Sunday, August 4, 2013

আপনি জানেন কি পবিত্র কূর'আনের সূরা গুলোর নামের অর্থ :

আমরা মুসলিমরা পবিত্র কূর'আন পড়ি কিন্তু আমরা অনেকেই পবিত্র কূর'আনের সূরা গুলোর নামের অর্থ জানিনা, আসুন জেনে নেই পবিত্র কূর'আনের সূরা গুলোর নামের অর্থ গুলি.....
১. আল ফাতিহা (সূচনা)
২. আল বাকারা (বকনা-বাছুর)
৩. আল ইমরান (ইমরানের পরিবার)
৪. আন নিসা (নারী)
৫. আল মায়িদাহ (খাদ্য পরিবেশিত টেবিল)
৬. আল আনআম (গৃহপালিত পশু)
৭. আল আরাফ (উচু স্থানসমূহ),
৮. আল আনফাল (যুদ্ধে-লব্ধ ধনসম্পদ),
৯. আত তাওবাহ্ (অনুশোচনা),
১০. ইউনুস (নবী ইউনুস),
১১. হুদ (নবী হুদ),
১২. ইউসুফ (নবী ইউসুফ),
১৩. আর রা'দ (বজ্রপাত),
১৪. ইব্রাহীম (নবী ইব্রাহিম),
১৫. আল হিজর (পাথুরে পাহাড়),
১৬. আন নাহল (মৌমাছি),
১৭. বনী-ইসরাঈল (ইহুদী জাতি),
১৮. আল কাহফ (গুহা),
১৯. মারইয়াম (মারইয়াম (ঈসা নবীর মা))
২০. ত্বোয়া-হা (ত্বোয়া-হা),
২১. আল আম্বিয়া (নবীগণ),
২২. আল হাজ্জ্ব (হজ্জ),
২৩. আল মু'মিনূন (মুমিনগণ),
২৪. আন নূর (আলো),
২৫. আল ফুরকান (সত্য মিথ্যার পার্থক্য নির্ধারণকারী গ্রম্থ),
২৬. আশ শুআরা (কবিগণ),
২৭. আন নম্‌ল (পিপীলিকা),
২৮. আল কাসাস (কাহিনী),
২৯. আল আনকাবূত (মাকড়শা),
৩০. আর রুম (রোমান জাতি),
৩১. লোক্‌মান (একজন জ্ঞানী ব্যাক্তি),
৩২. আস সেজদাহ্ (সিজদা),
৩৩. আল আহ্‌যাব (জোট),
৩৪. সাবা (রানী সাবা/শেবা),
৩৫. ফাতির (আদি স্রষ্টা),
৩৬. ইয়াসীন (ইয়াসীন),
৩৭. আস ছাফ্‌ফাত (সারিবদ্ধভাবে দাঁড়ানো),
৩৮. ছোয়াদ (আরবি বর্ণ),
৩৯. আয্‌-যুমার (দলবদ্ধ জনতা),
৪০. আল মু'মিন (বিশ্বাসী)
৪১. হা-মীম সেজদাহ্ (সুস্পষ্ট বিবরণ),
৪২. আশ্‌-শূরা (পরামর্শ),
৪৩. আয্‌-যুখরুফ (সোনাদানা),
৪৪. আদ-দোখান (ধোঁয়া),
৪৫. আল জাসিয়াহ (নতজানু),
৪৬. আল আহ্‌ক্বাফ (বালুর পাহাড়),
৪৭. মুহাম্মদ (নবী মুহাম্মদ),
৪৮. আল ফাত্‌হ (বিজয়, মক্কা বিজয়),
৪৯. আল হুজুরাত (বাসগৃহসমুহ),
৫০. ক্বাফ (ক্বাফ),
৫১. আয-যারিয়াত (বিক্ষেপকারী বাতাস),
৫২. আত্ব তূর (পাহাড়),
৫৩. আন-নাজম (তারা),
৫৪. আল ক্বামার (চন্দ্র)
৫৫. আর রাহমান (পরম করুণাময়)
৫৬. আল ওয়াক্বিয়াহ্‌ (নিশ্চিত ঘটনা)
৫৭. আল হাদীদ (লোহা)
৫৮. আল মুজাদালাহ্ (অনুযোগকারিণী),
৫৯. আল হাশ্‌র (সমাবেশ),
৬০. আল মুম্‌তাহিনাহ্ (নারী, যাকে পরীক্ষা করা হবে),
৬১. আস সাফ (সারবন্দী সৈন্যদল),
৬২. আল জুমুআহ (সম্মেলন/শুক্রবার),
৬৩. আল মুনাফিকূন (কপট বিশ্বাসীগণ),
৬৪. আত তাগাবুন (মোহ অপসারণ),
৬৫. আত ত্বালাক (তালাক),
৬৬. আত তাহ্‌রীম (নিষিদ্ধকরণ),
৬৭. আল মুল্‌ক (সার্বভৌম কতৃত্ব),
৬৮. আল ক্বলম (কলম),
৬৯. আল হাক্কাহ (নিশ্চিত সত্য),
৭০. আল মাআরিজ (উন্নয়নের সোপান),
৭১. নূহ (নবী নূহ)
৭২. আল জ্বিন (জ্বিন সম্প্রদায়)
৭৩. আল মুয্‌যাম্মিল (বস্ত্রাচ্ছাদনকারী)
৭৪. আল মুদ্দাস্‌সির (পোশাক পরিহিত),
৭৫. আল ক্বিয়ামাহ্ (পুনরু্ত্তান),
৭৬. আদ দাহ্‌র (মানুষ),
৭৭. আল মুরসালাত (প্রেরিত পুরুষগণ),
৭৮. আন্‌ নাবা (মহাসংবাদ),
৭৯. আন নাযিয়াত (প্রচেষ্টাকারী),
৮০. আবাসা (তিনি ভ্রুকুটি করলেন),
৮১. আত তাক্‌ভীর (অন্ধকারাচ্ছন্ন),
৮২. আল ইন্‌ফিতার (বিদীর্ণ করা),
৮৩. আত মুত্বাফ্‌ফিফীন (প্রতারণা করা),
৮৪. আল ইন্‌শিকাক (খন্ড-বিখন্ড করণ),
৮৫. আল বুরুজ (নক্ষত্রপুন্জ),
৮৬. আত তারিক্ব (রাতের আগন্তুক),
৮৭. আল আ'লা (সর্বোন্নত),
৮৮. আল গাশিয়াহ্‌ (বিহ্বলকর ঘটনা),
৮৯. আল ফাজ্‌র (ভোরবেলা),
৯০. আল বালাদ (নগর),
৯১. আশ শামস (সূর্য),
৯২. আল লাইল (রাত্রি),
৯৩. আদ দুহা (পূর্বান্হের সুর্যকিরণ),
৯৪. আল ইনশিরাহ (বক্ষ প্রশস্তকরণ),
৯৫. আত ত্বীন (ডুমুর),
৯৬. আল আলাক (রক্তপিন্ড),
৯৭. আল ক্বাদর (মহিমান্বিত),
৯৮. আল বাইয়্যিনাহ (সুস্পষ্ট প্রমাণ),
৯৯. আল যিল্‌যাল (ভূমিকম্প),
১০০. আল আদিয়াত (অভিযানকারী),
১০১. আল ক্বারিয়াহ (মহাসংকট),
১০২. আত তাকাসুর (প্রাচুর্যের প্রতিযোগিতা),
১০৩. আল আছর (সময়),
১০৪. আল হুমাযাহ (পরনিন্দাকারী),
১০৫. আল ফীল (হাতি),
১০৬. কুরাইশ (কুরাইশ গোত্র),
১০৭. আল মাউন (সাহায্য-সহায়তা),
১০৮. আল কাওসার (প্রাচুর্য),
১০৯. আল কাফিরুন (অবিশ্বাসী গোষ্ঠী),
১১০. আন নাসর (স্বর্গীয় সাহায্য),
১১১. আল লাহাব (জ্বলন্ত অংগার),
১১২. আল ইখলাস (একত্ব)
১১৩. আল ফালাক (নিশিভোর)
১১৪. আল-নাস (মানবজাতি)

