Wednesday, October 24, 2012

অ্যাপ স্টোরের কিছু অসাধারন অ্যাপ্লিকেশন

অ্যাপ স্টোরে রয়েছে ৬০ লাখের উপরে অ্যাপ্লিকেশন। আর দিন দিন বেড়ে চলেছে অ্যাপ্লিকেশনের সংখ্যা। রয়েছে প্রচুর ফ্রি অ্যাপস যা সত্যি খুব কাজের। প্রোফেশনাল অ্যাপসও কম নেই যেগুলো আপনাকে কিনতে হবে।
কিছু ফ্রি অ্যাপস যেগুলো রেটিং এ বেস্ট:
বিবিসি নিউজ
টুইটার
ইউটিউব
ফেসবুক
ফাইন্ড মাই আইফোন
গুগল
ড্রপবক্স
গুগল ড্রাইভ
ক্রোম
স্কাইপ
স্কাইড্রাইভ
এভারনোট
লগ মি ইন
আইএমডিবি
সাউন্ড হাউন্ড
ফ্লিপ বোর্ড
ডাউনলোডস লাইট
টেম্পল রান
স্পিডটেস্ট
সাউন্ড ক্লাউড
সোলার ওয়াক
ম্যাংগা ক্যামেরা
পেইড অ্যাপসগুলোর মধ্যে
আই ফটো
গ্যারাজ ব্যান্ড
আই মুভি
আইওয়ার্ক
অ্যাপস্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে অ্যাপল আইডি লাগবে। যাদের অ্যাপল আইডি নেই তারা এখান থেকে জেনে নিতে পারেন কিভাবে ফ্রিতে এবং আরামসে যতখুশী তত অ্যাপল আইডি বানাতে পারবেন।

নিউ প্রোডাক্ট অ্যাপেল অক্টোবর ২০১২

iPad mini event

নতুন পণ্যের তালিকায় নতুন ৭.৯" আই প্যাড মিনি যোগ করে আগের কয়টা পণ্য রিডিজাইন করে এবার আনলো অ্যাপল। যাতে আছে ম্যাক বুক প্রো, ম্যাক মিনি ও আই ম্যাক। দেখে নেয়া যাক বিস্তারিত।
iPad mini event
ম্যাক বুক প্রো:
১৩" রেটিনা ডিস্পলে
কনফিগারেশন অনুযায়ী দাম পড়বে ১৬৯৯ ডলার থেকে ২১৯৯ ডলার পর্যন্ত।

iPad mini event
  ম্যাক মিনি:
এতে আগের জেনারেশনের চেয়ে খুব একটা পরিবর্তন না আনা হলেও এতে আই ফাইভ/ সেভেন আইভি ব্রিজ প্রসেসর যোগ করা হয়েছে।
আই ম্যাক:

iPad mini event
  অসাধারন ডিজাইনের নতুন আই ম্যাক এনেছে অ্যাপল। যা দেখলে যে কেউ এটা পেতে চাইবে। অসম্ভব রকমের কম পুরুত্বের ডিসপ্লেতে প্লাজমা ডিপোজিশন প্রসেস ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের রিফ্লেকশন ৭৫% কমে গেছে নতুন এই আই ম্যাকে। যোগ করা হয়েছে দুটো ইনবিল্ট মাইক্রোফোন। হেডফোন আউট আগের মত থাকলেও বাদ দেয়া হয়েছে মাইক লাইন ইন পোর্ট। স্টেরিও স্পিকার আগের চেয়ে উন্নত করা হয়েছে।
আইভি ব্রীজ প্রসেসর এবং আগের মডেলের এএমডি রেডিয়ন গ্রাফিক্স কে বাদ দিয়ে এনভিডিয়া কেপলার গ্রাফিক্স যোগ করা হয়েছে।
ফ্লাশ ড্রাইভ আর হার্ডডিস্ক কে পাশাপাশি ব্যবহার করে অ্যাপল ফিউশন ড্রাইভ বলে জটিল একটা কোঅর্ডিনেশন করা হয়েছে। যাতে করে অ্যাপ্লিকেশনের পারফরমেন্সের গতি অনেক গুন বেড়ে যাবে। পুরো ব্যাপারটা হবে স্বয়ংক্রিয় ভাবে। তবে অ্যাপল আই মা্যাক থেকেও সিডি রোম বাদ দিয়েছে। কারো যদি সিডি রোম লাগে সেক্ষেত্রে সুপার ড্রাইভ ব্যবহারের পারামর্শ দেয়া হয়েছে। লো এন্ড মডেলের দাম পড়বে ১২৯৯ ডলার, যা কিনা আগের মডেলের চেয়ে ৯৯ ডলার বেশী।

