
১.
প্রথমেই Kaspersky Antivirus এর কথা বলি ।
এখস পযর্ন্ত বের হওয়া সব চেয়ে কড়া মানের Security আছে এই Antivirus এ ।
তবে আপনার PC এর Configure যদি ভালো মানের না হয় তবে এটা না Use করাই ভালো । কারন Kaspersky অনেক বেশী Memory নেয় ।
Downloading Link
Direct Link
[link|http://torrents.thepiratebay.org/5895800/Kaspersky_Internet_Security_2011_(11.0.2.556)___Key-[HB].5895800.TPB.torrent|torrent]

২.
এবার বলি ESET Antivirus এর কথা ।
আমার দেখা এখন পর্যন্ত ভালো মানের একটি Antivirus একটি । এটি Low Configure এর PC হলে ও চালানো যায় এবং PC কোনরুপ Slow করে না ।
এর ভাইরাস ধরার ক্ষমতা ও ভাল ।
Downloading Link
Downloading Link (32 Bit)
ESET Smart Security (64 Bit)
ESET Antivirus (32 Bit)
ESET Antivirus (64 Bit)
[link|http://torrents.thepiratebay.org/5737256/Eset_Nod32_Antivirus_4.0___NodloginC_(32___64-Bit)_Incl._Crack_[.5737256.TPB.torrent|torrent]

৩.
এবার বলি Bit Defender Antivirus এর কথা ।
এটিও ভাল মানের একটি সফটওয়্যার । ভাইরাস ধরার ক্ষমতা এর ভাল থাকলেও এটি PC কে মোটামোটি পর্যায়ের Slow করবে ।
তবে অনেকেই কম্পিউটার Slow থেকে PC Protection এর উপর বেশী জোর দেন । তারা চাইলে ব্যবহার করতে পারেন ।
Downloading Link (32 Bit)
Part 1
Part 2
Downloading Link (64 Bit)
Part 1
Part 2
torrent

৪.
এবার বলি Norton Antivirus এর কথা ।
এখন পর্যন্ত বের হওয়া Antivirus গুলোর মধ্যে এর ভাইরাস ধরার ক্ষমতা + কম্পিউটার Slow একেবারেই করে না । এটা Run করার জন্য এ সিস্টেম থেকে ১৫ মেগাবাইটের ও কম মেমোরী ব্যবহার করে ।
Downloading Link
pass word:amadertouch.org
[link|http://torrents.thepiratebay.org/6142930/Norton_360_v5.0.0.125_Final___Crack_by_S_P_(180_days)_[RH].6142930.TPB.torrent|torrent]

৫.
এবার বলি G DATA Antivirus এর কথা ।
বাংলাদেশে আসা সব শেষ Antivirus গুলোর মধ্যে এটি একটি ।
এটা ভালো মানের হলেও তা পিসিকে খুব মাত্রায় Slow করে দেয় ।
Downloading Link
Direct Link
Torrent

৬.
এবার বলি PANDA Antivirus এর কথা ।
গত বছর ২০১০ এ এটি র্যাংকিংয়ের এক নাম্বারে ছিল সব দিক বিবেচনায় । অর্থাৎ Security + Computer Performance
ভালো হিসেবে PANDA Antivirus এটি ইদানিং নাম কামিয়ে নিচ্ছে
Downloading Link
Direct Link
Torrent

৭.
এবার বলি AVAST Antivirus এর কথা ।
বাংলাদেশে এটির ব্যবহারকারীর সংখ্যা আমার মনে হয় সবচেয়ে বেশী । কারন এটি ফ্রি । নিম্নমানের মধ্যে ভালো কাজ করে তবে পিসি কে একেবারেই স্লো করে না ।
তাই এর ব্যবহারকারীর সংখ্যা ও বেশী ।
এটি আমাদের দেশে লাইসেন্স হিসেবে এখন পর্যন্ত পাওয়া যায় না ।
Downloading Link
Direct Link
torrent

