Thursday, September 15, 2011

আপনার দৃষ্টিতে কে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যোগ্যতা রাখে অথবা কার হাতে আমরা নিরাপদ ??

স্বাধীনতা প্রায় ৪০ বছর পাড়ি দিয়েও আমরা কাঙ্কিত দেশ পায়নি । অসভ্য, ভোগী শাসকদের কাছে জিন্মী হয়ে আছি আমরা ।
আমাদের দেশে এখনো প্রচুর অন্ধ মানুষ কেউ মুজিব কে দেখে আম্বালীগের সন্ত্রাসী কাজের অন্ধ ভক্ত, কেউ জিয়াকে দেখে দুর্নীতি প্রশ্রয় দিচ্ছে আর অনেকে ধর্ম আছে তাই ধর্ম ব্যবসাকে সমর্থন দিচ্ছে । আর অনেকে রাজনীতির পরিবর্তন খুজঁছেন । খুজেঁ বেড়াচ্ছেন নতুন নেতৃত্ব যেখানে ব্যক্তি অপেক্ষা দল বড় আর দল অপেক্ষা দেশ বড় হবে । আসলে এমন কেউ কি আছে আমাদের দেশে যে/যারা ক্ষমতার লড়ায়ে ঠিকতে পারবে আর পারলে দেশের জন্য লড়ে যাবে । আপনার মতে কে বর্তমানে এই দেশের প্রধানমন্ত্রীর যোগ্যতা রাখে অথবা কার হাতে আমাদের এই জন্মভূমি নিরাপদ ???

১। রাষ্ট্রপতি জিল্লুর রহমান
২। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৩। বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া
৪। ওয়াজেদ জয়
৫। তারেক রহমান
৬। সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোঃ এরশাদ
৭। মতিউর রহমান নিজামী
৮। কর্ণেল অলি আহমেদ
৯।মুফতি ফজলুল হক (ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান )
১০। ডক্টর মোহাম্মাদ ইউনুছ
১১। আতিউর রহমান (গর্ভনর,বাংলাদেশ ব্যাংক)
১২। জেনারেল আব্দুল মুবীন (সেনাবাহিনী প্রধান)
১৩। এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান (বিমান বাহিনী প্রধান )
১৪। মোঃ গোলাম রহমান ( চেয়ারম্যান, দুদক )
১৫। ফখরুদ্দীন আহমেদ ( সাবেক প্রধান উপদেষ্টা )
১৬। মইনুল আহমেদ ( সাবেক সেনা প্রধান )
১৭। এম সাখাওয়াত হোসেন
১৮। বিচারপতি খায়েরুল হক
১৯। আ আ স ম আরেফিন সিদ্দিক ( উপাচার্য, ঢাবি )
২০। প্রফেসর ড. এমাজউদ্দিন আহমদ ( সাবেক ভিসি ঢাবি ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী)
২১।ড. আকবর আলী খান (সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ)
২২। সুরন্জিত সেন গুপ্ত ( আওয়ামিলীগ)
২৩।মতিয়া চৌধুরী ( আওয়ামিলীগ)
২৪। সালাউদ্দিন কাদের চৌধুরী ( বি এন পি )
২৫।মির্জা ফখরুল ইসলাম আলমগীর ( বি এন পি )
২৬। এম এ মান্নান ( বর্তমান স্বতন্ত্র)
২৭। আন্দারিত চৌধুরী (জাতীয় পার্টি)
২৮। সৈয়দ আমিরুজ্জামান (ওয়াকার্স পার্টি)
আর মনে পড়ছে না । পেলেন পছন্দের ব্যক্তি ?? না পেলে দয়া করে আপনার দৃষ্টিতে যিনি তার নাম উল্লেখ করুন ।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...