Tuesday, September 13, 2011

“আইটি রিভিউ”-র ২য় সংখ্যা এখন অনলাইনে (ফ্রী ডাউনলোড করুন)


“প্রযুক্তির সাথে কথোপকথন…” স্লোগান নিয়ে গতমাস থেকে “সায়েন্সটেক” থেকে যাত্রা শুরু করেছে বাংলা ভাষার আইটি ও বিজ্ঞান বিষয়ক ফ্রী অনলাইন ম্যাগাজিন “মাসিক আইটি রিভিউ”। ম্যাগাজিনটি বিভিন্ন শ্রেণীর পেশাজীবী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে নির্দিষ্ট ওয়েবসাইটে ( http://www.sciencetech.info/ ) ‘ই-বুক’ আকারে প্রকাশ করা হয়, যা অনালাইনে থেকে যে কেউ পড়তে বা বিনামূল্যে ডাউনলোড (PDF ফাইল) করতে পারবেন। এছাড়াও থাকছে, প্রতিমাসের কুইজের উত্তর দিয়ে একটি বিজ্ঞান বিষয়ক বইসহ একটি সনদপত্র জিতে নেয়ার সুযোগ।
“আইটি রিভিউঃ-র “সেপ্টেম্বর-২০১১” সংখ্যা প্রকাশিত হয়েছে। ফ্রী ডাউনলোড করতে ভিজিট করুনঃ http://www.sciencetech.info/

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...