Sunday, December 30, 2012

আপনার USB Pen-drive কে Wiidows 7 দ্বারা Bootable করে ফেলুন খুব সহজে

বর্তমানে নতুন যত কম্পিউটার ব্যবহারকারী আছেন তার বিরাট অংশই Laptop অথবা Notebook/Netbook  PC ব্যবহার করেন। কোন কারনে যদি কম্পিউটারের CD/DVD Rom নষ্ট হয়ে যায় তখন কম্পিউটারে অপারেটিং সিস্টেম সেটাপের প্রয়োজন হলে ব্যবহারকারীর মাথায় পড়ে হাত, আর সেটা যদি হয় নোটবুক তবেত আর কথায় নাই।
আজ এই সমস্যার সমাধান দেব আপনাদেরকে। আমি আপনাদেরকে শেখাব কিভাবে কোন software ব্যবহার না করেও Pen-drive দ্বরা Windows setup দেওয়া যায়।
এর জন্য আপনার প্রয়োজন হবে একটি 8 GB (৮ জিবি) Pen drive. ও windows 7 PC.
কার্যপ্রণালী:
১. প্রথমে ৮ GB Pen-drive টাকে পিসির USB port-এ লাগান। Pen-drive কে NTFS দিয়ে format করুন।
২. এখন Command Prompt মনেুতে যান। Start menu >>  All Programs>> Accessories>> Command Prompt (Open it). নিচের মত ছবি আসবে।
৩. এখন লিখুন >diskpart  এবং enter চাপুন।
৪. DISKPART> list disk  লিখে enter চাপুন।
৫. DISKPART> select disk 1  লিখে enter চাপুন।(এখানে আপনার Pen-driveকে select করুন, এটি সাধারনত disk 1 হয়ে থাকে।
৬. DISKPART> clean   লিখে enter চাপুন।
৭. DISKPART> Create partition primary   লিখে enter চাপুন।
৮. DISKPART> active    লিখে enter চাপুন।
9. DISKPART> format quick লিখে enter চাপুন।
       100% হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
১০. DISKPART> assign  লিখে enter চাপুন। Successful দেখালে বরে হয়ে আসুন।
এখন এই Pen-driveএ সিডি থেকে Setup file গুলো কপি করুন। তাহলেই কাজ শেষ।
এখন এটি দিয়ে যেকোন পিসিতে Windows setup দিতে পারবেন।
কোন সমস্যা হলে যানাবেন।

পিসি ক্লিনার প্রো ২০১৩ ফাইনাল + ফুল ভার্সন।

আপনার সিস্টেমের স্পিড বাড়াতে এবং পিসির ফারফরমেন্স ধরে রাখতে এই সফটওয়্যার টি অতুলনীয়। এবং একদম লেটেস্ট ২০১৩  ফুল ভার্সন।
এক নজরে দেখুন এই সফটওয়্যার এর গুনাগুন।
রেজিস্ট্রি ক্লিনার
পিসির অব্যবহৃত এবং পুরানো ফাইল এক্সটেনশন, ActiveX নিয়ন্ত্রণ, ClassIDs, ProgIDs, Uninstallers, ভাগ DLLs, ফন্ট, হেল্প ফাইল, অ্যাপ্লিকেশন, আইকন, অবৈধ শর্টকাট সহ আরো  অনেক অপ্রোজনীয় ফাইল মুছে ফেলা।
আপনার পিসি এর পারফরম্যান্স বৃদ্ধি
পিসি অপ্টিমাইজেশান হল দ্রুততম উপায় একযোগে আপনার সিস্টেম সেটিংস সামঞ্জস্য. পিসি ক্লিনার আপনার সিস্টেম বিশ্লেষণ ও আপনার পিসি তার সর্বোচ্চ পারফরম্যান্স এ কাজ সমন্বয় করে বিষম সহায়ক।
আপনার PC-এর গতি বৃদ্ধি করে
পিসি ক্লিনার আপনার পিসির গতি এবং সামগ্রিক সিস্টেমের কর্মক্ষমতা অনুমোদন সাহায্য recommeneded tweaks ব্যবহার করে.দ্রুত ডাউনলোড করা, আপলোড করা, এবং  ওয়েব সার্ফিং সহ অন্যান্য দিক গুলি কে দ্রুত গতিতে পরিচালিত করা।
সার্টিফাইড ভাইরাস + স্পাইওয়্যার প্রোটেকশন
ভাইরাস, স্পাইওয়্যার,: সার্টিফাইড ভাইরাস + স্পাইওয়্যার প্রোটেকশন পিসি অ্যান্টিভাইরাস প্রো সহ নিরাপত্তা হুমকির জন্য আপনার সম্পূর্ণ সিস্টেম স্ক্যান করবে. দুর্বৃত্ত প্রোগ্রাম, trojans, অ্যাডওয়্যারের, rootkit, Dialers, কৃমি, প্যারাসাইট এবং অন্যান্য সম্ভাব্য ক্ষতিকারক প্রোগ্রাম আপনার কম্পিউটারে ইনস্টল হতে দেবেনা।
নিরাপত্তা ডিফেন্স
পিসি ক্লিনার এবং উইন্ডোজ সিস্টেমের মধ্যে Window vulnerablities জন্য চেক স্ক্যান করবে. উইন্ডোজ আপডেট হল একটি পরিষেবা মাইক্রোসফট কর্তৃক প্রদত্ত. সিকিউরিটি আপডেট বা ক্রিটিক্যাল আপডেট দুর্বলতা এবং ম্যালওয়্যার সুরক্ষা কীর্তিকলাপ রক্ষা করার জন্য বেশ দারুন উপকারী।
ইন্টারনেট অপ্টিমাইজার
মুভি, মিউজিক এবং ভিডিও গেম ডাউনলোডসমূহ: পিসি ক্লিনার স্বয়ংক্রিয়ভাবে আপনার ইন্টারনেট সংযোগের সুপার দ্রুত ওয়েব সার্ফ সহ দ্রুত ডাউনলোডসমূহ, বৃদ্ধি সমন্বয় করা হবে.
সিস্টেম অপ্টিমাইজার
পিসি সিস্টেম Optimizer হল দ্রুততম উপায় একযোগে আপনার সমস্ত সিস্টেম সেটিংস
মেমোরি অপ্টিমাইজার
পিসি ক্লিনার আপনার মেমরি অপটিমাইজ এবং ক্ষয়িত মেমরি (RAM) পুনরুদ্ধার করা স্থান এবং সিস্টেমের কর্ম ক্ষমতায় উন্নতি ধরে রাখা।
এবং এ চাড়া আরো অনেক কিছু পাবেন এই সফটওয়্যার এর মাজে,আপনি চাইলে ভিজিট করতে পারেন এই সফটওয়্যার এর মুল ওয়েভ সাইট টি বিশদ বিবরণ জানতে ক্লিক করুন এখানে


