আমরা মনে হয় প্রতিবাদ করার ভাষা হারিয়ে ফেলেছি। সব জায়গায় এত...এত ,অন্যায়....কয়টা অন্যায়র প্রতিবাদ করা যায়??? একদিকে সরকার, অন্যদিকে ব্যবসায়ী, চিকিৎসক, শিক্ষক, বাসার মালিকদের সীমাহীন অন্যায় আর দূর্নীতির চাপে পড়ে আমরা সাধারণ জনগন আজ পিস্ঠ!!!............জনগনই বলীর পাঠা।
এই ধরুন ঈদে ....বাসমালিকরা তাদের খেয়ালখুশি মত ভাড়া বাড়াল, আর আমরা অভাগা জনগন তা চুপচাপ মেনে নিলাম। সেদিন এই আমি প্রতিবাদ করেছিলাম.....কিন্তু অদ্ভুদ ব্যাপার হচ্ছে ... কারও সাড়া শব্দ পেলাম না। সবাই হয়তো চিন্তা করেছিল...ভাড়া বেশি নিক, যেতে পারছি এটায় বড় কথা। বর্তমানে বাস ভাড়া বেড়েছে দ্বিগুন, চাল, ডাল, এমনকি সব্জি এর দামও বেড়ে গেছে...........সব সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রতিদিন কত মানুষ অভুক্ত থাকে তার কোন হিসেব নেই। অনেক মানুষ না খেয়ে মারা যাচ্ছে, শেয়ার বাজারে ধশের কারনে অনেক পরিবার নি:স হয়ে যাচ্ছে। এককথায় আমরা সাধারন জনগন রোলার স্টীমের তলায় পতিত হয়েছি।
আসলে এইযে আমরা এত অন্যায় মাথা পেতে নিচ্ছি তাতে কিন্তু ওরা আরো অন্যায় করার সাহস পাচ্ছে।আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি। এভাবে আর কত??? কত অন্যায় সহ্য করা যায়???
আমরা সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করি তাহলে মনে হয় বাংলাদেশে আর এত অন্যায় সম্ভব হবে না।....তবে তা ব্লগ, সভা, সেমিনার বা ম্যাগাজিনের মধ্যে আবদ্ব না থেকে সত্যিকার প্রতিবাদ করতে হবে। ৮ বাংলাদেশী সৌদিতে ফাঁসির কাস্টে ঝুলেছে। জাতি হিসেবে এটা আমাদের জন্য চরম অপমানজনক। তবে আমাদের দেশে যদি অপরাধীদের জন্য এরকম শাস্তির ব্যবস্তা করা হতো তাহলে বাংলাদেশের চেহারা বদলে যেত।
সামনের মাস হতে আমার বাসা ভাড়া কোন কারন ছাড়া বাড়িয়ে দেয়া হয়েছে। এখন প্রতিবাদ যদি আমি একাই করি তাহলে আমাকেই বাসা ছাড়তে হবে।..........আমি প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলছি। এখন কি করি??? এসব অন্যায় দেখার কি কেউ নেই??? এভাবে আর কতদিন আমরা অন্যায় সহ্য করব??? এসব আইনের তোয়াক্কা না করা বাড়ী মালিকদের কি কোন বিচার হবেনা??? সবার বিবেকের কাছে প্রশ্ন রইল........
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
-
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
No comments:
Post a Comment