ধুর মিয়া। এইটা কিসু হইলো? টাইমটাই বরবাদ। ভাবলাম দেখি মুভিটা। এত ফাটাফাটি ব্যবসা করলো। সাথে আসে সাল্লু আর কারিনা। ভালা হইতেই হইবো। কিস্সু হয় নাই। পুরাই ফাউল। কিন্তু এতটা গালাগালি করলেও ভারতের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম আলোচিত মুভি Bodyguard, এর কারণ হলো এটি একই মুভির তৃতীয় পুনর্নির্মাণ।
কাহিনী পুরাই ফাউল। এক গ্রাম না শহরের জমিদার হলো Sartaj Rana ( Raj Babbar) । তার কাছে খবর আসে গ্রাম থেকে কিছু মেয়েদের তুলে নিয়ে গেছে থাইল্যান্ডে বিক্রি করার জন্য। জমিদার সাহেব খবর দেয় বডি-গার্ড এর এজেন্সিতে । বডি-গার্ড পাঠায় তাদের বিখ্যাত সুপার হিরো Lovely Singh ( Salman Khan) কে। নায়কের নাম Lovely শুইন্যা পুরা ব্যাক্কল হইয়া গেসিলাম। বেশি গালিও দেওয়া যাবে না। হাজার হলেও এটা আমার মায়ের নাম। শুরু হয় ধুমধাড়াক্কা মারামারি। এক হাতে সব ভিলেন কাইত। তখন দেখে মজাই লাগছিল। মার্ভেল কমিকসের সুপার হিরো গুলার চাইতে তো ভালো। এই ঘটনার পর জমিদার সাল্লুরে ডাকে নিজের মেয়ে Divya ( Kareena Kapoor) এর হেফাজতের জন্য। এদিকে নতুন কাহিনী । ঐ জমিদার সাল্লুর মাকে বাঁচিয়েছিল, একারণে সালমান জমিদারের গোলামি করতে জান দিয়া দিবো।
শুরু হইলো বিরক্তিকর চাকরী পর্ব। সালমান খান, Kareena’র লাইফ ভাজা ভাজা করে ফেলে। জী ম্যাডাম, ইয়েস ম্যাডাম। কারিনা তখন ভাবে এইটার কাঠিন্য একটু কমাইতে হইবো। শুরু হইলো ফোনের পিরিতি। “ছায়া” নাম নিয়া কারিনা সালমানের লগে ফোনে পিরিত করে আর এদিকে নিজেই ভালোবেসে ফেলে। কিন্তু সালমান যদি জানে যে এইটা কারিনা তাহলে তো আর কিসুই হইবো না। মাঝে আবার ঢিসুম ঢিসুম। ভাবতে লাগলাম এই মুভি আমি ক্যান দেখতাসি? নাহ লাস্টে কী হয় দেইখা লই। মুভিটির সমাপ্তি গতানুগতিক না হলেও পুরাই মেজাজ গরম করা। ধুর!
মুভিটি মালায়ালম পরিচালক Siddique এর মুভি। তিনি ২০১০ মালায়লম ভাষায় তৈরি করেন Bodyguard। সুপার হিট হবার পর আবার ঐ বছরে ২য় রিমেক তামিল ভাষায় Kaavalan। আবার এই বছরে ৩য় রিমেক সালমান খানের হিন্দী Bodyguard। যেটি মুক্তির পরপরই Box office এ ইতিহাস সৃষ্টি করেছে। তবে Siddique ভাই হাপায় গেলেও অন্য আরেকজন এই মুভির ৪র্থ রিমেক করছে তেলেগু ভাষায় Ganga। মনে হয়তেসে ২-৩ বছরের মধ্যে নোয়াখাইল্যা , চাঁটগাইয়া , সিলোটি সব ভাষায় বডিগার্ডের রিমেক চলে আসবে। যত যাই হোক, ২ বছরের মধ্যে একই মুভির ৩ ভাষায় ৩ রিমেকের জন্য Siddique , বাহবা পেতেই পারেন।
মুভিটিতে Salman Khan এর চরিত্র শুধুমাত্র মাইর-ধর করা আর একটু পর পর জী ম্যাডাম বলা। সালমানের এটা কোন অভিনয়ই না। অভিনয় করা এই মুভিতে অপ্রয়োজনীয় হলেও ভালো অভিনয় করেছেন Kareena Kapoor কিন্তু এই ধরনের মুভি করতে থাকলে আর Kareena কে কেউ অভিনেত্রী বলে স্বীকৃতি দিবে না। সেই Jab We Met এর পর সকলেই কারিনার একটি ভালো মুভির জন্য বসে আছি।
মুভিটির সংগীত ভালো না। Himesh Reshammiya এর সুরের শুধু মাত্র Teri-Meri গানটি একটু ভালো। “Bodyguard” এবং “Desi Beat” শোনার পর মাথা ঠুকানোর জন্য দেয়াল খুঁজতেসিলাম।
মুভিটির একটি জিনিস অসাধারণ সেটি হলো Action। Vijayan Master কে এজন্য ধন্যবাদ দিতে হয়। Action দৃশ্যগুলি দেখে আসলেই মনে হয় সালমান খানের তুলনা নেই। মুভিটিতে আরো বেশি Action দিলে হয়তো ভালো হতো।
পুরা মুভিতে Tsunami Singh ( Rajat Rawail ) এর কমেডি এবং সালমানের “ট্যাও ট্যাও” রিং টোন জ্বালায় খাইসে। সব মিলিয়ে হতাশাজনক।
রেটিং- ০.৫ / ৫
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
No comments:
Post a Comment