Monday, February 25, 2013

২০১৩ এর অস্কার বিজয়ী সব কয়টি মুভির ডাউনলোড লিংক



Argo (2012)

৭৫০ মেগার ব্লুরে রিপ টরেন্ট

সেরা চলচ্চিত্র সহ জিতেছে ৩টি অস্কার।



Life of Pi (2012)


৭৫০ মেগার ডিভিডি রিপ টরেন্ট।

সেরা পরিচালক সহ জিতেছে ৪টি অস্কার।



Lincoln (2012)
৭৫০ মেগার ডিভিডি স্ক্রিণার টরেন্ট

সেরা অভিনেতা সহ জিতেছে ২টি অস্কার।



Silver Linings Playbook (2012)

৭০৮ মেগা সাইজের ডিভিডি স্ক্রিণার টরেন্ট

জিতে নিয়েছে সেরা অভিনেত্রীর পুরস্কার।



Django Unchained (2012)

৭০৮ মেগা সাইজের ডিভিডি স্ক্রিণার টরেন্ট

জিতেছে ২টি অস্কার।



Les Misérables (2012)

৭০৪ মেগা সাইজের ডিভিডি স্ক্রিণার টরেন্ট

অস্কার জিতেছে ৩ টি।



Brave (2012)

৭০৫ মেগা সাইজের ব্লুরে রিপ টরেন্ট

জিতে নিয়েছে সেরা আ্যনিমেশন মুভির খেতাব।



Amour (2012)

৯০০ মেগা সাইজের ব্লুরে রিপ টরেন্ট

বিদেশী ভাষার সেরা মুভি।



০০৭ ভচের Skyfall (2012) এর সাথে আমার ফেসবুক আইডি রাহাত খানের কোন দূরতমও সম্পর্ক নাই।

৯৫০ মেগার ব্লুরে রিপ টরেন্ট



Anna Karenina (2012)

৮৫০ মেগার ব্লুরে রিপ টরেন্ট

বিশেষ করে ফ্যাশন সচেতন মহিলা এবং পুরুষদের এই সিনেমা ভালো লাগা উচিৎ!

ঠ্যাং নোটঃ

১. ডাইরেক্ট ডাউনলোড লিংক দিলাম না। কারো প্রয়োজন হলে জানাতে পারেন।
২. স্ক্রিণার প্রিন্টগুলো খুবই চমৎকার।
৩. এই মুভিগুলোর বাইরে ডকুমেন্টারি এবং শর্ট ফিল্ম ক্যাটাগরিতে কিছু নন-কমার্শিয়াল ফিল্ম পুরস্কার পেয়েছে।
Source

Friday, February 8, 2013

মাইক্রোসফ্ট আউটলুক ২০০৭ এ কিভাবে সহজেই আপনার সব ধরনের ইমেইল কনফিগার করবেন তা জেনে নিন।

পথমে আপনার আউটলুক ২০০৭ ওপেন করুন। তারপর এর টুলস থেকে  সেটিংস আপসান এ যান। নিম্নরুপ:

তারপর অপনার ইমেইল এর উপরে ডাবল ক্লিক দিলে (Internet E-mail Settings) নামে একটি উইনডো ওপেন হবে। এই উইনডোতে নিম্নবণীত সেটিংস গুলো দিন। নিম্নবণীত কিছু সেটিংস (More Settings) অপসান এ পাবেন।

Gmail একাউন্ট এর জন্য:
Incoming Server: pop.gmail.com
Outgoing Servier: smtp.gmail.com
Outgoing Server(SMTP) requires authentication
Incoming Server(Pop3): 995 This server requires an encrypted connection(SSL)
Outgoing server(SMTP): 587
Use the following type of encrypted connection: TLS
Hotmail একাউন্ট এর জন্য:
Incoming Server: pop3.live.com
Outgoing Servier: smtp.live.com
Require logon suing Secure Password Authentication(SPA)
Outgoing Server(SMTP) requires authentication
Incoming Server(Pop3): 995 This server requires an encrypted connection(SSL)
Outgoing server(SMTP): 587
Use the following type of encrypted connection: TLS
Yahoo একাউন্ট এর জন্য:
Incoming Server: pop.mail.yahoo.com
Outgoing Servier: smtp.mail.yahoo.com
Outgoing Server(SMTP) requires authentication
Incoming Server(Pop3): 995 This server requires an encrypted connection(SSL)
Outgoing server(SMTP): 465
Use the following type of encrypted connection: SSL
আপনার কাজ সমাপ্ত। এখন  (Test Account Setting) এ ক্লিক পরে টেস্ট করে নিন।
ধন্যবাদ অনেক ধৈযের সাথে আমার পোস্টটি পরার জন্য।

