Tuesday, March 19, 2013

উইন্ডোজ 8 নিয়ে নিন মাত্র 9.7 mb-তে, Highly Compressed

আমি এখন আপনাদের সাথে windows 8 শেয়ার করব (Highly Compressed_9.7 mb only)






৩ টি পাসওয়ার্ড প্রটেকটেড সফটওয়্যার যা আপনার গ্রুপ্তপুন্ন ফাইল গুল কে করবে নিরাপদ।।

অনেক সময় আমাদের কিছু গ্রুপ্ত পুণ্য ফাইল বা ফোল্ডার লক করে বা পাসওয়ার্ড দিয়ে রাখতে হয়,আমারা অনেকে করি কি হাইড করে রাখি কিন্তু আজকাল অনেকেই এটা ধরতে পারে, তাই একান্ত পারসনাল না গুরুপ্তপুন্ন ফাইল গুল কে নিরাপদে রাখা যায় না। তাই আমাদের প্রয়োজন এর মতো বা মনের মতো কিছু ভাল মানের পাসওয়ার্ড প্রটেকটেড সফট দিলাম।যা ভাল লাগতে পারে আপনাদেরঃ
ফেক ফোল্ডারঃ

এটা মোটা মুটি ভাল বলা যায়, প্রথমে পিসি তে ইন্সটল করে নিন এবং পাসওয়ার্ড দিয়ে নিন। তার পর যেই ফোল্ডারে প্রটেক করবেন টা দেখিয়ে দিন ও সফট টি ক্লোজ করে দিন বেচস হয়ে জাবে।
বিদ্রঃ এই সফট টি কিন্তু  আনইনস্টল করে নিউ পাসওয়ার্ড দিলে আগের পাসওয়ার্ড অকেজো হয়ে পরবে।
ডাউনলোড করুন এখানে
পাসওয়ার্ড প্রটেকটেডঃ

এটা আমার কাছে চরম ভাল লাগে কিন্তু সমস্যা হল এটা ফ্রি ভার্সন টি ৫০ এমবি এর বেশি প্রটেকটেড করতে পারে না, আপনি ইনস্টল করে নেন এবং যেই ফোল্ডারে পাসওয়ার্ড দিয়ে লক করবেন তাতে রাইট ক্লিক করে দেখেন যে প্রটেক দিস ফোল্ডার অপশন পেয়েছেন দেন আপনার পাসওয়ার্ড দিয়ে দিন বেস কাজ শেষ।
বিদ্রঃ খবদ্দার পাসওয়ার্ড ভুল্বেন না ,কারন পাসওয়ার্ড ভুলে গেলে ওটা আর খুলতে পারবেন না বা ডিলিট ও করতে পারবেন না।আবার নুতুন করে ইন্সটল দিলেও কাজ হবে না।
ডাউনলোড করুন এখানে
পাসওয়ার্ড ডিইআরঃ

এবার আসি ইন্সটল এর ঝামেলা বিহিন সফট নিয়ে। এটি অনেক ছোট কিন্তু কজে সিয়ানা, কথায় আসে ছোট মরিছ এর ঝাল বেশি তেমনেই এটা। আপনি যেই ফোল্ডারে লক করবেন সেতাতে গিয়ে শুধু এটা পেস্ট করে ডাবল ক্লিক করুন ও আপনার পাসওয়ার্ড দিয়ে বেরিয়ে আসুন। বেস কাজ শেষ।
বিদ্রঃ পাসওয়ার্ড ভুল্বেন না কিন্তু।
ডাউনলোড করুন এখানে

ডাউনলোড করুন পিডিএফ ই-বুক “দৈনিক ২৪ ঘন্টার দোয়া ও আমলসমূহ”

বইটি আলহাজ্ব মরহুমা মোসাম্মাত তাইয়্যেবা খাতুন (র.আ) নামক জনৈকা মহিলার রুহের মাগফিরাত কামনায় বিনা মূল্যে বিতরণ কৃত।
আমি বইটি পড়ে প্রভুত উপকৃত হয়েছি তাই আপনার সাথে শেয়ার করার লক্ষে পিডিএফ আকারে তৈরী করলাম।

পিডিএফ বইটির বৈশিষ্ট্য :
১. দ্রুত নেভিগেট করার জন্য সূচিপত্রে শিরোনামসমূহ লিংক করা আছে। (পুরোপুরি করতে পারিনি, শেষ হলে আপডেট করে দেব)
২. সকল দোয়ার আরবীর সাথে বাংলা উচ্চারণ। (আরবী না জানলেও উচ্চারণ থেকে দোয়া শেখা যাবে।)
৩. সকল দোয়ার বাংলা অর্থ।
৪. অধিকাংশ দোয়ার কোরআন ও হাদীসের সূত্র দেয়া।
ডাউনলোড লিংক

নিমিষেই খুঁজে বের করুন আপনার পিসির যে কোন ফাইল!


আপনি যদি অনেক রকম ফাইল নিয়ে কাজ করে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি বিভিন্ন রকম ফাইল খুঁজতে গিয়ে প্রায়ই মাথা নষ্ট হবার অবস্থা হয়। আমারো এমন হত। উইন্ডোজ এক্সপিতে সার্চ একদমই ভাল না। ৭ এ অনেকটা ভাল। কিন্তু কিছু কিছু ফাইল ঠিক মত খুজে পাওয়া যায় না। আর উইন্ডোজ ৮ এ তো সি ড্রাইভ বাদে অন্য কোন ড্রাইভ ইনডেক্স ই করা নেই!
মাত্র ২৫০/৩০০ কেবির সফটওয়্যার দিয়ে আপনি পারেন উইন্ডোজের মার্কামারা সার্চ পদ্ধতিকে বিদায় জানাতে!
এই Software টা একদমই ফ্রি। নামাবেন, ইন্সটল করবেন, চালাবেন- রিল্যাক্স।  :-)
এখনও নামটাই বলিনি। এর নাম হল Everything Search। নামের মতই এর কাজ। কাজে কোন ফাকি নেই। টাইপ করার সাথে সাথে আপনার সামনে হাজির করবে ঐ নামের সব রকম ফাইল। নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন:

Download

ডাউনলোড শেষে সাধারণ নিয়মে ইন্সটল করুন। তারপর ডেক্সটপে আইকন এলে রান করে আপনার দরকারি ফাইলের নাম টাইপ করে দিন। এবার দেখেন কিভাবে আপনার ফাইল বের হয়।

Intex Aqua Life II

Intex Aqua Life II   View Photos  PhoneIntex Aqua Life IIManufacturer Intex Status Available Available in IndiaYes Price (Indian Rupees)...