শেয়ার করে সকল কে জানানোর সুযোগ করে দিতে ভুলবেন না।
নিজে জানি অন্যকে শেয়ার করে জানিয়ে দেই ।

Saturday, August 3, 2013

২৫০ কিলোবাইটের দারুন সফ্টওয়ার ডাউনলোড করুন (ইজি ফাইল লকার)

আপনার কম্পিউটারের যে কোন ফাইল পাসওয়ার্ড মেরে দিন মাত্র ২৫০ কিলোবাইটের ইজি ফাইল লকার নামের সফ্টওয়ার দিয়ে। এটা একটা কাজের সফ্ট।এটা ইনস্টল করার পরে পাসওয়ার্ড দিয়ে দিন। তারপর সফ্টওয়ানটি আনইনস্টল করতে ঐ পাসওয়ার্ডটাই প্রয়োজন হবে।তো ডাউনলোড করে ফেলুন ইজি ফাইল লকার
আশাকরি আপনাদের কাজে লাগবে।
ডাউনলোড
or
http://www.4shared.com/file/e-RtDENG/EFL11_Setup.htm

গ্রামীনফোনের secret অফারস (সবার জন্য)

জেনে নিন গ্রামীনফনের কিছু অজানা অফার
১। গ্রামীনফোনে 2.88 Takay 7 Mb
7MB
পেতে হলে আপনাকে যা করতে হবে :
১. ডায়াল করুন *৫০০*৮০#
২. মেয়াদ থাকবে ৫ দিন।
২। 3 টাকায় 3 sms +3mms +10mb
যত খুশী ততবার নিয়ে নিন।
মেসেজে গিয়ে লিখুন GIFTA2259E
আর
পাঠিয়ে দিন ৯৯৯৯ নম্বরে। 100%
পেয়ে যাবেন। পাওয়ার পর
কমেন্ট মাস্ট।
৩। জিপি তে ৫ টাকায় ১৫MB
প্রথমে P1 একটিভ করুন ।
তারপর T567321 লিখে
৯৯৯৯ এ SMS দেন ।
তাহলে আপনি ৫ টাকায়
15MB পাবেন যার মেয়াদ ১৫ দিন ।
৪।জিপি তে ২টাকায় ২০sms+২০mms+২০voice sms
১.টাইপ start a এবং পাথিয়ে দিন ৯৯৯৯ তে
মেয়াদ ১ দিন
sms *৫৬৬*২#,mms *৫৬৬*১৪#,Vsms *৫৬৬*১৩#
৫। ৫ টাকায় ৫০০ sms
ডায়াল করুন *১১১*১০*৬#  অথবা  start sms লিখে পাঠিয়ে দিন ৯৯৯৯ নাম্বারে।
মেয়াদ ১ দিন

এই রমজানে এবং সব সময় যে ১০টি অ্যান্ড্রয়েড অ্যাপস আপনার কাজে আসবে!

সালাতুক(নামাজের সময় জানা)


নামাজের সময় জানার জন্য মাঝে মাঝে ঝামেলায় পড়তে হয়। অপরিচিত জায়গা হলে আরো বেশি সমস্যা হয়। সালাতুক নামের অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে সেই সমস্যার সমাধান হবে। এই চমৎকার অ্যাপসের কাজ হচ্ছে নামাজের সঠিক সময়সূচি জানানো, কাছে কোথায় মসজিদ রয়েছে তা দেখানো এবং কিবলা কোনদিকে তা ঠিক করে দেয়া।
সালাতুক অ্যাপসের এমন অ্যালগরিদম রয়েছে যা অনেক মুসলিম দেশের জন্য প্রযোজ্য। ব্যবহারকারীর অবস্থান অনুযায়ী জায়গা ক্যালকুলেট করে সঠিক তথ্য প্রদান করে এই অ্যাপসটি। তবে ম্যানুয়ালিও নামাজের সময় পদ্ধতি সেটিংস থেকে পরিবর্তন করা যায়। আর হ্যা সঠিক ফলাফলের জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন চালু থাকতে হবে এবং জিপিএস ও চালু থাকতে হবে। সোস্যাল সাইটগুলোতেও নামাজের সময় শেয়ার করা যাবে।
মাত্র ১২ মেগাবাইটের ফ্রী এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/6zNYU

