Tuesday, January 24, 2012

প্রতিদিন ৪ বিলিয়ন ভিডিও স্ট্রিমিং করে ইউটিউব

সবার প্রিয় ভিডিও শেয়ারের সাইট ইউটিউব সম্প্রতি তার রূপ পরিবর্তন করেছে। আর এই রূপ পরিবর্তনের ফলে সাইটটি প্রাণ ফিরে পেয়েছে বলে মনে করা হচ্ছে। গুগলের এই ভিডিও শেয়ারের সাইট জানিয়েছে প্রতিদিন তারা ৪ বিলিয়ন ভিডিও স্ট্রিমিং করে থাকে, যা ৮ মাস আগের হিসাব থেকে প্রায় ২৫ শতাংশ বেশি।

রয়টার্স এক প্রতিবেদনের মাধ্যমে জানিয়েছে সাইটটিতে যেখানে গত মে মাসে প্রতি মিনিটে ৪৫ ঘণ্টার ভিডিও আপলোড করা হত সেখানে এখন প্রতি মিনিটে প্রায় ৬০ ঘণ্টার ভিডিও আপলোড করা হয়ে থাকে। ।
সাইটটি থেকে গুগল প্রতিবছর রাজস্ব হিসেবে প্রায় $৫ বিলিয়ন ডলার আয় করে থাকে বলে জানিয়েছে রয়টার্স। তবে ইউটিউব জানিয়েছে সব ভিডিও স্ট্রিমিং থেকে তারা সাধারণত আয় করে না।
ইউটিউব যেখান থেকেই রাজস্ব আয় করুক না কেন যতক্ষণ পর্যন্ত তারা শিক্ষামূলক ভিডিও আর হাস্যকর প্রাণীর ভিডিওগুলোকে আলাদা করে প্রদর্শন করছে ততদিন জয় হোক ইউটিউবের!

No comments:

Post a Comment

Intex Aqua Life II

Intex Aqua Life II   View Photos  PhoneIntex Aqua Life IIManufacturer Intex Status Available Available in IndiaYes Price (Indian Rupees)...