Friday, May 24, 2013

ইউটিউব থেকে সহজে ভিডিও ডাউনলোড করুন

ইউটিউব থেকে আপনার পছন্দের মিউজিক ভিডিও ডাউনলোড করার জন্য অনেক উপায় আছে। রয়েছে হাজারো অ্যাড অন, ডাউনলোডার। যারা IDM ব্যবহার করছেন তাঁদের জন্য ডাউনলোড ব্যাপারটি অনেক সহজ। তবে বর্তমানে IDM বা এ ধরনের সফটওয়্যার দিয়ে ইউটিউব থেকে কোন ভিডিও ডাউনলোড করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে ইরর মেসেজ দিচ্ছে যা অনেকের বিরক্তির কারন হয়ে দাঁড়িয়েছে।
আসুন দেখা যাক ফায়ারফক্স অ্যাড অনস দিয়ে এ সমস্যার খুব সহজ একটি সমাধান করা যায় তা দেখে নেয়।
এ জন্য আপনি ফায়ারফক্স ব্রাউজার থেকে অ্যাড অনস সার্চ বারে flash video downloader লিখে সার্চ দেন।
দেখুন flash video downloader একটি ফায়ারফক্স অ্যাড অনস শো করছে। এটার ডান পাশে install বারে ক্লিক করে অ্যাড অনসটি ইন্সটল দিয়ে নেন তারপর ফায়ারফক্স ব্রাউজারটি রি-স্টার্ট দিলে আপনি ফায়ারফক্স ব্রাউজারের সার্চ বারের বাম পাশে একটি লোগো দেখতে পাবেন।
এখন কোন flv, MP4 টাইপ ফাইল ইউটিউব, ফেসবুক বা অন্য কোন ওয়েবসাইটে ভিডিও ফাইল চালু করলে দেখবেন ফায়ারফক্স ব্রাউজার এর হেডারের সার্চ বারের পাশে flash video downloader অ্যাড অনসটি নীল রঙে সক্রিয় হয়েছে। এখান থেকে আপনি ভিডিও ফাইল ডাউনলোড করে নিতে পারবেন।
এখানে ক্লিক করে ডিরেক্ট লিঙ্ক ফায়ারফক্স অ্যাড অন্সটি ডাউনলোড করে নিতে পারেন।

বন্ধ ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন

তো যারা ইউটিউব সাইট টি এখনো ওপেন করতে পারতেছেন না তারা এইখান থেকে এই ফাইল টি ডাউনলোড করে নিন এর পর এটি ভেঙ্গে আপনার কম্পিউটার এর এই C:\Windows\System32\drivers\etc লোকেশান এ গিয়ে ফাইল টি পেস্ট বা রিপ্লেস করে দিয়ে আসুন । দেকবেন ইউটিউব খুলে গেছে । কিন্তু সমস্যা হল ভিডিও তে ক্লিক করলে ভিডিও চলেনা এরর আসে । এমন দেখায় ।

এই জন্য নিচের সাইটে জান এর পর উপরের পিকচার মত করে ইউটিউব এর ভিডিও এর লিঙ্ক টি কপি করুন
এর পর নিচের লিঙ্কে ক্লিক করে এই সাইটে প্রবেশ করুন । এই সাইটে প্রবেশ করলে নিচের মত আসবে ।
http://www.pushpsavera.com

এর পর যে ইউটিউব থেকে যে লিঙ্ক টি কপি করে ছিলেন সেতি এই দাগ দেয়া ঘরে পেস্ট করে দিন । এর পরে ডাউনলোড বাটন এ ক্লিক করুন । তা হলে নিচের মত স্ক্রীন আসবে ।

এই ঘরে আপনি যে ভিডিও ডাউনলোড করবেন সেইটার ফরম্যাট এবং সাইজ দেয়া আছে আপনার ফরম্যাট এবং সাইজ সিলেক্ট করে । ফাইল সাইজ বা জেই লেখার উপর আন্ডার লাইন দেয়া আছে তার উপর ক্লিক করলেই আপনি আপনার ভিডিও ডাউনলোড করতে পারবেন।

ইউটিউবের ভিডিও ডাউনলোড করুন

ইউটিউবের যে ভিডিওটি ডাউনলোড করবেন তার লিঙ্কটি কপি করুন।এবার Address-এ http://www.keepvid.com টাইপ করুন।তারপর সেখানে একটি লিংক দেবার ঘর পাবেন,সেখানে আপনার আকাঙ্খিত ভিডিওটির লিঙ্কটা পেস্ট করুন।এবার ডাউনলোড কী-তে click করলে ডাউনলোডের একটা লিঙ্ক আপনাকে দেয়া হবে।এবার সেই লিংকটাতে click করলেই Flv format-এ আপনি আপনার ভিডিওটি পেয়ে যাবেন। আপনি সেখান থেকে ফ্রি এফ.এল.ভি প্লেয়ার ডাউনলোড করতে পারেন যদি তা না থাকে।আর তা নাহলে ভিডিওটি কনভার্ট করতে হবে কনভার্টার দিয়ে।কনভার্টার ডাউনলোড করার জন্য-এখানে ক্লিক করুন

http://www.keepvid.com থেকে ইউটিউব ভিডিওর ইউ.আর.এল শুধু কপি করে সেখানে পেস্ট করে ভিডিও ডাউনলোড করতে পারবেন খুব সহজেই।