ইন্সটল শেষে সিরিয়াল কী দিয়ে এক্টিভ করে নিন এবং আপডেট চাইলে দিতে পারেন। এবার পিসি স্কিন করে দেখুন এর ফলাফল।
ধন্যবাদ সকল কে।
সফটওয়্যার ডাউনলোডের জন্য ক্লিক করুন এখানে
সফটওয়্যার সিরিয়াল কী ডাউনলোডের জন্য ক্লিক করুন এখানে

YouTube সমাধান আর কোন বাধা নেই বাংলাতে

প্রথমে এই লিংক এ জান


নির্দেশিত স্থানে  http://www.youtube.com লিখে Enter  এ Click  দিন
youtube

এর পর ইচ্ছা মত Video Search  দিয়ে দেখুন

ক্যাস্পারস্কি এন্টিভাইরাস আপনার এন্ড্রয়েড ফোনের জন্য লেটেস্ট এবং আপডেট ( পরিক্ষীত ) ফুল ভার্সন

প্রথমে আপনার এন্ড্রয়েড ফোনে ইন্সটল করে নিন এই ক্যাস্পারস্কি এন্টিভাইরাস সফটওয়্যার টি। ইন্সটল শেষে Validation এ ক্লিক করুন এবং নেক্সট ক্লিক করুন এবার  Active প্রেস করুন এবং এখানে আপনি আপনার পাসওয়ার্ড সেট করে দিন যাহা পরবর্তীতে আপনার কাজে আসবে। আপডেট এবং সিস্টেম স্কিন করা বা রিমুভ করার জন্য এই পাসওয়ার্ড দিয়ে ই করতে হবে তাই পাসওয়ার্ড খেয়াল রাখবেন। এবার পাসওয়ার্ড দিয়ে নেক্সট প্রেস করুন এবং ইয়েস। আপনি এখানে পূর্বে যে পাসওয়ার্ড দিয়েছেন আবারো সেই পাসওয়ার্ড দিয়ে এবার ভিতরে প্রবেশ করুন।

এখানে এবার এ-মেইল চাইতে পারে সেটাকে এড়িয়ে জেতে পারেন চাইলে নতুনবা ই-মেইল এন্ট্রি করতে ও পারেন কোন সমস্যা নেই, আমি এড়িয়ে গেলাম এবং স্কিপ প্রেস করেছি, এখানে আবার স্কিপ প্রেস করুন এবার দেখুন ম্যাসেজএসেছে ( Start Full Version ) প্রেস করুন।
আপনার এন্টিভাইরাস টি এখন ফুল ভার্সন হয়ে গেছে। তবে আপডেট নেই এবার আপডেট ও করে নিন সরাসরি ক্যাস্পারস্কি সার্ভার থেকে এবার ক্লিক করুন  ( Anti virus ) + Start Update. আপডেট শেষে স্কিন করে নিন, এবং চাইলে এখানে আপনি সেটিংস ও পরিবর্তন করে নিতে পারেন।সেটিংস এ ক্লিক করে প্রটেকশন মোড ফুল করে নেবেন। একবার সিস্টেম স্কিন করে দেখুন কেমন ফারফরমেন্স দেখাচ্ছে এই সফটওয়্যার টি।

এই সফটওয়্যার টি আমি নিজে ব্যাবহার করতেছি, এবং আমি যে ভাবে ইন্সটল করেছি আমার ফোনে ঠিক সেই ভাবে আপনাদের কেও বলেছি। তাই কেউ যদি ইন্সটল বা অন্য কোন সমস্যায় পড়ে যান। আমাকে কমেন্ট করবেন আমি হেল্প করতে চেষ্টা করবো… ইনশাআল্লাহ।
এন্ড্রয়েড ১.৫ এর উপরে সকল ভার্সনে ইন্সটল করা যাবে ( রুট বা কোন কিছুর প্রয়োজন নেই )
সফটওয়্যার ডাউনলোডের জন্য ক্লিক করুন এই লিঙ্কে >> http://ge.tt/3pkFlHU/v/2?c

Intex Aqua Life II

Intex Aqua Life II   View Photos  PhoneIntex Aqua Life IIManufacturer Intex Status Available Available in IndiaYes Price (Indian Rupees)...