Thursday, September 15, 2011

হ্যাকার ভাইজানেরা এই দিকে একটু নজর দেন । ম্যাক এড্রেস চেঞ্জ করেন ।

হ্যাকার ভাইজানেরা নরমালি আই পি আর ম্যাক দুইডা জিনিস চেঞ্জ করেন :D। তয় বাংলাদেশ এর অনেক হ্যাকার মনে হয় ম্যাক চেঞ্জ করতে ভুলে জান /:)। (র‍্যাব এত সহজে বাংলাদেশী হ্যাকার খুইজা পায় কেম্নে? :((:((:(( )

তয় ব্যাপারস না , নিচের মত কইরা ম্যাক চেঞ্জ করা যাইব মাত্র কয়েক মিনিট এই ।B-)B-)

আসেন তাইলে কাম শুরু করি ।

তিন মেগাবাইটের মতো এই সফটওয়্যার বিনা মূল্যে ডাউনলোড করতে পারবেন Click This Link ঠিকানার ওয়েবসাইট থেকে। সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করার পর খুললেই সবার ওপরে দেখতে পাবেন আপনার কম্পিউটারের বর্তমান ম্যাক অ্যাড্রেস এবং তার পাশে লেখা আছে Changed-এর নিচে No। অর্থাৎ ম্যাক ঠিকানা পরিবর্তন করা হয়নি। এখন সবার নিচে Change MAC-এ ক্লিক করুন। তারপর Random MAC Address-এ ক্লিক করে Change Now-এ ক্লিক করুন। কোনো বার্তা এলে Yes-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। রিস্টার্ট দিতে বললে রিস্টার্ট করুন। এখন সবার ওপর দেখতে পাবেন আপনার কম্পিউটারের নতুন ম্যাক ঠিকানা এবং তার পাশে লেখা আছে Changed-এর নিচে Yes। ম্যাক ঠিকানা পরিবর্তন করা হয়েছে। আবার আগের ম্যাক ঠিকানায় ফিরে যেতে চাইলে একইভাবে সবার নিচে Change MAC-এ ক্লিক করুন। তারপর Orginal MAC-এ ক্লিক করুন। কোনো বার্তা এলে Yes-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। রিস্টার্ট দিতে বললে রিস্টার্ট দিন। দেখবেন আবার আপনার আগের ম্যাক অ্যাড্রেস ফিরে এসেছে এবং তার পাশে লেখা আছে Changed-এর নিচে No। অর্থাৎ ম্যাক (MAC) অ্যাড্রেস পরিবর্তন করা হয়নি।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...