FLV1, AC3, OGG, MP4, H263 এবং আরো অনেক) প্লেয়ারটির সাথেই চলে আসে। ফলে আপনাকে নতুন করে কোডেক ইন্সটলের প্রয়োজন হবে না। তবুও যেসব ভিডিও জন্য আলাদা কোডেক এর প্রয়োজন হয় সেগুলো আপনাকে কষ্ট করে ইন্সটল করতে হবে না। GOM Player নিজেই আপনাকে ভিডিওটির একটি কোডেক খুঁজে দেবে এবং আপনাকে এমন একটা সাইটে নিয়ে যাবে যেখান থেকে আপনি কোডেকটির ওপেন সোর্স ভার্সন ডাউনলোড করতে পারবেন। এছাড়া এ প্লেয়ারটি আপনাকে ভিডিওর স্ক্রিন ক্যাপচারের সুবিধা দেবে।

XBMC Media Player

xbmc media center 300x199 ডাউনলোড করুন বিনামূল্যে জনপ্রিয় কয়েকটি অডিও এবং ভিডিও প্লেয়ার
ডাউনলোড করুন
XBMC অ্যাওয়ার্ড জয়ী একটি ফ্রী এবং ওপেন সোর্স (GPL) মিডিয়া প্লেয়ার এবং ডিজিটাল মিডিয়ার বিনোদনের কেন্দ্রস্থল। XBMC লিনাক্স, OSX, উইন্ডোজ এবং Xbox (sixth-generation video game console) এ ব্যবহার করা যায়। XBMC জনপ্রিয় সব অডিও ও ভিডিও ফরম্যাট চালাতে পারে।

MediaPortal

MediaPortal 300x89 ডাউনলোড করুন বিনামূল্যে জনপ্রিয় কয়েকটি অডিও এবং ভিডিও প্লেয়ার
ডাউনলোড করুন
MediaPortal আপনার পিসি এবং টিভিকে উন্নত হোম মিডিয়া সেন্টারে পরিণত করতে পারেন। এর সাহায্যে আপনি গান ও রেডিও শুনতে পারবেন,ভিডিও ও ডিভিডি দেখতে ও সংরক্ষণ করতে পারবেন,ডিজিটাল রেকর্ডার হিসেবে ব্যবহার করা যেতে পারে। এটি সম্পূর্ণ ওপেন সোর্স ভিত্তিক সফটওয়ার।

MPlayer Movie Player

mplayer 300x212 ডাউনলোড করুন বিনামূল্যে জনপ্রিয় কয়েকটি অডিও এবং ভিডিও প্লেয়ার
ডাউনলোড করুন
MPlayer একটি মুভি প্লেয়ার। এটি বিভিন্ন অপরেটিং সিস্টেম এ চালানো যায়। এই প্লেয়ারের অধিকাংশ ফরম্যাটগুলা হল MPEG/VOB, AVI, Ogg/OGM, VIVO, ASF/WMA/WMV, QT/MOV/MP4, RealMedia, Matroska, NUT, NuppelVideo, FLI, YUV4MPEG, FILM, RoQ, XAnim, and Win32 DLL কোডেক। এর সাহায্যে VideoCD, SVCD, DVD, 3ivx, DivX 3/4/5, WMV এবং H.264 ফরম্যাটের মুভি গুলো দেখা যাবে।

Tiger Player Portable

ভিডিও প্লেয়ারটি অনান্য প্লেয়ারের মত বিভিন্ন রকম Mp4,Vob,Mkv,Mpeg,Avi ইত্যাদি ভিডিও ফাইল ওপেন হতে কোন সমস্যা হয় না । আপনাকে এই ভিডিও প্লেয়ারটি অনান্য ভিডিও প্লেয়ারের মত ইনস্টল করতে হবে না । ভিডিও প্লেয়ারটি রার ফাইল করা আছে । আপনি শুধু রার ফাইলটি ওপেন করুন । ওপেন করে প্লেয়ারটি কপি করে ডেস্কটপে রেখে এটি ব্যবহার করুন ।
ডাউনলোড করুন ।  

MPCStar

 

সব ধরনের ভিডিও অডিও Codec সাপোর্ট করে । ব্যবহার করা সহজ । 
 ডাউনলোড করুন ।  
Source

জেনে নিন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সেরা ১০ টি ইন্টারনেট ব্রাউজার সম্পর্কে!

