Tuesday, January 24, 2012

ঢাকার এফএম রেডিও 2012

শব্দ অত্যন্ত স্পষ্ট শোনা যাওয়ার কারণে এফএম রেডিও বেশ জনপ্রিয়।আবার ইদানিংকালের অধিকাংশ মোবাইল ফোনে এফএম রেডিও শোনার ব্যবস্থা থাকায় রেডিও শ্রোতার সংখ্যা আরও বেড়ে গেছে। কিন্তু এফএম রেডিওগুলোর প্রধান অসুবিধা হচ্ছে এসব ট্রান্সমিটার খুব বেশি এলাকাজুড়ে অনুষ্ঠান সম্প্রচার করতে পারে না। এই সীমা ১০০ কিলোমিটারের মত হয়ে থাকে।
ঢাকায় এখন ছয়টি বেসরকারী এফএম রেডিও রয়েছ, আর বিবিসি বাংলা, এনএইচকে ওয়ার্ল্ড, চীন আন্তর্জাতিক বেতার, ডয়চে ভেলে ইত্যাদি বিদেশী বেতারের বাংলা অনুষ্ঠানও এফএম-এ শোনা যাচ্ছে ঢাকায় বসে। তার ওপর আছে পুলিশের ট্রাফিক রেডিও।
 
এছাড়া বাংলাদেশ বেতার এফএম তো রয়েছেই।
 
বেসরকারী বেতারগুলো
নাম
প্রচারতরঙ্গ (মেগাহার্জ)
ওয়েবসাইট
রেডিও টুডে
৮৯.৬
www.radiotodaybd.fm
রেডিও ফূর্তি
৮৮.০
www.radiofoorti.fm
রেডিও আমার
৮৮.৪
www.radioamar.com
এবিসি রেডিও
৮৯.২
www.abcradiobd.fm
ঢাকা এফএম
৯০.৪
http://dhakafm.net/
পিপলস রেডিও
৯১.৬
---

ঢাকায় এফএম- প্রচারিত বিদেশী বেতারগুলো
নাম ও প্রচারতরঙ্গ (মেগাহার্জ)
ওয়েবসাইট
বিবিসি বাংলা ১০০
www.bbcbangla.com
এনএইচকে ওয়ার্ল্ড  ৯৬.
http://www3.nhk.or.jp/nhkworld/bengali/top/index.html
চীন আন্তর্জাতিক বেতার ১০৩.
http://bengali.cri.cn
ডয়চে ভেলে ৯৭.
www.dw-world.de 

এফএম-এ বাংলাদেশ বেতারের প্রচার সময় ও প্রচারতরঙ্গ

ওয়েব সাইট: http://www.betar.org.bd/

কেন্দ্র
প্রচারতরঙ্গ
মেগা হার্জ
প্রচার সময়
FM100, Dhaka
100.0 
১৩০০-১৬০০
FM, Dhaka
97.6
০৬৩০-১২০০; ১৪১৫-২৩১৫
FM 88.8, Traffic Channel
88.8
০৮০০-২০০০
FM 90.0, Traffic Channel
90.0
০৮০০-২০০০
FM (Home Service), Dhaka
103.2
১৭৩০-২২০০
 

No comments:

Post a Comment

Intex Aqua Life II

Intex Aqua Life II   View Photos  PhoneIntex Aqua Life IIManufacturer Intex Status Available Available in IndiaYes Price (Indian Rupees)...