Tuesday, March 19, 2013

নিমিষেই খুঁজে বের করুন আপনার পিসির যে কোন ফাইল!


আপনি যদি অনেক রকম ফাইল নিয়ে কাজ করে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি বিভিন্ন রকম ফাইল খুঁজতে গিয়ে প্রায়ই মাথা নষ্ট হবার অবস্থা হয়। আমারো এমন হত। উইন্ডোজ এক্সপিতে সার্চ একদমই ভাল না। ৭ এ অনেকটা ভাল। কিন্তু কিছু কিছু ফাইল ঠিক মত খুজে পাওয়া যায় না। আর উইন্ডোজ ৮ এ তো সি ড্রাইভ বাদে অন্য কোন ড্রাইভ ইনডেক্স ই করা নেই!
মাত্র ২৫০/৩০০ কেবির সফটওয়্যার দিয়ে আপনি পারেন উইন্ডোজের মার্কামারা সার্চ পদ্ধতিকে বিদায় জানাতে!
এই Software টা একদমই ফ্রি। নামাবেন, ইন্সটল করবেন, চালাবেন- রিল্যাক্স।  :-)
এখনও নামটাই বলিনি। এর নাম হল Everything Search। নামের মতই এর কাজ। কাজে কোন ফাকি নেই। টাইপ করার সাথে সাথে আপনার সামনে হাজির করবে ঐ নামের সব রকম ফাইল। নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন:

Download

ডাউনলোড শেষে সাধারণ নিয়মে ইন্সটল করুন। তারপর ডেক্সটপে আইকন এলে রান করে আপনার দরকারি ফাইলের নাম টাইপ করে দিন। এবার দেখেন কিভাবে আপনার ফাইল বের হয়।

No comments:

Post a Comment

Intex Aqua Life II

Intex Aqua Life II   View Photos  PhoneIntex Aqua Life IIManufacturer Intex Status Available Available in IndiaYes Price (Indian Rupees)...