Monday, December 5, 2011

গ্রাহকের টাকা ফেরৎ না দিয়ে নতুন নামে আসছে ইউনিপে-টু-ইউ


 
গ্রাহকদের আড়াই হাজার কোটি টাকা ফেরত না দিয়েই নতুন নামে আবার মাঠে নামছে এমএলএম (মাল্টি লেভেল মার্কেটিং) কোম্পানি ইউনিপেটুইউ। সরকারের এমএলএম কোম্পানির বিধিমালায় ইউনি মাল্টিপারপাস লিমিটেড নামে নতুন প্রতিষ্ঠানের নিবন্ধনও শেষ পর্যায়ে। নতুন কোম্পানির শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক অবস্থায় ২০ কোটি টাকা পুঁজি নিয়ে জানুয়ারিতে কার্যক্রম শুরু করবে ইউনি মাল্টিপারপাস। এদিকে ইউনিপেটুইউ বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদ অভিযোগ করেছে, পুরনো গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে কোম্পানিটি নতুন করে আবার প্রতারণা করতে চাইছে।
সাবেক ইউনিপেটুইউর কর্মকর্তা এবং বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৪ নভেম্বর বিনিয়োগকারী ঐক্য পরিষদের সঙ্গে এক টেলিকনফারেন্সে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির ইমন ও পরিচালক (অ্যাডমিন অ্যান্ড অপারেশন) স্কোয়াড্রন লিডার (অব.) আবদুল জলিল নতুন ব্যবসা শুরুর মাধ্যমে গ্রাহকদের অর্থ ফেরত দেয়ার আশ্বাস দিয়েছেন। সে ক্ষেত্রে তারা বিনিয়োগকারীদের নতুন কোম্পানিতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি নতুন কোম্পানি খোলার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য অনুরোধ করা হয়েছে।
এ ব্যাপারে নতুন কোম্পানির শীর্ষ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বণিক বার্তাকে বলেন, নতুন প্রোডাক্ট নিয়ে এমএলএম কোম্পানির বিধিমালায় অনুমোদন নিয়ে মাঠে আসার বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে। তিনি বলেন, ইউনি মাল্টিপারপাস লিমিটেড নামে এ কোম্পানি জানুয়ারিতে কার্যক্রম শুরু করবে। এটি বিনিয়োগকারীদের সমিতি হিসেবে কাজ করবে এবং জমাকৃত টাকা ১৮ মাসে দ্বিগুণ হয়ে বিনিয়োগকারীদের কাছে ফেরত যাবে।
মনিরুল ইসলাম আরও বলেন, নতুন এ কোম্পানি বেশকিছু আকর্ষণীয় প্যাকেজ ও প্রোডাক্ট নিয়ে মাঠে আসবে। যার মধ্যে রয়েছে নরসিংদীর মাধবদীতে ২২৫ ফ্ল্যাটবিশিষ্ট অ্যাপার্টমেন্ট ভবন, বিদেশী প্রযুক্তি এবং বিশেষজ্ঞদের নিয়ে উন্নতমানের আধুনিক হাসপাতাল ও লেড লাইট ফ্যাক্টরি। ফলে গ্রাহকরা নতুন কোম্পানিকে ভালোভাবেই গ্রহণ করবে। তবে ভয় শুধু পুরনো বিনিয়োগকারীদের নিয়ে। তাদের আমরা শান্ত থাকতে বলেছি। নতুন ব্যবসা করে তাদের পুঁজি বুঝিয়ে দেয়া হবে।
এ বিষয়ে বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সলিল চৌধুরী বলেন, ইউনিপেটুইউ আমাদের টাকা ফেরত না দিয়ে আবার মানুষের সঙ্গে প্রতারণা করতে চাইছে। আমরা ব্যাংকে জমা এবং সম্পদ বিক্রি করে আগের বিনিয়োগের অর্থ মুনাফাসহ ফেরত চাই। না হলে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।
উল্লেখ্য, দুনিয়াজুড়ে স্বর্ণ ব্যবসা এবং স্বর্ণ খনিতে বিনিয়োগ করে ১০ মাসে বিনিয়োগের সমপরিমাণ মুনাফার লোভ দেখিয়ে ইউনিপেটুইউ বাংলাদেশে ব্যবসা শুরু করে। দেশের হাজার হাজার বিনিয়োগকারী অল্প সময়ে অবিশ্বাস্য লাভের আশায় ইউনিপেতে বিনিয়োগ করতে হুমড়ি খেয়ে পড়েন। পরে অবৈধ এ ব্যবসা সরকারি নিষেধাজ্ঞায় বন্ধ হলে হাজার হাজার বিনিয়োগকারী পথে বসেন। গত ১৭ ফেব্রুয়ারি বিনিয়োগকারীরা সংগঠিত হয়ে বিনিয়োগকারী ঐক্য পরিষদ গঠন করেন।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...