Thursday, November 10, 2011

আমার দেখা সি প্রোগ্রামিং এর সবচেয়ে ভাল বাংলা বই :)

সবার প্রথমে বলে নেই, Admin ভাইজান দয়া করে Post টি Pending কইরেন না।তাইলে খুব দুক্ষু পামু। আগে একটা পোস্ট করছিলাম এখন পর্যন্ত pending ই রইছে আমিও অইটার খবর নেইনা Admin ভাইও নেন না...।

:p :P :P :P

এখন মূল কথায় আসা যাক,
যদিও মূল কথা সবাই এতক্ষনে বুঝেই গেছে যে এইতা আমার মতো একটা আজাইরা পাবলিক এর পোস্ট ।lolz :P

আমরা অনেকেই এখানে সি প্রোগ্রামিং জানি,আবার অনেকে জানতেও চাই,তোহ যারা জানেন নাহ তাদের জন্য আমি সি প্রোগ্রামিং এর বেসিক জানার জন্য এই বই টা গিফত করলাম।

জদিও আই বইটা বাজারে ১৭০ টাকা দিলে পাওয়া যায় তার পরও অনেকে কিনতে চান না আবার অনেকেই পারেন না,হইতো টাকা হাতে আসলে আড্ডা দিয়ে খেয়ে ফেলেন..lolz
যাই হোক বেশি লম্বা লেকচার দিলে সবাই ঘুমিয়ে পরতে পারেন,আবার কেউ কেউ আমারে মারতে ও আসতে চাইতে পারেন তাই বেশি কথা বলব নাহ,এই বইটার অনলাইন ভারসন আগেই ছিল,

লেখক এইটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন, কিন্তু অনেকেই অনলাইনে বসে বই পড়তে পারেন নাহ বা অনেকে লিমিটেড ইনটারনেট এর শিকার,তাদের জন্য আমি নিজে একটু কষ্ট করে বইটার PDF Version টা তৈরি করেছি।

কারন আমি নিজে এর কনো অনলাইনে ভার্সন পাই নাই,যদিও আমার নেট আনলিমিটেড তার পরও আমি অনলিনে বই পরার মতো কাজ করি নাহ,কারন অই টাইম এ আমি অন্য কিছু ডাউনলোড দিয়ে রাখতে পারি,কারন আমার নেট স্পিড মারাত্তক।।..lolz :P
তাই যাদের যাদের দরকার তারা নিচের লিঙ্ক থেকে বই তা ডাউনলোড করে নিতে পারেন।আর আই লিঙ্ক এ ক্লিক করলে আমি কোন টাকা পয়সা পাবনাহ আইটা একদম ফ্রী ।
যদি আমার কাজটা একটু ভাল লাগে তাইলে Just আমার জন্য একটু দোয়া করলে হইব।আর যদি বইটা কারো কাজে আসে তাইলে লেখকের জন্য দোয়া করলেই হবে।

আর সবার শেষে বলে রাখি এই টিউনটা আমার পক্ষ থেকে সবাই কে আমার বার্থডের গিফট।
কারন আজ রাত ১২ টার পর আমার জন্মদিন,আমার আর শাহ্‌রুক খান এর মাঝে এইটাই সিমিলারিটি যে অই হিরোর Birth Day 2nd November আর আমি Tj এর Birth DaY 3rd November.

Click Here to Download

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...