সারাদিন মেতে থেকে থাকি হলিঊড নিয়ে। নিজের থেকেই ফিল করলাম বাংলা নিয়ে কিছু লিখতে। সরাসরি নিজের অভিজ্ঞতায় না গিয়ে,নেট ঘেটে ধার করে এই পোষ্ট করলাম। আশা করি ভালো লাগবে। বিস্তারিত কিছু বলছি না। শুধু একটা লিষ্ট দাড় করালাম।
সর্বকালের সেরা বাংলাদেশী চলচ্চিত্রঃ সমালোচক দৃষ্টিকোনে
বাংলাদেশে প্রচুর পরিমান মুভি মুক্তি পাচ্ছে নিয়মিত। যে কেউ স্বিকার করবে এখনকার মুভি কিছুই না। বাইরের কথা কি বলবো আমরা নিজেদের তুনলাই নিজেরা দিতে পারিনা এখন। যাই হোক দেখি সেরা মুভিগুলোর নাম। যা সমালোচকদের রায়ে নির্বাচিত হয়েছে।
১। তিতাস একটি নদীর নাম ১৯৭৩ - ঋত্বিক ঘটক
২। চিত্রা নদীর পাড়ে ১৯৯৯- তানভীর মোকাম্মেল
৩। নদীর নাম মধুমতি ১৯৯৪- তানভীর মোকাম্মেল
৪। সীমানা পেরিয়ে ১৯৭৭- আলমগীর কবীর
৫। বেদের মেয়ে জ্যোৎস্না ১৯৮৯- তোজাম্মেল হক বকুল
৬। সূর্য দীর্ঘল বাড়ী ১৯৭৯- শেখ নিয়ামত আলী
৭। ধীরে বহে মেঘনা ১৯৭৩- আলমগীর কবীর
৮। রূপালী সৈকতে ১৯৭৯- আলমগীর কবীর
৯। শ্রাবণ মেঘের দিন ১৯৯৯ - হুমায়ুন আহমেদ
১০। সাত ভাই চম্পা ১৯৬৮- দীলিপ সোম
সর্বকালের সেরা বাংলাদেশী চলচ্চিত্রঃ দর্শকের দৃষ্টিকোনে
আগে মানূষ প্রচুর সিনেমা দেখতো। তসেসময়ে মুভি বেশ হিটও হতো। সেই দিক থেকে সেরা ১০।
১। তিতাস একটি নদীর নাম
২। সীমানা পেরিয়ে
৩। চিত্রা নদীর পাড়ে
৪। উত্তরা
৫। সাত ভাই চম্পা
৬। রূপালী সৈকতে
৭। লালসালু
৮। ধীরে বহে মেঘনা
৯। সুপ্রভাত
১০। জীবন থেকে নেয়া
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
No comments:
Post a Comment