অনেকেরই
অনেক গুরুত্বপূর্ণ ফাইল/ফোল্ডার থাকে যেগুলো হাইড করে রাখা বা লক করে
রাখার দরকার হয়। এবার সেরকম একটি সফটওয়্যার নিয়ে আসলাম। এই সফটওয়্যারের
নাম “Protected Folder” যার ভার্সন ১.০ এবং এটি IOBIT নামের কোম্পানি তৈরি
করেছে।
সফটওয়্যারটির বাজারমূল্য ১৯.৯৫ ডলার। কিন্তু আপনাদের জন্য এটি একদম বিনামূল্যে রেজিস্টার্ড হয়ে যাবে।
আসুন দেখি কিভাবে কি করতে হবেঃ
২. এবার সাধারণ নিয়মে সেটাপ দিন। (সেটাপ হওয়ার পর আপনাকে ওদের টুল্বার ইন্সটল করতে বলতে পারে সেক্ষত্রে Decline দিন)
৩.
এবার সফটওয়্যারটি রান করলে পাসওয়ার্ড সেট করতে বলবে এবং পাসওয়ার্ড
হিন্ট দিতে বলবে। এগুলো নিজ দায়িত্বে সেট করে নিন। (স্ক্রিনশট লাগবে না
মনে হয়, তবুও না পারলে জানাবেন)
৪.
এবার একটিভেট করতে হলে প্রথমে নেট থেকে ডিসকানেক্ট হন। তারপর বামপাশে লেখা
Register এ ক্লিক করেন। তারপর নিচের ২টি কি থেকে যেকোনো একটি কপি করে দেনঃ
1BDC8-5BEE2-C3BBA-1ABBB
অথবা
B5A98-2FA32-D1544-528B9
৫. এবার একটিভেট নাউ বাটনে ক্লিক দিলে এমন বলবেঃ
৬. ভয়ের কিছু নেই !!!! এই ডায়ালগ বক্সটিকে কেটে দিন। কাজ শেষ (রেজিস্ট্রেশন)।
৭.
এবার সফটওয়্যারের ভিতরে কোনো ফোল্ডার টেনে এনে রেখে দিলে সেটা লক হয়ে
যাবে। অন্যভাবেও এড করতে পারবেন। তারপর Lock and Exit এ ক্লিক করলে
সফটওয়্যারটি বন্ধ হয়ে যাবে।
৮. পাসওয়্যার্ডটি মনে রাখা অতি জরুরি। কারণ, প্রতিবার ঢুকতে ও আন-ইন্সটল করতে এটির প্রয়োজন হবে।
No comments:
Post a Comment