আল-মোয়াজিন লাইট( নামাজের সময়সূচি)


এটা আরেকটি অ্যাপস যা দিয়ে নামাজের সময়সূচি জানা যাবে। নতুন জায়গায় ভ্রমনে বা অন্য কারণেও কখনো নামাজের সময়সূচি নিয়ে সমস্যায় পড়তে হবে না যদি এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি থাকে। জিপিএস ফিচারের মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্ত থেকেই সঠিক সময় প্রদর্শন করতে পারবে। কিবলা কোন দিকে তা কাউকে জিজ্ঞেস না করেই ডিজিটাল কম্পাসের মাধ্যমে সঠিক দিক সম্পর্কে জানা যাবে।
ইংরেজি সনের পাশাপাশি রয়েছে আরবী হিজরি সন যা ইচ্ছে করলেই কনভার্ট করে উভয় তারিখই জানা যাবে। ফলো মি নামের ফিচারের মাধ্যমে অটো লোকেশন পরিবর্তন হবে ভ্রমণের সময়। বিভিন্ন পদ্ধতি রয়েছে নামাজের সময়সূচি মাপার জন্য। উম আল-কোরা, মক্কা, মিশর সার্ভে, করাচি ইসলামিক ভার্সিটি, মুসলিম ওয়ার্ল্ড লিগ সহ ইত্যাদি। ফজরের নামাজের জন্য রয়েছে নোটিফিকেশন ফিচার এমনকি অন্যান্য সময়ও ইচ্ছে করলে নোটিফিকেশন সেট করা যাবে।
আজানের সময় হলে আযান রিংটোন যুক্ত করা, পরবর্তি নামাজের জন্য কত সময় বাকি আছে ইত্যাদি বিষয়গুলো উইগেটের মাধ্যমে জানা যাবে। অ্যান্ড্রয়েড এই ফ্রী অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/33beA

প্রেয়ার সাইলেন্সারঃ


মসজিদে থাকা অবস্থায় বা নামাজরত অবস্থায় হঠাৎ রিংটোন বেজে উঠলে অতি বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এমন অসস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি দিবে প্রেয়ার সাইলেন্সার নামের এই স্মার্ট অ্যান্ড্রয়েড অ্যাপসটি। মোবাইল সাইলেন্ট করতে ভুলে গেলেও এখন আর কোন সমস্যা হবে না।
প্রেয়ার সাইলেন্সার নামের এই অ্যান্ড্রয়েড অ্যাপসের কাজ হচ্ছে নামাজের সময় ক্যালকুলেট করে অটো ঐ সময়ে মোবাইল সাইলেন্ট করে দিবে। ব্যবহারকারীর সেট করে দেয়া সময় অনুযায়ী পরে আবার জেনারেল সেটিংসে ফিরে যাবে।
আর সবকিছুই হবে অটোমেটিক। ৪১৭ কিলোবাইটের ফ্রী অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/Mnrhs

তাসবীহ


তাসবীহ জপা অন্যতম পূণ্যের কাজ। সব সময় হাতের কাছে তাসবীহ নাও থাকতে পারে। তখন তাসবীহ নামের অ্যান্ড্রয়েড অ্যাপসটি কাজে দিবে। এই অ্যাপসটি জিকির-আজকার করা আরো সহজ করে দিবে। সাউন্ড ইফেক্ট এবং ভাইব্রেশন ফিচারের মাধ্যমে মোবাইল স্ক্রিনে না তাকিয়েই জিকির করা যাবে ফলে মনোযোগও নষ্ট হবে না।
সেটিংস থেকে ইচ্ছে করলে জিকির সিলেক্ট করে দেয়া যাবে যার কারণে স্ক্রিনে তা প্রদর্শিত হবে এবং পড়া যাবে।
মাত্র ৮৬০ কিলোবাইটের ফ্রী এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/B78Xj

লার্ন ইকরা


কোরআন তিলওয়াত করতে পারা প্রতিটি মুসলিমের জন্য আবশ্যক। কোরআন না পড়তে পারলে এখনই সময় তা শিখে নেওয়ার। হাতে যদি থাকে একটি স্মার্টফোন তাহলে শেখাটা আরো অনেক সহজ হয়ে যায়। কাজের ফাকে বা যে কোন জায়গায় বসে কোরআন পড়া শেখার জন্য অন্যতম একটি অ্যান্ড্রয়েড অ্যাপস হচ্ছে লার্ন ইকরা।
এই অ্যাপসের মাধ্যমে খুব সহজেই শেখা যাবে কোরআন পড়া। আরবি হরফ এবং শব্দ শেখা থেকে শুরু করে ধীরে ধীরে শিখে ফেলা যাবে কোরআন পড়া। নিয়মিত অনুশীলন করলে কোরান কোন কঠিন বিষয় নয়।
১৭ মেগাবাইটের এই ফ্রী অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/TeJzA

লার্ন দোয়া


নামাজের পরে দোয়া পড়া অনেক পূণ্যের ইবাদত। সবসময় প্রয়োজনীয় দোয়াটি মনে না আসলে বা নতুন নতুন দোয়া শেখার জন্য আদর্শ হতে পারে লার্ন দোয়া নামের চমৎকার অ্যান্ড্রয়েড অ্যাপসটি। প্রতিদিন অল্প অল্প করে এই অ্যাপস থেকে শিখলে অনেকগুলো দোয়া শেখা সম্ভব। বিভিন্ন নামাজে বিভিন্ন দোয়া পড়ার জন্য সাহায্য করবে এই অ্যাপসটি।
আরবী ভাষা ছাড়াও রয়েছে ইন্দোনিশিয়ান অনুবাদ এবং ইংলিশ অনুবাদ। শুধুতাই নয় সাথে রয়েছে অডিও ফিচার যার মাধ্যমে দোয়া পড়ে শোনাবে এই অ্যাপসটি।
৮.৫ মেগাবাইট সাইজের এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/8tsYu

