Friday, September 9, 2011

জেনে নিন বিখ্যাত সব হ্যাকাররা কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করেন?

এটি হল BackTrack অপারেটিং সিস্টেম।

BackTrack অপারেটিং সিস্টেম! বর্তমান সময়ে প্রযুক্তি বিশ্ব যেটা সবচেয়ে বেশি আলোচিত তাহল হ্যাকার। এরা থাকে সবার অগোচরে। যারা হ্যাকার তারা আপনার আমার মতো এত বোকা নয়। এরা অত্যান্ত বুদ্ধিমান ও কৌশলী। এরা ফাঁদ পেতে বসে থাকে মানুষকে বোকা বানানোর। আর মানুষকে বোকাবনে পাঠিয়ে হাতিয়ে নেয় ব্যবহারকারীদের সব প্রয়োজনীয় তথ্য।


আপনি কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করেন? উইন্ডোজ/লিনাক্স/ইউনিক্স? কিন্তু আপনি জানেন কি হ্যাকাররা কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করে? এরা ব্যবহার করে অপারেটিং সিস্টেমদের বস বা উস্তাদ জনাব BackTrack. BackTrack এর সর্বশেষ ভার্সন হল BackTrack 5. এটি প্রথম রিলিজ হয়েছে গত মার্চ মাসের ৪ তারিখে। এখনও এটি বাংলাদেশের বাজারে আসেনি। আপনি তো জানেনই বাংলাদেশের বাজারে এলেও এটি যে অরজিনাল হবে এটার কোন গ্যারান্টিও নেই। তাই আমি আপনাদের জন্য এটি ফ্রি অরজিনাল কপির ব্যবস্থা করেছি। এটি লিনাক্স প্লাটর্ফমে তৈরি করা হয়েছে। তাই এটি সবার জন্য উন্মুক্ত। আপনি এটি ফ্রি ডাউনলোড করতে পারবেন এদের অফিসিয়াল সাইট থেকে। এই জন্য নিচের লিংকে যান। এবার একটি ফর্ম আসবে। ফর্মে আপনার নাম, ইমেইল আইডি দিয়ে ডাউনলোডে ক্লিক করুন। তাহলেই এটি অটোমেটিক ভাবে ডাউনলোড শুরু হয়ে যাবে। এবার আপনি ডাউনলোড লোকেশন দেখিয়ে দেন, তাহলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড হওয়া ফাইলটি একটি ডিভিডি ডিক্সে বার্ণ করে নিন। এবার সেটআপ করুন অপারেটিং সিস্টেমগুলোর ওস্তাদ, গুরু, বসকে ও ব্যবহার শুরু করুন।

No comments:

Post a Comment

Intex Aqua Life II

Intex Aqua Life II   View Photos  PhoneIntex Aqua Life IIManufacturer Intex Status Available Available in IndiaYes Price (Indian Rupees)...