৮.
এবার বলি AVG Antivirus এর কথা ।
এর ব্যবহারকারীর সংখ্যাও কম নয় । এটি আমাদের দেশে লাইসেন্স হিসেবে এখন পর্যন্ত পাওয়া যায় না । তাই এর Trail ব্যবহারকারীর সংখ্যা মোটামোটি ।
এর Security নিম্নমানের ।
Downloading Link
Direct Link
Torrent

৯.এবার বলি Mcafee Antivirus এর কথা ।
এর ব্যবহারকারীর সংখ্যাও কম নয় । এটি আমাদের দেশে লাইসেন্স হিসেবে এখন পর্যন্ত পাওয়া যায় না । তাই এর Trail ব্যবহারকারীর সংখ্যা মোটামোটি ।
এর Security দূর্বল ।
Downloading Link
Direct Link
Torrent

১০.
এবার বলি AVIRA Antivirus এর কথা ।
এর ব্যবহারকারীর সংখ্যাও কম নয় । এটি আমাদের দেশে লাইসেন্স হিসেবে এখন পর্যন্ত পাওয়া যায় না । তাই এর Trail ব্যবহারকারীর সংখ্যা মোটামোটি ।
এর Security নিম্নমানের ।
সাধারনত যারা পয়সা দিয়ে Antivirus ব্যবহার করতে চায় না তারা AVIRA, AVG, AVAST,Mcafee এগুলো ব্যবহার করে থাকে ।
Downloading Link
Direct Link
Torrent Link
১১.
এবার বলি E-SCAN Antivirus এর কথা ।
ভালো মানের একটি Antivirus । অনেক Feature এবং Option সম্বলিত একটি Antivirus । যা অনেক কার্যকরী এবং পিসিকে স্লো করে না বললেই চলে ।
Downloading Link
Direct Link
torrent

১২.
এবার বলি F-Secure Antivirus এর কথা ।
অত্যান্ত কার্যকরী Antivirus ।
যা খুব দ্রুত ভালো মানের ভাইরাস সেবা দিতে সক্ষম ।
পশ্চাৎ দেশগুরোতে এর ব্যবহার কারীর সংখ্যা ব্যাপক ।
DOWNLINK LINK
Direct Link
torrent

১৩.
এবার বলি Webroot Antivirus এর কথা ।
অত্যান্ত কার্যকরী Antivirus ।
এটি সার্ভারের জন্য ভালো মারনর কাজ দেয় । অনেক ISP কোম্পানি এটি ব্যবহার করে থাকে ।
Home Page

১৪.
এবার বলি Titanium Antivirus এর কথা ।
মোটামোটি ভাল তবে আমাদের দেশ এর লাইসেন্স ভার্সন নেই ।
ব্যবহার করতে চাইলে এটি নেট থেকে নামিয়ে ব্যবহার করতে হবে ।
Home Page

১৫.
এবার বলি Spyware Doctor Antivirus এর কথা ।
Free ware Software এটি ।
Spyware মারার জন্য ভালো এটি ।
Downloading Link
Direct Link
torrent link
এবার আসুন আর কিছু তুলনা মুলক Graph দেখি
যা আপনাকে আপনার System অনুযায়ী Antivirus বেছে নিকে সাহা্যে করবে
application-time-initia

application-time-subsequent

conversion-time

install-size

memory-use

reboot-time

scan-speed-initial

scan-speed-subsequent

system-impact-score

আগেই বলে নিচ্ছি কোন এবার বলি Antivirus ১০০ % ভাইরাস Cure করতে পারে না । আমার মতে Antivirus Use করা মানে Mental Satisfaction ছাড়া কিছুই না ।
তবে ভালো হিসেবে যাদের নাম বলব সে গুলো হলো
Kaspersky
ESET NOrton
G DATA
E-Scan
PANDA
Bit Defender
কারো কোনটা ব্যবহারের জন্য লাইনসন্স বা Crack লাগলে আমাকে জানাবেন ।
যদিও সব লিংক ক্রাক সহ আছে ।
http://www.facebok.com/sswapon
১ম ৪টির Torrent Link টা ভালো ভাবে বুঝা যা্চ্ছে না
যারা না পারবেন তারা জানাবেন পিল্জ
nod32 install korar por crack file jokhon enable krlam......tokhon status failed dekhalo.....then whats the cure????
ReplyDelete