রমাদান রেসিপি


সাড়া পৃথিবী থেকে তথ্যগুলো নেয়া হয়েছে হোক সেটা ইস্ট বা ওয়েস্ট। সেরা সেরা খাবারগুলো পছন্দ করে এই লিস্ট তৈরি করা হয়েছে যা রোজার পর তৃপ্তি দিবে অনায়াসেই। অনেক বড় রকমের কালেকশন রয়েছে, ভিন্ন ভিন্ন দেশের মজাদার সকল খাবারের রিসিপি রয়েছে রমাধান রেসিপি নামের এই অ্যান্ড্রয়েড অ্যাপসে।
প্রতিটি রেসিপিতে হাই কোয়ালিটি ফটোর পাশাপাশি অনেক বিস্তারিত বর্ণনা রয়েছে। এটা শুধু রান্নাবইই নয়, রোজায় এই অ্যাপসটি অসাধারণ সব সাহায্য করবে। মুসলিম মাইন্ড নিয়ে রচিত এই রেসিপি অ্যাপসে সকল হালাল খাবারের ব্যবহার করা হয়েছে। প্রায় ৩০টি রেসিপি থেকে বাছাই করে সেরা রেসিপিগুলো ঈদে রান্না করতে ভুলবেন না যেন! যে সব দেশের রেসিপি রয়েছে তা হচ্ছেঃ বাংলাদেশ, চায়না, মিশর, ইন্ডিয়া, সৌদি আরব, আমেরিকা সহ আরো অনেক।
১ ডলার মূল্যের এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি ক্রয় করা যাবে এই ঠিকানায় http://goo.gl/CRUkb

রমাদান অ্যাপস


এই রমাধান অ্যাপসে এক সাথে অনেকগুলো ফিচার রয়েছে। দৈনিক বিভিন্ন দোয়া, হাদিস এবং ইভেন্ট আপডেট পাওয়া যাবে আর তা সকাল, সন্ধ্যা এবং রাত ৩টি থিমে। ফজর থেকে ইশা নামায পর্যন্ত এলার্ম ক্লক সুবিধাও রয়েছে শুধু তাই নয় সেহেরি, ইফতারের অ্যালার্মও রয়েছে। দোয়া এবং হাদিসগুলো ফেসবুক এ শেয়ার করা যাবে। অসাধারণ সব গ্রেটিংস কার্ড দিয়ে প্রিয়জনকে উইশ করা যাবে এই অ্যাপসের মাধ্যমে।
মাত্র ১৯ মেগাবাইটের এই কাজের অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/UfvFf

রমাদান-ঈদ


রোজায় অনেক সময় ম্যাসেজ, গ্রেটিং বা ওয়ালপেপারের দরকার হয়ে থাকে। রমাদান ঈদ নামের এই অ্যান্ড্রয়েড অ্যাপসটিতে এমনই সব ফিচার রয়েছে। ইমেজ ওপেন করার পর তা ওয়ালপেপার হিসেবে ব্যবহার করা যাবে, মেমরি কার্ডে সেভ করে রাখা যাবে এবং সোস্যাল সাইটেও ইচ্ছে করলে শেয়ার করা যাবে।
বিভিন্ন বিষয়ের অনেক কিছু জানা যাবে এই অ্যাপসের মাধ্যমে। আরো নতুন নতুন ম্যাসেজ, ওয়ালপেপার এবং গ্রেটিংস যুক্ত হবে।
১.৬ মেগাবাইটের ফ্রী এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/nKNvi

আল-কোরআন (বাংলা)


এত এত ইসলামিক অ্যাপস থাকবে আর বাংলায় কোরআন অনুবাদ থাকবেনা তা কি করে হয়। আল-কোরআন(বাংলা) নামের এই অ্যান্ড্রয়েড অ্যাপসের সকল সূরার নাম বাংলায় পাশাপাশি রয়েছে সূরার অনেক তথ্যও। আরবীর পাশেই রয়েছে সম্পূর্ণ কোরআনের বাংলা অনুবাদ। এছাড়াও সকল সেজদা আয়াতে কালার দিয়ে চিহ্নিত করে দেয়া হয়েছে।
সব দিক দিয়ে সেরা এই বাংলা কোরআন অ্যাপসট ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/8a0yL 
আমার এই টিউনটি পূর্বে কালের কন্ঠে প্রকাশিত।

এ্যান্ড্রয়েডের জন্য খুবই প্রয়োজনীয় একটি সিস্টেম এ্যাপ !!


ক্লিন মাষ্টার এক ধরনের ক্লিনার যাতে একের ভিতর সব ক্লিনিং এ্যাপ কেইচ, অব্যবহৃত ফাইল, রিসিডিউল ফাইল, সার্চ হিস্টোরি ডিলিট এবং আন-ইনস্টলিং সুবিধাও রয়েছে এ্যাপসটিতে । এই এ্যাপস্ এর মাধ্যমে আপনি চলন্ত এ্যাপগুলো কিল করে অর্থাৎ চলন্ত এ্যাপগুলো বন্ধ করে র‌্যামের গতি বাড়ানো সম্ভব এমনকি ব্যাটারির চার্জও বাচাঁয় এটি । এতে যা যা সুবিধা আছে :-
  • ১. হিস্টোরি ইরেজার, ক্নিন কেইচ, ক্লিন রিসিডিউল ফাইল
  • ২. প্রাইভেসি প্রোটেকশন, ক্লিন সিলেক্টেড মেসেজ, ক্লিন সিলেক্টেড কল লগস, ক্লিন গুগল সার্চ হিস্টোরি, ক্লিয়ার ক্লিপবোর্ড ডেটা
  • ৩. টাস্ক কিলার
সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন। ধন্যবাদ!

