Monday, January 2, 2012

আইফোনের জন্য এখনি ডাউনলোড করে নিন জনপ্রিয় মিডিয়া প্লেয়ার ভি এল সি(VLC)

আপনারা সবাই জনপ্রিয় মিডিয়া প্লেয়ার ভি এল সি(VLC) এর নাম শুনেছেন। এবং আপনাদের কম্পুতে ব্যাবহার করেন। মিডিয়া প্লেয়ার হিসেবে এর জনপ্রিয়তা আকাশ ছুই ছুই। ভি এল সি(VLC) মিডিয়া প্লেয়ার টি আমার নিজের ও অনেক পছন্দের। তাই আমি খুজছিলাম আমার সিম্বিয়ান ফোনে ব্যাবহার উপোযোগী ভি এল সি(VLC) এর কোন ভার্সন পাওয়া যায় কিনা কিন্তু পেলাম না। শুধু আইফোনে ব্যাবহার উপোযোগী একটা ভার্সন পেলাম তাই শেয়ার করলাম।
যে ফোন গুলি সমর্থন করবেঃ
আইফোন ফোর, আইফোন থ্রিজি এস, আই প্যাড এবং সম্প্রতি ছাড়া আইপড টাচের সকল ভার্সন। কিন্তু অবশ্যই আই ও এস ৩.২(iOS 3.2) বা এর বেশি হতে হবে।

আমার জানা মতে ভি এল সি(VLC) মিডিয়া প্লেয়ার টি প্রায় সকল ভিডিও ফরমাট সমর্থন করে এমন কি এটাতে এফ এল ভি(FLV) ফরমাটের ভিডিও গুলি দেখা যায়।
আশাকরি ভি এল সি(VLC) মিডিয়া প্লেয়ার টি আপনাদের খুব ই ভাল লাগবে।
এখান থেকে ভি এল সি(VLC) মিডিয়া প্লেয়ার টি আপনার আইফোনের জন্য ডাউনলোড করে নিন।
প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...