Wednesday, September 14, 2011

বেশি জানেন তাই ভুলে যান!

মানুষ, জায়গা বা অন্য কোনো জিনিসের নাম মনে করতে পারছেন না। কোনো একটা সংখ্যা মনে করতে গিয়ে প্রায়ই গলদঘর্ম হয়ে যাচ্ছেন। কিন্তু কেন এমন হচ্ছে বুঝে উঠতে পারছেন না। বিজ্ঞানীরা বলছেন, এর কারণ হতে পারে আপনি বেশি জানেন সেটাই। তাঁদের মতে, কেউ যদি খুব বেশি জানে, তাহলে প্রয়োজনের মুহূর্তে মনে এসে ভিড় করতে পারে অপ্রাসঙ্গিক অনেক বিষয়। আর এ কারণে প্রয়োজনীয় বিষয়টি যথাসময়ে মনে পড়ে না। সম্প্রতি কানাডার মন্ট্রিলে অবস্থিত কনকর্ডিয়া ইউনিভার্সিটির বিজ্ঞানীদের পরিচালিত এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। তাঁরা বলছেন, এ সমস্যা দূর করার জন্য মাঝেমধ্যেই মনকে ভারমুক্ত করা প্রয়োজন।
প্রতিবেদনে বলা হয়, স্মৃতিবিভ্রাট নিয়ে গবেষণার জন্য স্বেচ্ছাসেবীদের কতগুলো বাক্য দেওয়া হয়। তাদেরকে বলা হয়, প্রতিটি লাইন যেন অর্থবোধক হয়। তাদের প্রতিটি বাক্যের শেষ শব্দ মনে রাখতে বলা হয়। পরে দেখা যায়, যাদের বয়স গড়ে ২৩ বছর তারা বেশি বয়সী স্বেচ্ছাসেবীদের চেয়ে ভালো করেছে।
এ ব্যাপারে গবেষক দলের প্রধান মারভিন ব্লেয়ার বলেন, বেশি বয়সী মানুষদের মধ্যে সাধারণত এমন সমস্যা বেশি হয়
.

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...