আসুন, আপনার স্মার্টফোনের সেন্সর গুলোর কারসাজী সম্পর্কে একটু জেনে নেই।

স্মার্টফোনের স্মার্টফোনেস অনেকাংশে এর সেন্সর গুলোর ওপর নির্ভর করে। সেন্সর বিহীন একটি স্মার্টফোন চিন্তাই করা যায়না। সেন্সর বিহীন স্মার্টফোনকে খোড়া/ল্যাংরা বলা যায়। আমার জানা মতে পৃথিবীতে সেন্সর বিহীন কোন স্মার্টফোন নাই। আসুন দেখি কত সহজ ভাবে সেন্সরগুলো সম্পর্কে জানা যায়। স্মার্টফোনে যে সেন্সর গুলো ব্যবহৃত হয়, সেগুলোর ব্যবহারিক গুরুত্ব বিবেচনা করে নিচে সাজানো হলো।
এক্সেলেরমিটার(Accelerometer):  শতভাগ স্মার্টফোনেই Accelerometer সেন্সরটি ব্যাবহৃত হয় আপনার স্মার্টফোনে ফটো প্রিভিও, ভিডিও দেখা, মেসেজ লেখা, ওয়েব ব্রাওজিং ইত্যাদির অ্যাপ্স ব্যবহারের সময় আপনার ফোনটি আড়াআড়ি (Landscape) বা লম্বালম্বি (Portrait) ভাবে ধরলে আপনার অ্যাপ্সটি সয়ংক্রিয় ভাবে ঘুরে যাবে, যাতে স্ক্রিনে প্রদর্শিত দৃশ্য আমাদের দেখতে অসুবিধা না হয়। এটাই এক্সেলেরমিটারের কারসাজী। এছাড়া রেসিং গেমস খেলার সময় ইচ্ছামত ডানে বামে কাত করে স্টিয়ারিং ঘুরানোর কাজটিও এক্সেলেরমিটারের কারসাজী।

 
কাজঃ Accelerometer এর মূল কাজ হচ্ছে স্মারটফোনটির অরিয়েন্টেশন কিভাবে পরিবর্তন করা হচ্ছে, কিভাবে ঘুরানো হচ্ছে, উল্টানো পাল্টানো হচ্ছে তা বুঝতে পারা।

প্রক্সিমিটি(Proximity): স্মার্টফোনে যখন ভয়েস কল করি (ইনকামিং আউটগোয়িং যেটাই হোক না কেন) এবং কথা বলার জন্য কানের কাছে লাগাই তখনই স্ক্রিনের আলো নিভে যায় এবং টাচস্ক্রিনের কার্যক্ষমতা বন্ধ করে দেয় যাতে করে অনাকাংক্ষিত বা অনিচ্ছাকৃত কোন নির্দেশনা (command) না পড়ে। এর অন্যতম আরেকটা সুবিধা হচ্ছে দেহের নির্দিষ্ট দুরুত্বে এলে স্ক্রিনের আলো নিভিয়ে ব্যাটারির চার্জ দীর্ঘায়িত করতে সাহায্য করে। এই সেন্সিং ক্ষমতা সম্পন্ন সেন্সরকেই প্রক্সিমিটি(Proximity) সেন্সর বলে।
 


কাজঃ প্রক্সিমিটি(Proximity) সেন্সর এর মূল কাজ হচ্ছে দেহ থেকে আপনার স্মার্ট ডিভাইসটি কত কাছে অমস্থান করছে তা নির্নয় করা।

এম্বিয়েন্ট লাইট সেন্সর (Ambient Light Sensor): দিনের ঝলমলে আলোতে আপনার মোবাইল ফোনের স্ক্রিনটা অস্পষ্ট লাগতে পারে তখন ব্রাইটনেস সয়ংক্রিয় ভাবে বাড়িয়ে দেখার উপযোগি করে তোলে এই লাইট সেন্সর আবার রাতের অন্ধকারে স্ক্রিনের আলোটা চোখে বেশি লাগতে পারে তখন ঠিক তার উল্টো ব্রাইটনেস সয়ংক্রিয় ভাবে কমিয়ে দেখার উপযোগি করে তোলে।


কাজঃ এর মূল কাজ হচ্ছে স্মার্টফোনের আশেপাশের পরিবেশের আলো পরিমাপ করা এবং এর সাথে স্ক্রিনের ব্রাইটনেসের সমন্বয় করা। 

জিপিএস(GPS): জিপিএস এর পুরো রুপ হলো Global Positioning System. পুরো নামটা দেখলেই বোঝা যায় এর ধারনাটা কত ব্যাপক। তবে আমি ব্যাপক ব্যাখ্যায় যাবনা। ধরুন, আপনি আছেন মিরপুরে, বন্ধু বান্ধব নিয়ে যাবেন পুরান ঢাকায় নান্না মিয়ার মোরগ পোলাও খেতে, কিন্তু নান্না মিয়ার মোরগ পোলাও খেতে যাওয়ার রাস্তাঘাট চেনেন না। এবার কানার লাঠির মত ম্যাপ ওপেন করে জিপিএস নেভিগেশন এর মাধ্যমে নিশ্চিন্তে মোরগ পোলাও খেতে যেতে পারেন।
 
কাজঃ আপনার স্মার্টফোনে যদি জিপিএস থাকে তাহলে সে দেখিয়ে দিবে আপনি পৃথিবীর কোন জায়গায় স্মার্টফোনটি নিয়ে অবস্থান করছেন। জিপিএস(GPS) হলো স্যাটেলাইট এর সহযোগিতায় পৃথিবী ও এর আশে পাশে চষে বেড়ানোর প্রযুক্তি, এটি USA শুধু তার মিলিটারি এর ব্যাবহারের জন্য স্থাপন করে ৬০ এর দশকে। পরে ৮০ দশকে সীমিত পরিসরে সর্বসাধারনের ব্যবহারের জন্য খুলে দেয়া হয়। জিপিএস(GPS) নেভিগেশন এর জন্য ২৪ টি স্যাটালাইট প্রতিনিয়ত পৃথিবীর উপর চোখ রাখছে।
কম্পাস(Compass): আমরা ছোট বেলায় বিজ্ঞানে পড়েছিলাম, যদি একটি চুম্বক শলাকাকে ঝুলিয়ে রাখা হয় তাহলে শলাকাটির একটি মাথা সর্বদা উত্তর মুখী আর একটি মাথা সর্বদা দক্ষিন মুখী হয়ে থাকবে। সুতরাং একটি চুম্বক শলাকা থাকলে দিক হারানোর ভয় নাই। এই কম্পাস হলো আপনার সেই চুম্বক শলাকা, যা আপনাকে দিক ভোলা হতে দেবেনা।
কাজঃ কম্পাস এর কাজ হলো দিক নির্নয় করা।

