Wednesday, September 14, 2011

“হাসি”র মতো ধন্বন্তরী কোনও ঔষধ নেই ...:DB-)

সুস্থ্য-সুন্দর জীবন পেতে হলে “হাসি”র মতো ধন্বন্তরী কোনও ঔষধ নেই , একথা আমার মতো আপনিও জানেন । কিন্তু বিজ্ঞান বলে, “ হি..হি..” করে বা মুচকে হাসলে চলবেনা । হা..হা.. করে প্রান খুলে হাসতে হবে । যাতে আপনার দেহযন্ত্রের লোহা-লক্করে প্রচন্ড ঝাকুনি লাগে আর তাতে কিছু তেল-মবিল বেড়িয়ে আসে । এই তেল-মবিলের কল্যানে আপনার “নাট-বল্টু” স্মুদলী রান করবে । এ হলো লেটেষ্ট থিওরী ।
মর্নিং ওয়াকে গিয়ে পার্কে দাঁড়িয়ে দল বেঁধে প্রানহীন হা.. হা.. করে শরীরচর্চা জাতীয় হাসিতে এ কাজটি হবেনা । তাতে শুধু কার দাঁত কতো পরিষ্কার এটা জানানো যাবে মাত্র । আবার দম বন্ধ করা হাসিও চলবেনা । এতে আপনার হার্টের সমস্যা দেখা দিতে পারে ।
প্রানখুলে হাসতে হলে কিছু “ট্রিকস” আপনাকে জানতে হবে । ঔষধ গেলার মতো সকালে-দুপুরে আর রাত্রে নিয়মিত ভাবে এগুলো গিলতে হবে । হয় একা একা বা দলে বলে । প্রশ্ন করবেন, “কি জিনিষ ভাই ..?”
উত্তরটা শুধু আপনাকেই বলছি আর কাউকে বলবেন না । উত্তর একটা্ ই … “ক” য় “আকারে” কার … “ট” য় “উ” কারে “ন” …..


এটি হলো বর্তমান "ভিক্ষুক হালচাল"এর উপর পত্রিকায় প্রকাশিত ফিচারগুলি ভিত্তি করে ।।।


ঢাকা নামক "তিলোত্তমা" নগরে যারা থাকেন তাদের হর বছরের পরিচিত চিত্র....


যানজট নিরসনে নগরবিদ(?)রা এমোন বিকল্প প্রস্তাব জনগনের সুবিধার্থে প্রচার করতে পারেন ।


বর্তমানের "বুয়া হালচাল" এর চিত্র । কেবলমাত্র ভুক্তভোগীদের জন্যে ...


আপামর পাবলিকের জন্যে....

এরকম হাসি দিয়ে জীবনটা কাটাতে পারলে পরবর্তী জীবনে এমোনটা হলেও হতেপারে .....

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...