অনেক সময় কম্পিউটারে কোন সফটওয়্যার ইনস্টল করার পর তা সম্পূর্ন ব্যবহারের জন্য সিরিয়াল bv¤^vi বা সিডি কি এর দরকার পড়ে।কিন্তু ঐ সফটওয়্যারের সাথে সিডি কি থাকা সত্ত্বেও তা খুজে পেতে অনেক সময় ব্যর্থ হই।তবে ’লাইস্নেস ক্রুলার’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে আপনি সহজেই যেকোন সফটওয়্যারের সিরিয়াল bv¤^vi খুজে বের করতে পারবেন।মাত্র ৭৪ কিলোবাইটের এই সফটওয়্যারটি
http://www.mediafire.com/?t0xarxzjan8rth2
ঠিকানা থেকে নামিয়ে নিন।নিন।প্রথমে Browse করে দেখিয়ে দিন সফটওয়্যারটি কোথায় সেভ করে রাখবেন,তারপর Ok দিলেই দেখবেন আপনার নির্ধারিত স্থানে সফটওয়্যারটি সেভ হয়েছে।এরপর সেখান থেকে দুই ক্লীক দিয়ে সফটওয়্যারটি চালু করুন এবং accept/start search অপশনে ক্লীক করুন ।তাহলেই আপনার কম্পিউটারে ইনস্টলকৃত সকল সফটওয়্যারের সিরিয়াল bv¤^vi সহ বিস্তারিত তথ্য প্রদর্শিত হবে।
ভাল্র থাকুন ,সুস্থ থাকুন।নিজে জানুন,অন্যকে জানান।
আল্লাহ হাফেজ ।
www.techworld24.co.cc
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
-
Name Last Modified Size Type Parent Directory / - Directory A Little Bit Of Heaven (2011) / 2011-Sep-09 13:30:59 - Directory Aeon Flux...
No comments:
Post a Comment