১। ভীষণ মন খারাপ!
২। উফ, লাইফটা এত বোরিং! ফালতু !!
৩। ধুর, কিচ্ছু ভাল্লাগসে না!
৪। আসলে জীবনের মানে কী?
৫। আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না!
৬। উফ! এত্ত ফ্রেন্ড রিকোয়েস্ট কেন আসে? ডিজগাস্টিং!
৭। হাই ফ্রেন্ডসরা, কেমন আছ তোমরা সবাই? অনেক দিন পর...
৮। বিজি, বিজি, প্রচণ্ড বিজি...
৯। আজ আমি একটা নতুন রান্না করব!
১০। আজ আম্মু আমাকে অনেক ঝাড়ি দিছে, আমি অন্নেক কানছি...
১১। মুড অফ, আমার ৩টা বিড়াল মারা গেছে!
১২। আজকে বড় আপুর ফ্রেন্ডের সাথে শপিংয়ে গেছিলাম, জোস মজা হইসে, জোস!
১৩। আমার কাজিনের বয়ফ্রেন্ড ওর সাথে ব্লাফ করচে, ছেলেগুলাকে ধরে পেটানো উচিত!
১৪। আমি সব ছেলেকে চিনি, সব ছেলে, একটাও মানুষ না!
১৫। আজ অনেকক্ষণ ছাদে বৃষ্টিতে ভিজসি...
১৬। তুমি আমার সকালবেলা, তুমি সন্ধ্যাতারা;
কী করে বেঁচে থাকি বলো তুমাকে ছাড়া?
১৭। আসলে ফ্রেন্ডশিপ জিনিসটা কী? তুমরা কেউ বলতা পারো, ফ্রেন্ডস?
১৮। সামনে এগজ্যাম, বাট কিচ্ছু পড়া হয় নাই, আমার এখন চুল ছিঁড়তে ইচ্ছে করতেছে! ফ্রেন্ডস, আমি এখন কী করব?
১৯। মেয়েগুলা যে কেন অ্যাফেয়ারে যায়, কিছু বুঝি না! ওরা কেন বোঝে না, লাইফে অ্যাফেয়ারই সব না?
২০। ওহ! মেসি ছেলেটা কী সুইট! ওয়াও নাইস, অসাম! উম্মাহ...!
২১। আজকে একজন বলচে আমি নাকি কালো হয়ে গেছি! OMG! আচ্ছা ফ্রেন্ডস, আমি কি রিয়েলি কালো হইয়া গেছি?!
২২। গুড মর্নিং! সব 'ফ্রেন্ডসদের' দিনটা ভালো কাটুক!
২৩। এখন রাস্তায়...
২৪। বোরিং ক্লাস, বোরিং! আনস্মার্ট টিচার! খালি পড়া জিজ্ঞেস করে!
২৫। আজ সারাদিন ঘুমালাম । এখন আচার খাইতেসি । অনেক টেস্ট হইসে । আমার নিজের হাতে বানানো ।
২৬। আমার এক ফেসবুক বন্ধুর নানির চাচাতো ফুফার পেটে ব্যথা, তোমরা সবাই তার জন্য প্রে করো ।
[ প্রতিটি স্ট্যাটাসের পর ২৪ টি লাইক ও ৪২ টি জ্ঞানগর্ভ-উচ্চমার্গীয়-শিক্ষামূলক-আঁতলা কমেন্ট পঠিত বলিয়া গণ্য হইবে।]
** বন্ধুবর আখতারুজ্জামান আজাদের ফেসবুক নোট হতে অনুমতি সাপেক্ষে।
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
No comments:
Post a Comment