জায়রোস্কোপ (Gyros or Gyroscope): জায়রোস্কোপ হলো কৌনিক অক্ষে নড়াচড়া বুঝতে পারে এমন একটি সেন্সর। এক্সেলেরমিটারের কিছু সীমাবদ্ধতা দূর করার জন্য ব্যবহৃত হয়। এক্সেলেরমিটার ছয়টি অক্ষে অর্থাৎ ডানে বামে সামনে পিছনে উপরে নিচে পজিশন নির্নয় করতে পারলেও কৌনিক অক্ষ নিরুপন করতে ব্যর্থ। অর্থাৎ আপনি একটি স্মার্টফোনকে ডানে একটু কোনাকোনি করে কাত করলেন, এই ক্ষেত্রে এক্সেলেরমিটার স্মার্টফোনটি ডানে কাত হয়েছে এইটুকু বুঝতে পারবে, কিন্তু সাথে যদি জায়রোস্কোপ থাকে তাহলে স্মার্টফোনটি ঠিকই বুঝতে পারবে আপনি একে একটু কোনাকোনি করে ডানে কাত করেছেন। এর চেয়ে সহজ করে আর বোঝাতে পারবোনা।
 
কাজঃ জায়রোস্কোপ ছয়টি অক্ষে কৌনিক যে কোন ধরনের নড়াচড়া  নির্নয় করতে সক্ষম। এটি একটি micro electrical & mechanical system.

বি,এস,আই(BSI): BSI এর পুরো রুপ back side illumination বা back illuminated sensor. এর নাম থেকেই বোঝা যায় কিছু একটা আলকিত করার জন্য এই সেন্সরের আগমন।  BSI সেন্সর ডিজিটাল ক্যামেরায় ব্যবহার করা হয়, যেটা ডিজিটাল ক্যামেরার লেন্সে বেশি আলো ধরতে সাহায্য করে, যার ফলে অল্প আলোতে ভালো ছবি তোলা যায়। এই সেন্সরটি সিকিউরিটি ক্যামেরা ও জ্যোতিরবিদ্যায় ব্যবহৃত ক্যামেরায় ব্যাবহারের জন্য আবিষ্কৃত হয়। জাপানের সনি ২০০৯ সালে প্রথম তাদের ক্যামেরায় এই সেন্সর ব্যাবহার করে। আজকাল ভালো মানের স্মার্টফোনের ক্যামেরায় এই সেন্সর ব্যবহার করা হচ্ছে।
কাজঃ লেন্সে বেশি আলো ধরতে সহায়তা করে, যাতে করে অল্প আলোতে dead pixel এর সংখ্যা কমিয়ে আরও ভালো মানের ছবি উপহার দিতে পারে।
ব্যরোমিটার (barometer): আমাদের চারিপাশে আবহাওয়ার একটা চাপ রয়েছে, আমাদের বায়বীয় পরিবেশের উপাদান সব সময় সব ঋতুতে এক রকম থাকেনা। শীত কালে আমাদের বায়ুমন্ডলে গরম কালের তুলনায় কম ঊপাদান থাকে যার ফলে শীত কালে বায়ুর চাপ কম থাকে। ব্যরোমিটার বায়ুমন্ডলের চাপ নিরূপন করে। যেটা আবহাওয়া সম্পর্কিত তথ্য সংগ্রহে সহায়তা করে।
আজ এ পর্যন্তই , ভালো থাকুন। আরো কিছু সেন্সর এখানে শিগ্রই আপডেট হবে। কোথাও ভুল থাকলে শুধরে দিবেন।

আরো সহজে ল্যাপটপকে ওয়াইফাই হিসেবে ব্যবহার করুন !!


ল্যাপটপকে ওয়াইফাই হিসেবে ব্যবহার করেছেন আপনাদের অনেকেই। কিন্তু যে সফটওয়্যারটি ব্যবহার করে েএই কাজটি করা হয়, সেটি যদি  আরো আধুনিক হয় বা উন্নত মানের হয় তাহলে তো আর কথাই নেই। হ্যাঁ, ‘কানেক্টিফাই 5’ (Connectify 5) নামের ওই সফটওয়্যারটিকে আরো আধুনিকভাবে তৈরী করা হয়েছে। সফটওয়্যারটি ব্যবহার করে নিম্নের সুবিধাগুলো পাবেন:-
  • নতুন ড্রাইভার: স্থায়িত্ব বাড়ানোর জন্যে এতে নতুন একটি ড্রাইভার ইনস্টল করা হয়েছে এমনকি এটি উইন্ডোজ 8- এও ভালোভাবে কাজ করে।
  • নতুন টিউটোরিয়াল: হেল্প মেন্যুতে নতুন টিউটোরিয়াল যোগ করা হয়েছে যাতে করে আপনি সহজেই হটস্পট সেটিং করতে পারবেন।

  • এটি স্বয়ংক্রিয়ভাবে রিকোমেন্ডেড ‘ইন্টারনেট টু শেয়ার’ সেট করা থাকে, যদি আপনি পূর্বেথেকে কোন ডিভাইস সিলেক্ট করে না থাকেন।

  • ‘ইন্টারনেট টু শেয়ার’ লিষ্টে ওয়ারলেস এসএসআইডির পাশাপাশি এ্যাডাপ্টারের নামগুলোও দেখায়।


সিম্ফোনী ডাব্লিও ৩৫ ব্যবহারকারিদের কিছু সমস্যা, সমস্যার কারন ও সমাধান [পর্বঃ১]

