Thursday, September 15, 2011

হারিয়ে যাওয়া ফাইল ফিরিয়ে আনুন খুব সহজেই।

আপনি খুব সহজেই আপনার ডিলেট হওয়া ফাইল গুলো মেমরি কার্ড, পেন ড্রাইভ, এবং কম্পিউটার হার্ড ডিক্স থেকে ডিলিট হওয়া ফাইল সহজেই আবার আনতে পারবেন। আমরা অনেক সময় নিজের অজান্তে বা ভাইরাসের কারণে আমাদের অনেক জরুরী বা গুপনিয় ফাইল কম্পিউটার বা মোবাইলের মেমরি কার্ড থেকে মুছে যাই, EASEUS Data Recovery Wizard নামের সফটওয়্যার টি দিয়ে সহজেই আপনি আপনার প্রয়োজনিয় হারিয়ে জাওয়া ফাইল গুলো ফিরিয়ে আন্তে পারেন। সফটওয়্যারটি সেটআপ করার পর রান করালেই এই রখম একটি ওইন্ডো আসবে

এই প্রোগ্রামটি দিয়ে আপনি ১ জিবি ডাটা পর্যন্ত রিকভার করতে পারবেন। সফটওয়্যারটি সাইজ ৫.২৬ এম.বি।

সফটওয়্যারটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন।

ধন্যবাদ…

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...