সবচাইতে জনপ্রিয় ১০টি ইন্টারনেট ব্রাউজারের নাম প্রকাশ করা হয়। আজ আমরা এই ১০টি ব্রাউজার, এদের রেটিং(১০ এর মধ্যে) এবং কেন এটি জনপ্রিয় সেই সম্পর্কে জানবো।


1. Google Chrome(Rating-9.85) :
545 google chrome box জেনে নিন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সেরা ১০ টি ইন্টারনেট ব্রাউজার সম্পর্কে!
১১ ডিসেম্বর ২০০৮ এ গুগল প্রথম তাদের ওয়েব ব্রাউজার Google Chrome বাজারে আনে। তখন ইন্টারনেট এক্সপ্লোরার এবং মজিলা ফায়ারফক্সের রাজত্ব। অনেক বিশেষজ্ঞই Google Chrome এর সাফল্য নিয়ে সন্দিহান ছিলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এই ইন্টারনেট ব্রাউজারটি আইটি বিশ্বের সেরা ব্রাউজারের জায়গা দখল করে নেয়। বিস্ময়কর ভাবে এই ব্রাউজারটির ব্যবহারকারী ৭০ মিলিয়ন ছাড়িয়ে যায় মাত্র ২ বছরে। ২০১২ সাল পর্যন্ত এর ব্যবহারকারী ১১৯ মিলিয়ন বলে জানিয়েছে ব্রাউজারটির স্বত্বাধিকারী গুগল। এই ব্রাউজারটির এরূপ অভূতপূর্ব সাফল্যের পেছনে প্রধান কারণ হচ্ছে ব্রাউজারটির স্পীড। তৎকালীন প্রথম সারিতে থাকা ফায়ারফক্স এর তুলনায় গুগল ক্রোম অত্যন্ত দ্রুতগতির ব্রাউজার বলে বিবেচিত হয়। দ্রুতগতির এই ব্রাউজারটি তে JavaScript virtual machine বা V8 JavaScript engine, সংযোজন করা হয়েছে যার কারনে ব্রাউজারটির সার্চিং স্ট্যাবিলিটি অত্যন্ত দ্রুত গতিতে কাজ করে। তার পাশাপাশি এই ব্রাউজারে রয়েছে অত্যন্ত সফিসটিকেটেড প্রাইভেসি সেটিংস, ইউজার ইন্টারফেস, ওয়েব স্টোর, এক্সটেনশনস আর দৃষ্টিনন্দন ফিচার, যা ইন্টারনেট ব্যবহারকারীদের হৃদয় জয় করে নেয়।
ডাউনলোড লিঙ্কঃhttps://www.google.com/intl/en/chrome/browser/?hl=en

