ফেসবুকের প্রোফাইল খুব সুন্দর করে সাজানোর একটা পদ্ধতি এটি।
যদি আপনার প্রোফাইলটি এমন দেখতে চান, তবে নিজের ধাপ গুলো অনুসরণ করুন।
- ১. http://www.facebook.com/pages/Profile-Maker/186733784684615 এই লিঙ্ক এ যান। (ফেসবুক এ লগ ইন করার পর)
- ২. পেইজটি লাইক করুন। পেইজের বাম দিকে MakeProfile এ ক্লিক করুন
- ৩. যে পেজটি আসবে, সেখানে Start Here নামে একটি বাটন দেখবেন। সেখানে ক্লিক করুন।
- ৪. Allow এর উইন্ডো আসতে পারে। আসলে Allow ক্লিক করুন।
- ৫. এর পর একটি কালো রঙের বক্স আসবে। বক্সের ১ নাম্বার এ (1. Upload a photo) তে ক্লিক করুন
- ৬. এর পর আপনি সুবিধা জনক সাইজের একটি ছবি আপলোড করুন। এবার ছবিটা নড়া চড়া করে ঠিক মত পজিশন ঠিক করুন। (এটা বাচ্চাদের কাজ। করতে মোটেও সমস্যা হবে না)
- ৭. কাজ হয়ে গেলে Save Album এ ক্লিক করুন। ছবিটি একটি Album এ স্প্লিট হয়ে সেইভ হবে। Album এ গিয়ে বড় ছবিটা প্রোফাইল পিকচার হিসেবে সেট করুন। ছোট ৫ টা ছবি ৫ -৪ -৩ -২ -১ এভাবে উলটো দিক থেকে আপনার নামে ট্যাগ করুন।
- ৮. সবশেষে আপনার প্রোফাইলে যান। দেখুন, কাজ হয়ে গেছে।
No comments:
Post a Comment