Thursday, January 19, 2012

উইকিপিডিয়া বন্ধ!

এই মুহূর্তে বন্ধ আছে ইন্টারনেট ভিত্তিক উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া। ইন্টারনেট নিয়ন্ত্রণ আইন স্টপ অনলাইন পাইরেসি অ্যাক্ট (সোপা) এবং প্রটেক্ট আইপি অ্যাক্ট (পিপা) বাস্তবায়ন উদ্যোগের প্রতিবাদে আজ ২৪ ঘণ্টার জন্য সাইটটি বন্ধ করা হয়েছে। গতকাল আনুষ্ঠানিকভাবে সাইটটি একদিনের জন্য বন্ধ ঘোষণা করেছিল উইকিমিডিয়া ফাউন্ডেশন। উইকিপিডিয়ানদের সম্মিলিত সিদ্ধান্তে এ ঘোষণা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক স্যু গার্ডনার।
SOPA Wiki
উইকিপিডিয়ার কোন প্রতিবেদনে গেলে প্রথমে সেটি কয়েক সেকেন্ডের জন্য প্রদর্শন করছে। এরপরে কালো রং ধারণ করছে পুরো পেজ। এরপর আর কোন কনটেন্ট দেখা যাচ্ছে না। পেজটিতে লেখা রয়েছে 'মুক্ত জ্ঞানহীন একটি পৃথিবীর কথা চিন্তা করুন'! আর এ শিরোনামের নিচেই লেখা আছে, 'এক দশকেরও বেশি সময় ধরে আমরা বিশ্বের সবচেয়ে বড় বিশ্বকোষ গড়ে তুলেছি। এজন্য ব্যয় হয়েছে লাখ লাখ ঘণ্টা সময়। আর এখন যুক্তরাষ্ট্র কংগ্রেস আইন করে মুক্ত ইন্টারনেটকে ছিন্নভিন্ন করতে চাইছে। এর বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে আমরা ২৪ ঘণ্টার জন্য উইকিপিডিয়াকে বন্ধ করে রাখছি।'
বন্ধ থাকায় সাইটটি থেকে প্রয়োজনীয় কোন কনটেন্ট দেখতে পারছেন না কেউ। তবে ২৪ ঘণ্টা সময় শেষ হলেই আবার এটি চালু করে দেয়া হবে বলে জানিয়েছে উইকিমিডিয়া ফাউন্ডেশন।
এদিকে রেডিট, মজিলা, টুইটপিক এবং ওয়ার্ডপ্রেস এর মতো বাঘা বাঘা সাইটগুলোও বন্ধ রয়েছে। এ তালিকায় আরোও রয়েছে লিটল অ্যাপস, মুভঅন, টুকাউজ, চিজবার্গার, ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন এবং লিকি উইকি-র মতো সাইটও।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...