40$ এর Hd Video Converter Pro এখন ফ্রী ,সুযোগ হাত ছাড়া করবেন না।

এটা একটা Video Converter  ।

মাত্র ৯ এমবি একটা Converter দিয়ে অনেক কিছু করতে পারবেন। যেমনঃ-
  • নোকিয়া
  • অ্যাপেল
  • HTC
  • Blackbarry
  • Sony
  • Microsoft
  • Dvd
  • Vcd
  • HD আরও অনেক অপশন।
নিচের ছবি গুল দেখেল বুজতে পারবেন।
এখানে ক্লিক করে ডাউনলোড করে নেন।
এবার ইন্সটল করে নিন এবং অ্যাক্টিভ করার জন্য আপনার নাম ও নোটপ্যাড এর কী ব্যবহার করুন।
এবার ইচ্ছা মত Converter করুন।

ছোট্ট সফটওয়্যার , কম্পিউটার এর যেকোনো ফাইল দ্রুত খুজে বের করার জন্য

আমি আমার কম্পিউটার এর ফাইল গুলান গুছিয়ে রাখতে পারিনা । তাই যখন কোন নির্দিষ্ট ফাইল এর প্রয়োজন পড়ে তা খুজে পেতে সমস্যা হইত । কারন উইন্ডোজ এর সার্চ অপশনটা অনেক স্লো । আমার এই সমস্যার কথা শুনে আমার এক বড় ভাই আমাকে একটা সফটওয়্যার এর কথা বলছিলেন । সফটওয়্যারটির নাম  আভা ফাইন্ড । এই সফটওয়্যারটি আপনার কম্পিউটার এর সকল ফাইল ইনডেক্স করে রাখে এবং আপনি যখন সার্চ করবেন তখন একদম সাথে সাথে রেজাল্ট দেখাতে পারে ।

এই সফটওয়্যারটি মিউজিক , ভিডিও , সফটওয়্যার গুলোকে আলাদা আলাদা করে দেখাতে পারে ।

এই সফটওয়্যার এর মধ্যেই ফাইলের মধ্যে রাইট ক্লিক করে ফাইলটি আসলে কোথায় আছে তা বের করতে পারবেন এবং অন্য সব কাজও করতে পারবেন ।

এই সফটওয়্যার দিয়ে আপনি ফোল্ডার / ড্রাইভ ব্রাউজ ও করতে পারবেন ।

আমি আমার উইন্ডোজ ৭ এ নিশ্চিন্তে ব্যবহার করছি , আশা করছি আপনাদেরও ভালো লাগবে । প্রো ভার্সন টা মিডিয়াফায়ার এ আপলোড করেছি । নিশ্চিন্তে ডাউনলোড করুন আর ব্যবহার করুন ।

তৈরি করুন পছন্দ মত লোগো। হয়ে যান লোগো ডিজাইনার!!

আমরা অনেক সময় আমাদের বিভিন্ন কোম্পানী বা নিজস্ব ব্লগ বা ওয়েবসাইটের জন্য লোগো বানিয়ে থাকি। লোগো যদি আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে বানাতে যায় তাহলে ডিজাইনের কাজ জানতে হবে। এখানে আমি দেখাব কিভাবে গ্রাফিক্স ডিজাইনার না হয়েও লোগো বানাবেন।
সফটওয়্যারটির নাম হচ্ছে AAA LOGO আমরা হয়ত এর নাম অনেকে শুনেছি বা এটা দিয়ে কাজও করছি। কিন্তু বিভিন্ন জনের কাছে আছে হয়ত ট্রিয়াল ভার্সন। আজকে আমি আপনাদেরকে Full Version এর লিংক দিব।
সফটওয়্যারটির কিছু ছবি বা পরিচিতি:
যখন আপনি সফটওয়্যারটি সেটাপ দেওয়ার পর রান করবেন তখন আপনার কাছে এ রকম পেজ আসবে, তার মধ্যে অনেক লোগো এর ডিজাইন আছে। যা সফটওয়্যারটিতে দেওয়া থাকে। আপনি চাইলে সে গুলো এডিট করেও লোগো বানাতে পারেন বা নিজ থেকে বিভিন্ন ছবি বা ক্লিপ আর্ট ব্যবহার করে লোগো বানাতে পারবেন।
আরো অনেক ছবি দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ছবি আপলোড করতে সমস্যা হওয়ায় দিতে পারছিনা।

সফটওয়্যারটি মিডিয়াফায়ারে আপলোড করা। ১৫ এমবি। ডাউনলোড

Source

Intex Aqua Life II

Intex Aqua Life II   View Photos  PhoneIntex Aqua Life IIManufacturer Intex Status Available Available in IndiaYes Price (Indian Rupees)...