2. Mozilla Firefox(Rating-9.33):
535 firefox box জেনে নিন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সেরা ১০ টি ইন্টারনেট ব্রাউজার সম্পর্কে!
২০০৪ সালের ৯ নভেম্বর বাজারে আসে মজিলা ফায়ারফক্স। যারা এই ব্রাউজারটির জন্মদাতা ছিলেন তারা হলেন ডেভ হেয়াট, জো হেউইট আর ব্লেক রোজ। যারা একবিংশ শতাব্দীর প্রথম থেকে কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করছেন, তারা এই ব্রাউজারটির সাথে অত্যন্ত ভালভাবে পরিচিত। অন্যান্য ইন্টারনেট ব্রাউজার এর তুলনায় এতে রয়েছে অত্যন্ত ক্রিয়াশীল জাভাস্ক্রিপ্ট এনাবল সার্চিং ইঞ্জিন, অ্যান্টিস্পামিং সিকিউরিটি। তার পাশাপাশি সে সময়কার ইন্টারনেট এর তুলনায় এটি দ্রুত হওয়ায় অনেক ব্যবহারকারীর হৃদয় জয় করে ফায়ারফক্স। অনেক অন্যান্য প্রধান ইন্টারনেট ব্রাউজারের তুলনায় ফায়ারফক্সে গৃহীত হয়েছে একটি দরকারী অথবা সুসংগঠিত ওয়ার্ক স্ট্যাবিলিটি যার মাধ্যমে আপনি আপনার ডেস্কটপে অথবা মোবাইল ব্রাউজারে আপনার ইতিহাস, পাসওয়ার্ড, বুকমার্কস এবং আরও অনেক একসেস করতে পারবেন. ব্রাউজারটি তে এছাড়াও tabbed ব্রাউজিং আছে, আপনি একটি উইন্ডোতে ওয়েব পেজ মধ্যে দ্রুত নেভিগেট করতে পারবেন। তার পাশাপাশি এই ওয়েব ব্রাউজারটিতে সংযোজন করা হয়েছিল পপ-আপ উইন্ডো মোকাবেলা করার ক্ষমতা, যা সত্যিই তৎকালীন সময়ের তুলনায় অগ্রগামী ছিল। ২০১০ সালে সর্বমোট ৪০০ মিলিয়ন ইউজারের কথা নিশ্চিত করেছেন ফায়ারফক্স প্রজেক্টের কর্মকর্তারা। তবে এই হিসাবে এটি প্রথমে থাকার কথা থাকলেও গুগল ক্রোমের অধিক দ্রুত গতির কারণেই ফায়ারফক্সকে নেমে আসতে হয় দ্বিতীয় স্থানে।
ডাউনলোড লিঙ্কঃhttp://www.mozilla.org/en-US/firefox/new/

3. Internet Explorer(Rating-9.03) :
534 internet explorer box জেনে নিন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সেরা ১০ টি ইন্টারনেট ব্রাউজার সম্পর্কে!
নব্বইয়ের দশকে এই ব্রাউজারটি বাজারে ছেড়েছিল উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নির্মাতা কোম্পানি মাইক্রোসফট। উইন্ডোজ ৯৪ থেকে শুরু হওয়া এই ব্রাউজারের পথচলা আজো থেমে থাকে নি। এখনও অনেক গ্রাহকের চাহিদা পূরণ করা এক্সপ্লোরার এখনও সময়ের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে। তবে এটা সত্য কথা যুগের চাহিদা সঠিকভাবে পূরণ করতে না পারায় দিন দিন কমছে এর জনপ্রিয়তা। এই ব্রাউজারটির ফিচারিং ছিল অসাধারণ। তার পাশাপাশি ডাউনলোডিং এর দ্রুত গতি ক্ষমতা থাকলেও নেই পপআপ উইন্ডো আটকানো এবং অপ্রয়োজনীয় জাভাস্ক্রিপ্ট বন্ধ করার ব্যর্থতা,যা এর রেটিং কমিয়ে দেয়। বর্তমানে এর ব্যবহারকারী প্রায় ৫৭৮ মিলিয়ন।
ডাউনলোড লিঙ্কঃhttp://downloads.yahoo.com/internetexplorer/?AID=10881021&PID=3862354

4. Opera Mini(Rating-9.03) :
533 opera box জেনে নিন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সেরা ১০ টি ইন্টারনেট ব্রাউজার সম্পর্কে!
২০০৪ সালের ২৪ জানুয়ারি অপেরা মিনি বাজারে আসে। এটি প্রাথমিকভাবে জাভা মোবাইল ও স্মার্টফোনের জন্য বাজারে ছাড়া হলেও পরবর্তীতে ডেস্কটপ ব্রাউজার পূর্ণরূপে বাজারে ছাড়া হয়। যদিও অপেরা ব্রাউজার তৈরীর কাজ শুরু হয়েছিল ১৯৯৪ সালে। ফিচারিং ভাল হলেও অনেক গ্রাহকেরই চাহিদা পূরণ করতে সক্ষম হয় নি ব্রাউজারটি।
ডাউনলোড লিঙ্কঃhttp://www.opera.com/