সমস্যাঃ সিম্ফোনী ডাব্লিও ৩৫ কেন গরম হয়?
উত্তরঃ প্রসেসর নির্ভর সকল স্মার্টফোনই কিছুটা গরম হয়. এটা স্মার্টফোন ব্যবহারের একটা স্বাভাবিক ঘটনা. এটা কোন সমস্যা নয়. প্রসেসর এর কাজ হচ্ছে ব্যবহারকারির ইনপুট করা যেকোন প্রকার ডেটা অথবা কমান্ড প্রসেসিং করা এবং তার আউটপুট ফলাফল প্রদান করা. ডেটা প্রসেসিং সময় কালে সকল প্রসেসরই গরম হয়. এখন অনেকে প্রশ্ন করবেন সিম্ফোনী ডাব্লিও ৩৫ বেশি গরম হয় কেন? এর বেশ কয়েকটি কারন আছে. প্রথমেই আমি যে বিষয়টি উল্লেখ করব তা হল - যারা কম্পিউটার ব্যবহার করেন তারা জেনে থাখবেন কম্পিউটার প্রসেসর ঠান্ডা রাখার জন্য তাতে কুলিং ফ্যান ব্যবহার করা হয়. তবে কম্পিউটার সিপিইউ তে কুলিং ফ্যান লাগানোর জন্য যথেষ্ট স্পেস থাকে যা স্মার্টফোনের স্বল্প পরিসরে লাগানো সম্ভব নয়. এটা তো একটা মাত্র কারন. অনেকে প্রশ্ন করবেন তাহলে অন্যান্য স্মার্টফোন গুলো এই ফোনের তুলনায় কেন কম গরম হয়? সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু বিষয় যেমন, হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কে জানতে হবে. আপনি ৬২৯০ টাকা মূ্ল্যের সিম্ফোনী ডাব্লিও ৩৫ স্মার্টফোন ব্যবহার করছেন যা বর্তমানে সর্বনিম্ন মূল্যের একটি আপডেটেড স্মার্টফোন. এতে ব্যবহার করা হয়েছে ১ গিগাহার্টজ সিঙ্গেল কোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র‍্যাম, ৪ গিগাবাইট রোম. যার কারনে আপনি অনায়াসে এইচডি ভিডিও এবং ত্রিমাতৃক এপ গেইম চালাতে পারেন. এছাড়াও এতে ব্যবহার করা হয়েছে ৪.১ জেলিবিন অপারেটিং সিস্টেম. জেলিবিন অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড এর বর্তমান ও সর্বশেষ সংস্করন এবং এতে এন্ড্রয়েড এর অন্যান্য সংস্করন থেকে আরো উন্নত গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে. এই সংস্করনটি চালাতে নূন্যতম ১ গিগাহার্টজ প্রসেসর গতি প্রয়োজন. তবে ভাল ফলাফল পেতে ডুয়েল কোর অথবা তার চাইতে বেশি ক্ষমতা সম্পন্ন প্রসেসর প্রয়োজন. ১ গিগাহার্টজ সিঙ্গেল কোর প্রসেসর তার উপর ৪.১ জেলিবিনের লোড নিতে বেশ কিছুটা হিমসিম খেতে হয় এই প্রসেসর টিকে. এই নুন্যতম গতি সম্পন্ন প্রসেসর টি জেলিবিনের সকল প্রকার গ্রাফিকাল লোড প্রসেস করতে গিয়ে খুব তারাতারি গরম হয়ে উঠে. উদাহরন স্বরূপঃ অনেকেই লো কনফিগারেশন এর কম্পিউটার ব্যবহার করেন যাতে উইন্ডোজ এক্সপি ভাল ভাবে চলে কিন্তু সমস্যা দেখা দেয় তখন যখন আপনি উইন্ডোজ এর লেটেস্ট সংস্করন ব্যবহার করতে যাবেন. বা বুঝা না গেলে আরেকটা উদাহরনঃ আপনার কম্পিউটার এর সব হার্ডওয়্যার আপডেটেড শুধু প্রসেসরটি কম গতি সম্পন্ন এবং অন্যান্য সব ঠিক মত চললেও যখন আপনি কোন এইচডি ভিডিও বা গ্রাফিক্স এর কাজ করতে যাবেন তখন লক্ষ করবেন প্রসেসর ভিষন গরম হয়ে যাচ্ছে, কুলিং ফ্যান খুব বেশি শব্দ করছে এবং পিসি স্লো করছে. সিম্ফোনী ডাব্লিও ৩৫ এর ক্ষেত্রেও ঠিক তাই. এছাড়াও ব্যবহারকালিন সময়ে মাদারবোর্ড এ থাকা ছোট ছোট আইসি,র‍্যাম,ডিসপ্লে,ব্যাটারী ইত্যাদি কিছুটা গরম হয়ে উঠে যা শুধু এই সেটের নয় সকল এন্ড্রয়েড স্মার্টফোন গরম হওয়ার একটি কারন. এরপর শেষ যে বিষয়টি লিখব তা হল এর মাল্টি টাস্কিং সুবিধা. আপনারা জানেন এন্ড্রয়েড স্মার্টফোনে কম্পিটারের মত মাল্টি টাস্কিং ব্যবহার করা যায়.যারা জানেন না তাদের জন্যঃ মাল্টি টাস্কিং হচ্ছে সেই সুবিধা যার দ্বারা আপনি একসাথে অনেক গুলো টাস্ক নিয়ে কাজ করতে পারবেন. ধরুন, আপনি অডিও গান শুনছেন, সেই সাথে ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করছেন, ব্লুটুথ এ ফাইল শেয়ার করছেন এবং গেইম খেলছেন.এতগুলো কাজ একসাথে করছেন একেই বলে মাল্টি টাস্কিং. এখন বোঝার বিষয় এতগুলো কাজ একসাথে+জেলিবিন+সেন্সর সহ অন্যান্য হার্ডওয়্যার এর এতগুলো লোড বেচারা ১ গিগাহার্টজ সিঙ্গেল কোর প্রসেসর এর জন্য একটু বেশি হয়ে গেল না? আর এত লোড নিতে গিয়েই বেচারা প্রসেসর গরম হয়ে যায় এবং এটাকে অনেকে মারাত্তক সমস্যা হিসেবে চিহ্নিত করেন. যা আসলে কোন সমস্যাই নয়. এখন প্রশ্নঃ প্রসেসর এর এই প্রকার গরম হওয়া সেটের কোন ক্ষতির কারন হবে কি? উত্তরঃ না. তেমন কোন সমস্যা করবেনা এবং এখন পর্যন্ত কোন সমস্যা হয়েছে বলে জানা যায়নি. তবে অতিরিক্ত গরম হলে সেট রিস্টার্ট নিতে পারে অথবা হ্যাং করতে পারে. এটা একান্তই আপনার ব্যবহারের উপর নির্ভর করে. কিছু নিয়ম মেনে চললে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন. তবে আজ এই পর্যন্তই বাকী বিষয় নিয়ে পরবর্তি পোষ্ট এ আলোচনা করা হবে.সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন.