iPad mini event
  আই প্যাড:
যেমনটা গুজব শোনা গিয়েছিলো, ৭.৯" আইপ্যাড মিনি এনেছে অ্যাপল। ডিসপ্লে রেজুলেশন ১০২৪ x ৭৬৮। ডিভাইসটি ৭.২ মিলিমিটার পুরু আর ওজন .৬৮ পাউন্ড।
এতে যুক্ত হয়েছে A5 প্রোসেসর, ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ফেসটাইম ক্যামেরাটিও HD.
ওয়াই ফাই ১৬ গিগা মডেলের দাম ৩২৯ ডলার। ৩২ ও ৬৪ গিগা মডেলের দাম পড়বে ৪২৯ ও ৫২৯ ডলার। ওয়াই ফাই এবং থ্রিজি ১৬ গিগা মডেলের দাম ৪৫৯ ডলার। ৩২ ও ৬৪ মডেলের দাম ৫৫৯ এবং ৬৫৯ ডলার।
নভেম্বের শুরুতে পাওয়া যাবে ওয়াই ফাই ভার্সন আই প্যাড মিনি। থ্রিজি মডেলের জন্য আরো দু সপ্তাহ অপেক্ষা করতে হবে।

Monday, October 1, 2012

Acronis True Image Home Edition-Data Backup ও Recovery তে দারুন কাজের

বর্তমানে পার্টিশান বা পুরো হার্ডডিস্কের ডাটা Backup ও Recovery’র পদ্ধতিটা দারুন জনপ্রিয়।বিশেষ করে Operating System Backup ও Recovery’র কাজটি করে না এমন ব্যবহারকারীর সংখ্যা খুবই কম।আর যারা এই কাজটি করেন তাদের মধ্যে Acronis True Image সফটওয়ারটি খুবই পরিচিত। কারণ বেশিরভাগ ইউজারই এই সফটওয়ারটি ব্যবহার করে পার্টিশানের ইমেজ তৈরি করে এবং সেটি রিস্টোর করে।Acronis True Image Home Edition ও একই প্রতিষ্ঠান থেকে তৈরি সফটওয়ার যা অনেক উপকারী কাজে ব্যবহার করা যায়। আমি Acronis True Image Home Edition2012 এর উপর আজকে টিউটোরিয়ালটি করবো।
সফটওয়ারটি'র দারুন একটি বৈশিষ্ঠ্য হলো এর দ্বারা তৈরি ইমেজের সাইজটি অন্যান্য সফটওয়ার থেকে খুবই কম হয়ে থাকে।যেমন এই সফটওয়ার দিয়ে তৈরি আমার  Windows 7 এর ইমেজ সাইজ হয়েছে মাত্র 3.58GB যার সল সাইজ 12GB।তাছাড়া ইমজে  Create আর Restore এ খুব কম সময় লাগে।এছাড়া আর কিছু টুল আছে যা দিয়ে প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ কাজ করা যায়।
প্রথমে Acronis True Image এর পেজে গিয়ে বা softpedia থেকে সফটওয়ারটি ডাউনলোড করে নিন। সসফটওয়ারটি সেটাপ দেয়ার পর এর Bootable CD তৈরি করে ফেলুন। এটি একটি প্রফেশনাল সফটওয়ার। তাই Bootable CD তৈরি করার জন্য প্রোডাক্ট কী দরকার হবে।প্রোডাক্ট কী Google এর মাধ্যমে খুঁজ করতে পারেন, কিংবা বন্ধুদের কাছে চেয়ে নিতে পারেন।অথবা কমেন্টস এ মেইল এড্রেস দিলে আমি সাহায্য করতে পারি।অবশেষে ধরে নিলাম আপনারা Bootable CD পেয়ে গেছেন।এবার চলুন কাজ শুরু করি।

