Wednesday, November 2, 2011

৭০০ কোটি জনসংখ্যার পৃথিবীতে আপনি কততম?

৭০০ কোটি জনসংখ্যার পৃথিবীতে আপনি কততম?

বিশ্বের জনসংখ্যা এখন ৭০০ কোটি ছাড়িয়ে গেলেও প্রতিমুহূর্তে জনসংখ্যা বাড়ছেইবিবিসি এ নিয়ে দারুণ এক অনলাইন সফটওয়্যার তৈরি করেছে এ সফটওয়্যার আপনার জন্মতারিখের ভিত্তিতে বলে দেবে ৭০০ কোটি জনসংখ্যার বিশ্বে আপনি কততমসীমাবদ্ধতাও রয়েছে যেমন, জন্মবছর ১৯১০ সালের আগে হলে এ নিরীক্ষা আপনাকে কাউন্টিংয়ে সমর্থ্য হবে না www.bbc.co.uk/news/world-15391515
এ লিঙ্কে আপনার জন্মতারিখ নিবন্ধন করে নেক্সট বাটনে ক্লিক করলেই মুহূর্তেই মিলবে আপনার জন্মসংখ্যা এবং দেশভিত্তিক অবস্থান জানতে পরের নেক্সট ক্লিক করে কান্ট্রিঅপশনে দেশের নাম লিখে ইন্টার বাটন ক্লিক করলেই পেয়ে যাবেন দেশের জন্মসংখ্যায় আপনি কততম

বিবিসি জনসংখ্যা সফটওয়্যারের হিসাব মতে বাংলাদেশে প্রতিঘণ্টায় ৩৫৫ মানবসন্তান জন্ম নিচ্ছে, মারা যাচ্ছেন ১০৩ জন আর প্রবাসী হচ্ছেন ৬৬ জনএ গণনা চক্রের সমীকরণে বাংলাদেশে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধি হার ১.১ ভাগ

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...