Youtube ভিডিও ডাউনলোড করুন সবচেয়ে সহজে। IDM ছাড়া

আমরা জানি কোন সাইট থেকে ভিডিও ডাউনলোড করা কতটা ঝামেলার। এর জন্য অনেকে অনেক সফটওয়্যার ব্যবহার করে থাকি, তবুও ভাল ফল পাইনা। আবার এই সফট গুলো ডাঊনলোড করে মুল্যবান মেগাবাইট অপচয় হয়। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি জিনিস যা আপনাদের এই বিড়ম্বনা থেকে মুক্তি দিতে পারে। এটি আপনারা ব্যবহার করে সন্তুষ্ট হবেন বলে আমার বিশ্বাস। এটি মুলত একটি ADDON। এটি মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। এর নাম Video Doenload Helper। ইন্সটল করে ব্রাউজার রিস্টার্ট করলে দেখবেন Address Bar এর বাম দিকে একটি বাবল দেখতে পাবেন। যখন কোন ভিডিও প্লে করবেন তখন এটি ঘুরতে থাকবে। এবং এর সাথে থাকা ত্রিভুজ এ ক্লিক করলে ভিডিও এর নাম আসবে সেখান থেকে আপনার ভিডিও টি ক্লিক করে পছন্দমত ডাঊনলোড করুন। পোস্টটি ভাল লাগলে জানাবেন আর ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। নিচে লিঙ্কটি দেওয়া হল…………………………।।
https://addons.mozilla.org/en-US/firefox/addon/video-downloadhelper/  লিঙ্কটি কপি করে পেস্ট করুন Address Bar এ এবং ইন্সটল করুন ব্রাঊসারে। এবার চুটিয়ে ডাঊনলোড করুন যেকোন সাইট থেকে যেকোন ভিডিও।

Monday, May 13, 2013

নোকিয়ার সর্বশেষ কিছু সিরিজের বাংলাদেশে বর্তমান বাজর দর

নোকিয়া কম্পানির সর্বশেষ মোবাইলগুলো  আকর্ষনীয়। তাই সবাই ক্রয়  করতেও ইচ্ছুক । তাই  নোকিয়ার সর্বশেষ কিছু সিরিজের বাংলাদেশে বর্তমান বাজর দর জানুন -
Nokia Lumia 900 - BDT 28,000
Nokia Asha 308 - BDT 8,300
Nokia C2-05 - BDT 5,300
Nokia Asha 311 - BDT 10,700
Nokia Lumia 820 - BDT 27,500
Nokia Lumia 920 - BDT 39,000
Nokia Lumia 800 - BDT 20,000
Nokia Lumia 710 - BDT 16,500
Nokia Lumia 620 - BDT 19,000
Nokia Lumia 610 - BDT 13,500
Nokia Lumia 510 - BDT 14,500
Nokia 206 - BDT 5,500
Nokia X2-02 - BDT 6,000
Nokia Asha 302 - BDT 9,300
সূত্র - Nokia Mobile price in Bangladesh - MobileDokan

নিয়ে নিন অসাধারন কিছু জাভা মোবাইল সফটওয়্যার এবং গেইম

11
Skey force Java Game
.
Download Now
10
Facebook chat java Application
Download Now
9
Sports bik Java game
Download Now
8
Theme maker Java Application
Download Now
7
Ajan Java Application
Download Now
6
3d mobile Java Application
Download Now
4
composser Java Application
Download Now
3
raonegenes Java game
Download Now
2
Cricket 2012 java game
Download Now
1
High speed5 Mobile Game
Download Now

Top 10 Android Games of 2013

Hello gamer’s, How about day ? Now today i share a list of TOP 10 BEST ANDROID GAMES 2013 LATEST WITH DOWNLOAD LINK.I hope you are all passed more time playing games like me.
Check the list, anyone here? which you not download yet? Don’t worry you can download now.For you i share download link from dropbox and play store.
1#  The Amazing Spider-Man
download the amazing spiderman free

2#   Tiny Tower (Free)
tiny tower

3#  Fruit Shoot  (Free)
fruite shoot

4#  Zombie Evil (Free)
zombie evil free download

5# SHADOWGUN: DeadZone (Free)
shadowgun free download

6# Asphalt 7: Heat ($0.99)
asphalt 7 heat download

7# Real Football 2013 (free)
download real football 2013

8# Temple Run 2 (free)
download temple run2

9#  Jetpack Joyride (free)
jetpack joyride

10# World at Arms (free)
world at arms

Intex Aqua Life II

Intex Aqua Life II   View Photos  PhoneIntex Aqua Life IIManufacturer Intex Status Available Available in IndiaYes Price (Indian Rupees)...