ইমেজ ক্রিয়েটঃ

Bootable CD দিয়ে পিসি চালু করুননিচের মত চিত্র আসবেAcronis True Image Home এ ক্লিক করুন
  
নিচের মত চিত্র আসবেএটি Acronis True Image এর HomePage.
  
Backup এ ক্লিক করুন
Backup থেকে Disk and Partition Backup এ ক্লিক করুন
Partition লিস্ট আসবেকোন Partition এর Backup করবেন তাতে ঠিক চিহ্ন দিনNext
দিন
ইমেজটি কোথায় সেভ করবেন তা দেখিয়ে দেয়ার জন্য Brows বাটনে ক্লিক করুন
নিচের মত পেজ আসবে
কোথায় সেভ করবেন ড্রাইভটি সিলেক্ট করে File Name এর জায়গায় একটি নাম দিয়ে OK দিন
 আমি D ড্রাইভে Windows 7 হিসেবে সেভ করলাম
 
নিচের মত চিত্র আসবে Next দিন
১০Proceed এ ক্লিক করুন
১১নিচের মত প্রসেসিং শুরু হবেঅপেক্ষা করুন
১২অবশেষে Successful মেসেজ পাবেন OK দিন
আপনার ইমেজ তৈরি করা শেষ

ইমেজ রিস্টোরঃ

হোম পেজ থেকে Recover এ ক্লিক করুন
 
Disk Recover তে ক্লিক করুন
নিচের মত আপনার পিসিতে  আগে তৈরি করে রাখা ইমেজের লিস্ট দেখাবে একাধিক লিস্ট থাকলে ওখান থেকে একটি সিলেক্ট করে Next দিন
যদি ইমেজের লিস্ট না দেখায় তাহলে Brows বাটনে ক্লিক করে আপনার ইমজেটি কোথায় আছে দেখিয়ে দিয়ে OK দিন
নিচের মত চিত্র আসবে Next দিন
চিত্রের মত কিছু পরিবর্তন না করে Next দিন
আপনার ইমেজটি কোন ড্রাইভে রিস্টোর করার যোগ্য এখানে সেই রকম ড্রাইভগুলোর লিস্ট দেখাবেযেমন আমার এখানে C ড্রাইভ দেখাচ্ছে  আপনার ড্রাইভটি সিলেক্ট করে Next দিন (MBR এ চেক মার্ক দেয়ার দরকার নেই)
আবার Next দিন
যদি এমন হয় যে আপনি C ড্রাইভে না করে অন্য কোন ড্রাইভে ইমেজটি রিস্টোর করবেন তাহলে New Location এ ক্লিক করুন
  
১০আপনার ড্রাইভটি সিলেক্ট করে Accept এ ক্লিক করুন
১১Proceed এ ক্লিক করুন
১২নিচের মত প্রসেসিং শুরু হবেঅপেক্ষা করুন
১৩অবশেষে Successful মেসেজ পাবেন OK দিন
আপনার ইমেজ রিস্টোর করা শেষ। এবার পিসি বুট করে দেখুন। পিসি বুট করতে সমস্যা হলে MBR Fixed করুন।

Intex Aqua Life II

Intex Aqua Life II   View Photos  PhoneIntex Aqua Life IIManufacturer Intex Status Available Available in IndiaYes Price (Indian Rupees)...