এ্যাডোবি ফটোশপ সিএস 5 এক্সটেন্ডেড (3D) পোর্টেবল ভার্সন

এ্যাডোবি ফটোশপ সিএস 5 এক্সটেন্ডেড-থ্রিডি (3D)। অর্থাৎ এ্যাডোবি ফটোশপের অন্যান্য ভার্সনের এটি অনেক আধুনিক এবং অধিক কার্যকরি। আপনি যদি পুর্বে এ্যাডোবি ফটোশপের ভার্সনগুলোতে কাজ করে থাকেন তাহলে এটি আপনার জন্য হতে পারে একটি চমক। এই ভার্সনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এর ইনস্টলেশনের কোন ঝামেলা নেই, আবার কোন কী-এরও দরকার নেই। এটি ব্যবহার করে আপনি থ্রিডি (3D)-এর কাজগুলো করতে পারেন আগের চেয়ে আরো সহজেই। এর  আরেকটি আকর্ষনীয় দিক হচ্ছে, এতে কিছু এ্যাডভান্স টুলস্ ব্যবহার করা হয়েছে যা দিয়ে সহজেই কোন কাজ আগের চেয়ে কম করতে পারবেন।

সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন। ধন্যবাদ!

আপনার মোবাইল পানিতে পড়ে গেলে কী করবেন?

আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির আই.সি (IC) নষ্ট যাওয়ার সম্ভবনা তত বেশি। পানি থেকে তোলার সাথে সাথে মুঠোফোনটির পাওয়ার অফ (Power Off) করুন এবং ব্যাটারি টি খুলে ফেলুন। কারণ পাওয়ার অন করা অবস্থায় কোন কিছু করা টা আপনার মুঠোফোনের আই.সি নষ্ট হওয়ার কাজটি ত্বরান্বিত করতে পারে। এবার একটি চাল ভর্তি বলের ভেতর আপনার মুঠোফোনটি পুরোপুরি ঢুকিয়ে দিন! অনুগ্রহ করে চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন। চব্বিশ ঘন্টা পর আপনার সেটটি অন করুন, আশা করি আপনার মুঠোফোনটি ঠিকমত চলছে!!
*যদি চব্বিশ ঘন্টা পর আপনার মুঠোফোনটি না চলে,তাহলে বুঝতে হবে হয়ত মোবাইলটি ক্ষতিগ্রস্ত হয়েছে । এ ক্ষেত্রে আমি আপনাদের বিশেষজ্ঞ অথবা মোবাইল টেকনিশিয়ান এর সাথে কথা বলতে বলব।

আপনার Android phone কে ওয়েব ক্যামেরা হিসেবে ব্যবহার করুন

আমি আজ আপনাদের জানাবো কিভাবে আপনার Android phone কে ওয়েব ক্যামেরা হিসেবে ব্যবহার করবেন। এজন্য প্রথমে বাজার থেকে মাত্র ২০০ টাকা দিয়ে একটি ব্লুটুথ ডিভাইস কিনে আপনার কম্পিউটারে সংযুক্ত করুন। অতঃপর  SmartCam.exe সফটওয়্যারটি ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইন্সটল করুন। এরপর SmartCam.Apk ফাইলটি ডাউনলোড করে আপনার android phone এ ইন্সটল করুন। এবার আপনার SmartCam  সফটওয়্যার টি ওপেন করে মেনু অপশনের connect Bluetooth এ ক্লিক করে আপনার কম্পিউটার এর সাথে ব্লুটুথ এর মাধ্যমে সংযুক্ত করুন। আর উপভোগ করুন সরাসরি ভিডিও চ্যাট।

MS Excel ফাইলকে Password দিয়ে রাখুন (নিরাপত্তার জন্য)

আমরা যারা বিভিন্ন অফিসিয়াল কাজ করি তাদের এক্সেল File এ অনেক ডাটা ও হিসাব-নিকাশ সংরক্ষণ করতে হয়। তবে অনেক ক্ষেত্রে এটা অতি প্রয়োজনীয় হতে পারে।এর গোপনীয়তা রক্ষার জন্য পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয়। তো আমরা আজ শিখব কিভাবে MS Excel ফাইলকে Password দিয়ে রাখতে হয় তার নিয়ম।

তাহলে নিচের নিয়ম গুলো ভালো করে অনুসরণ করুন। প্রথমে MS Excel প্রোগ্রাম চালু করে যে কোণ একটি ফাইল খুলুন। যে ফাইলকে Password দিয়ে রাখতে চান। নিচের মত করে।

তারপর মেনুবার এ File >> Save as এ ক্লিক করুন।তাহলে নিচের মত একটি বক্স আসবে তার উপরে Tool >> General option এ ক্লিক করুন।

সবশেষে OK দিলে আবার পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে Save এ ক্লিক করে সেভ করুন।

বিঃদ্রঃ একই নিয়মে আপনি MS Word ফাইল এ পাসওয়ার্ড দিতে পারবেন।

Intex Aqua Life II

Intex Aqua Life II   View Photos  PhoneIntex Aqua Life IIManufacturer Intex Status Available Available in IndiaYes Price (Indian Rupees)...