5. Safari(Rating-8.70) :
539 safari box জেনে নিন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সেরা ১০ টি ইন্টারনেট ব্রাউজার সম্পর্কে!
বিশ্বের অন্যতম কোম্পানি অ্যাপল এই ব্রাউজারটি বাজারে এনেছিল। প্রথমে এটি ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য বাজারে এলেও পরে এটিকে উইন্ডোজের জন্য বাজারে আনা হয়। কিন্তু ফিচারিং যুগোপযোগী না হওয়ায় এটিও জনপ্রিয়তা অর্জন করতে পারেনি।
ডাউনলোড লিঙ্কঃhttp://www.apple.com/safari/

6. Maxthon(Rating-8.03) :
536 maxthon box জেনে নিন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সেরা ১০ টি ইন্টারনেট ব্রাউজার সম্পর্কে!
এই ব্রাউজারটি আমেরিকান ইন্টারনেট ইউজাররা বেশি ব্যবহার করেন। এতে অন্যান্য ব্রাউজারের মত অত ফিচার না থাকলেও এর নেটয়ার্কিং সিস্টেম প্রশংসার দাবি রাখে। আর দ্রুতগতির কারণেই এটি সেরা দশে স্থান পেয়েছে।
ডাউনলোড লিঙ্কঃhttp://www.maxthon.com/

7. Rockmelt(Rating-7.38) :
54295 rockmelt box জেনে নিন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সেরা ১০ টি ইন্টারনেট ব্রাউজার সম্পর্কে!
ফেসবুক এবং অন্যান্য সোশাল নেটওয়ার্কিং সাইটের জন্য এই ব্রাউজারটি বাজারে এসেছে। গুগল ক্রোমের আদলে তৈরী এই ব্রাউজারে সংযোজিত হয়েছে বিভিন্ন এক্সটেনশন সুবিধা। তবে ফেসবুক বা টুইটারের ক্ষেত্রে এটি ভাল কাজ করলেও এর অন্যান্য সুবিধা তেমন একটা উপকারী না হওয়ায় এটির স্থান হয়েছে সপ্তমে।
ডাউনলোড লিঙ্কঃhttp://www.rockmelt.com/

8. Sea Monkey(Rating-6.95) :
54296 seamonkey box জেনে নিন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সেরা ১০ টি ইন্টারনেট ব্রাউজার সম্পর্কে!
বিশেষজ্ঞরা বলেন এই ব্রাউজারটির ইন্টারনেট হুমকি প্রতিরোধ ব্যবস্থা অসাধারণ। কিন্তু ফিচারিং ও অন্যান্য সুবিধাদি শীর্ষস্থানীয় ব্রাউজারগুলোর মত না হওয়ায় এর অবস্থান অষ্টমে। তবে অনেকেরই ধারনা এর উন্নতি ঘটাতে পারলে এটি বিশাল বাজার দখল করতে সক্ষম।
ডাউনলোড লিঙ্কঃhttp://www.seamonkey-project.org/

9. Deepnet Explorer(Rating-6.83) :
541 deepnet explorer box জেনে নিন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সেরা ১০ টি ইন্টারনেট ব্রাউজার সম্পর্কে!
এটি একটি মোটামুটি মানের ইন্টারনেট ব্রাউজার। ফিচারিং এ কিঞ্চিৎ উন্নতি প্রয়োজন। তবে বিভিন্ন ব্রাউজারের মত এর সাধারণ সুবিধা পদ্ধতি মানসম্মত হওয়ায় এটি সেরা দশে স্থান পেয়েছে।
ডাউনলোড লিঙ্কঃhttp://www.deepnetexplorer.com/download/download.asp

