খবরটোয়েন্টিফোর.কম:তারায়
তারায় প্রেম। ইতিহাস ঘাঁটলে এমন প্রেমের ভূরি ভূরি উদাহরণ পাওয়া যাবে।
সংগীতে গাইতে গাইতে প্রেম হয়ে যায়। আর অভিনয়ে প্রেমের সংলাপ আওড়াতে
আওড়াতে মনের সঙ্গে মনের মিলন ঘটে। এভাবে অনেক তারকার ঘরসংসারও গড়ে উঠেছে। আবার কখনো প্রেম শুধু প্রেমের জায়গায়ই রয়ে যায়।সেই সূত্রে বর্তমানে দুটি প্রেম চলছে। এই চলমান প্রেম নিয়ে নাটকপাড়ায় আড্ডা জমছে নিয়মিত। অভিনয়শিল্পী হিল্লোল-নওশীন এখন শুধু পর্দার নয়, বাস্তবেরও নায়ক-
নায়িকা।
প্রেমের সংলাপ আওড়াতে আওড়াতে নিজেরাই প্রেমের মধ্যে ডুবে গেছেন।
অভিনেত্রী শ্রাবস্তী তিনি্নর সঙ্গে সম্পর্ক নেই হিল্লোলের। মেয়েকে নিয়ে
তার সময় কাটছে। অন্যদিকে নওশীনেরও স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে অনেক
আগেই। এক ছেলেকে নিয়ে তার বসবাস। এখন দুজন দুজনার একাকীত্বের সঙ্গী।নিজেদের সুখ-দুঃখ তারা শেয়ার করছেন। সম্পর্ক আরও গাঢ় করছেন। হিল্লোল-নওশীনের প্রেম মিডিয়ায় এখন ‘ওপেন সিক্রেট’ সবাই জানে। আড়ালে এ নিয়ে অনেকেই দু’চার কথা বলেন, কানাকানি করেন। কিন্তু হিল্লোল-নওশীনের অবস্থা হয়েছে কাকের মতো। তাদের ধারণা, এ সম্পর্ক কেউই জানে না। কিন্তু তাদের কাছের মানুষ-সহকর্মীরা বাতাসে ছড়িয়ে দিচ্ছেন খবরটি। বিভিন্ন সূত্রে জানা গেছে, হিল্লোল-নওশীনের প্রেম এখন গভীর পর্যায়ে রয়েছে। দুজনের সকাল শুরু হয় মোবাইলে একে অন্যের কণ্ঠ শুনে। রাতেও শেষ কথাটি হয় ওই মোবাইলেই। যত্ন করেই একে অন্যকে বলেন ‘গুড নাইট’ এ তো গেল শুটিং না থাকা দিনগুলোর কথা। একই সেটে শুটিং থাকলে হিল্লোল-নওশীনের ভালোবাসার নমুনা জলজ্যান্ত দৃশ্যমান। খাওয়া-দাওয়া থেকে শুরু করে কস্টিউমের খোঁজও রাখেন দুজন দুজনার। সব মিলিয়ে জল এখন গভীর সমুদ্রে গড়িয়েছে। তাদের এ প্রেমের পক্ষে-বিপক্ষেও নানাজনের নানা মন্তব্য। কেউ বলছেন, এ সম্পর্ক টিকবে না। তারা যুক্তি হিসেবে দেখাচ্ছেন নওশীনের ‘বহুপ্রেম’কে। নওশীনের কাজের পরের অবসর সময়টা তার কাটে সন্তানের সঙ্গে খেলাধূলা করে। কিন্তু সম্প্রতি জানা গেছে তার সন্তানটি এখন আর একা নয়। তার সঙ্গে যুক্ত হয়েছে

হিল্লোল ও তার মেয়ে ওয়ারিশা

নওশীন ও তার ছেলে
Source
No comments:
Post a Comment