Wednesday, January 11, 2012

আপনার ভুলে যাওয়া Apple iPod এর PassCode টি সহজে Reset করুন

আপনি যদি আপনার অ্যাপল আইপড পর্দার লক passcode combination ভুলে যান তাহলে আপনার অ্যাপল আইপড এর কোন ডাটা ক্ষতি ব্যতীত আপনার Old Password পরিবর্তন করতে পারবনে। অনুরূপ ভাবে iPod Volume lock PIN পরিবর্তন করতে পারবেন। এই জন্য আপনাকে iPod File-system এর lock setting পরিবর্তন করতে হবে Device store থেকে। আর এ কাজগুলো করতে আপনাকে নিচের Tips টি লক্ষ করুন।

১। প্রথমে আপনার iPod টি Computer এর সাথে Connect করুন।
২। এখন আপনার Computer এর Hidden ফাইল Enabled আছে কি না তা নিচ্চিত করুন। আর যদি না করা থাকে, তাহলে Enable করে দিন। ( My Computer>Tools>Floder Options>View>Show hidden files and folders.
৩. My Computer থেকে iPod Device ওপেন করুন। ("iPod_Control >Device" folder.

৪। এখানে _locked নামে একটা ফাইল দেখবেন। ফাইলটাকে Renameকরে _Unlockd ফাইল নামে Save করে Notpat এর মাধ্যমে ওপেন করুন। Password কে Reset করতে All Contents delete করে Save করুন।


৫। এখন iPod কে Computer থেকে Eject করে বাহির করুন।
৬। এখন আপনার iPod Screenlock দেখুন Disable.

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...