10. Avant Browser(Rating-6.58) :
542 avant browser box জেনে নিন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সেরা ১০ টি ইন্টারনেট ব্রাউজার সম্পর্কে!
আধুনিক ব্রাউজারের তুলনায় এটি একটু পশ্চাদগামী। কিন্তু ডিজাইন এবং সিস্টেম অনেকেরই দৃষ্টি কেড়েছে। আর সেই কারণেই এটি সেরা দশে।
ডাউনলোড লিঙ্কঃhttp://www.avantbrowser.com/

এই হল সেরা দশটি ইন্টারনেট ব্রাউজার। ডাউনলোড লিঙ্ক দিয়ে দিলাম, যার যেটা লাগে নিয়ে নেবেন। আজ এই পর্যন্তই। আবার আসবো হয়তো নতুন কিছু নিয়ে। ততোদিন সবাই ভালো থাকুন আর ভালো রাখুন আপনার পাশের মানুষটিকে। icon smile জেনে নিন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সেরা ১০ টি ইন্টারনেট ব্রাউজার সম্পর্কে! icon smile জেনে নিন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সেরা ১০ টি ইন্টারনেট ব্রাউজার সম্পর্কে!
ধন্যবাদ! icon smile জেনে নিন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সেরা ১০ টি ইন্টারনেট ব্রাউজার সম্পর্কে!

সিরিয়াল/ ক্র্যাক ছাড়া উইন্ডোজ সেভেন জেনুইন করুন ৩৬০ দিনের জন্য


যদিও এভাবে উইন্ডোজ জেনুইন কড়া সবার পছন্দের না, তবে টিপ/ ক্র্যাকিং টিপ যতবেশি জানবেন, ততবেশি ভালো ।।

এবার পোস্টে চলে যাই►►

Step 01>>

Start Menu>>All programs>>Accessories  এ গিয়ে Command Prompt এর উপর রাইট ক্লিক করুন এবং “Run as administrator” হিসেবে চালান।

Step 02>>

নিচের কমান্ড লিখে এন্তার প্রেস করুন
slmgr  -rearm

Step 03>>

এবার পিসি রিস্টার্ট নিবে- ৩০ দিনের জন্য এক্তিভ হয়ে যাবে। মাত্র?? না, এভাবে আপনি আরও ৩ বার করতে পারবেন, তাহলে  কত হল?? ১২০ দিন। চলবে না?

Step 04>>

আসেন আরও বাড়াই একটিভেশন ডে!! regedit.exe চালু করে নিচের রাস্তায় যান
HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows NT\CurrentVersion\SoftwareProductionPlatform

Step 05>>

রাইট সাইড প্যানেল এ SkipRearm এর ভ্যালু 1 করে দিন।

Step 06>>

এবার আপনি স্টেপ ২ এর কমান্ড আরও ৮ বার ইউস করতে পারবেন। আগে ছিল ১২০ দিন+ এখন ২৪০ দিন= ৩৬০ দিন।

আশা করি এটা অনেক দিন, এরপর লাগলে সেট আপ দিবেন !!! বছরে একবার তো দেয়া লাগেই!

একটি নতুন লিনাক্স distro:::Ubuntu SE or Satanic Edition

লিনাক্স ভালো না উইন্ডোজ, এটা নিয়ে আমি সাধারণত তর্ক করিনা, কারণ দুইটার environment আলাদা; উইন্ডোজ এ একরকম ফিচার, লিনাক্সে আরেকরকম। যারা লিনাক্স ইউস করেন, তারাই বুঝেন যে কেন এটা ইউস করা উচিত।
তবে কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন যে, কোনটা ইউস করবেন, আমি বলি দুইটাই করেন তবে লিনাক্সটা বেশি ইউস করেন। কারণ আমার কাছে মনে হয়েছে গ্রাফিক্সের কাজ করার জন্য উইন্ডোজটা লিনাক্সের থেকে বেশি ইউসার ফ্রেন্ডলি। যেই environment টা সাধারণত লিনাক্স ইউসাররা পান না, সেটা উইন্ডোজ এ খুব সহজে পাওয়া যায়।
আবার লিনাক্সে সিকুরিটির  যে ব্যবস্থা তা উইন্ডোজ এ একেবারেই নেই, ইভেন কিছু লিনাক্স disrto তে বাই ডিফলট অনেক সিকুরিটি টুল থাকে। যা উইন্ডোজ এ নেই।
তবে যাই হোক, নিজে ইউস না করে থাকলে এর মজা সাধারণত কাউকে বুঝানো যায় না।

লিনাক্সের সবচেয়ে পরিচিত ভার্সন হচ্ছে উবুন্টু, এর নতুন একটা distro এসেছে , নাম Satanic Edition / SE [শয়তান শয়তান একটা ভাব আছে :P ]



এটা Debian GNU/ Linux বেসড ওএস, সফটওয়্যার ইন্সটল করা অনেক সহজ ও advanced package আছে এর ভিতরে। যারা উবুন্টু ইউস করছেন তারা আপগ্রেড করতে পারবেন  সহজেই । অফিসিয়াল সাইট এ অনেক তথ্য পাবেন, সেখান থেকেই সবকিছু জেনে নিন।



ডাউনলোড লিঙ্ক


Say yes to open source !

Friday, June 22, 2012

হার্ডডিস্ক ডিফ্রাগমেন্ট করুন আইওবিট স্মার্টডিফ্রেগ ২.৪.০.১১৫৮ দিয়ে

কম্পিউটার ব্যবহারকারী অনেকেই উইন্ডোজের ডিফল্ট ডিফ্রাগরার ব্যবহার করে থাকন। আজ আমি আপনাদের IObit SmartDefrag 2.4.0.1158 এর সাথে পরিচয় করিয়ে দিব। এটি একটি ফ্রী ডিফ্রাগরার।
প্রথমে নিচের যে কোন একটি লিংক থেকে সফটউয়ারটি নামিয়ে নিন
সফটউয়ারটি নামানোর পর ধাপে ধাপে ইনষ্টল করুন
ধাপ ১
ধাপ ১

ধাপ ২
ধাপ ২

ধাপ ৩
ধাপ ৩

ধাপ ৪
ধাপ ৪

ধাপ ৫
ধাপ ৫

ধাপ ৬
ধাপ ৬

ধাপ ৭
ধাপ ৭

ধাপ ৮
ধাপ ৮

ধাপ ৯
ধাপ ৯

সেটিংস এ গিয়ে বিভিন্ন অপসন নির্বাচন করে নিতে পারবেন। নিচের ধাপগুলো অনুসরন করুন

ধাপ ১
ধাপ ১

ধাপ ২
ধাপ ২

ধাপ ৩
ধাপ ৩

বুট টাইম ডিফ্রাগমেন্ট খুবই প্রয়োজনীয় একটি অপসন। Every Boot সিলেক্ট করুন এতে প্রতিবার স্ট্রাট নেয়ার সময় ডিফ্রাগমেন্ট করে নিবে

বুট টাইম ডিফ্রাগমেন্ট
বুট টাইম ডিফ্রাগমেন্ট

ধাপ ৪
ধাপ ৪

ধাপ ৫
ধাপ ৫

এরপর ডিফ্রাগমেন্ট শুরু করুন । Defrag and Fully Optmize সিলেক্ট করুন।

ডিফ্রাগ এন্ড ফুল্লি অপটিমাইজ
ডিফ্রাগ এন্ড ফুল্লি অপটিমাইজ


ডিফ্রাগমেন্ট
ডিফ্রাগমেন্ট

অপটিমাইজেশন
অপটিমাইজেশন

Intex Aqua Life II

Intex Aqua Life II   View Photos  PhoneIntex Aqua Life IIManufacturer Intex Status Available Available in IndiaYes Price (Indian Rupees)...