Wednesday, January 11, 2012

গ্রামীনফোন ১২১ থেকে ফোন দিয়ে পন্যের ক্যানভাসিং করে X(

গ্রামীনফোন ১২১ থেকে বিকালে এক মেয়ে ফোন দিছে:

>শুভ সন্ধ্যা, স্যার আপনার হাতে সময় থাকলে আমাদের দারুন কিছু অফারের কথা আপনাকে বলতে পারি...
>জ্বী বলেন :P

> আপনি কি জানেন আপনার মোবাইল সেট দিয়ে আপনি ইন্টারনেট কানেক্ট করতে পারবেন? B-)
> (মনে মনে - কস কি মমিন!! :-*) জ্বী জানি। আমি পি৭ ইউজ করতেছি, প্রথম থেকেই। (উল্লেখ্য, ক্যানভাসারগুলা কাস্টমারের হিস্ট্রি না জেনেই পন্য বেচতে আসছে!)

> ঐটা তো ১৫ মেগাবাইট, আমাদের একটা ইন্টারনেট প্যাকেজ আছে ৯৯ মেগাবাইট ৯৯ টাকায়...
> আমার বাসায় ব্রডব্যান্ড আছে। ;)

> কিন্তু আপনি চাইলেই আপনার ফোনটি পিসির সাথে ডাটা কেবল দিয়ে কানেক্ট করে...:D
>আমার ডাটা কেবল নাই। তাছাড়া ৯৯ টাকায় ৯৯ মেগাবাইট, তাও মাত্র ১৫ দিন - অফারটা আমার কাছে অনেক জমিদারী মনে হয়। :P

> (আমার কথা পাত্তা না দিয়ে) মিস কল এলার্ট নিয়ে আপনি কিছু জানেন?
> হ্যা জানি। B-)

> তাও আরেকবার বলি আপনাকে....মিস কল এলার্ট দিয়ে আপনি...(ব্লা ব্লা..।)
> আমি সাধারনত মোবাইল অফ করি না। /:)

> আচ্ছা, পরিবারের কারো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ক্ষক্ষক্ষ নাম্বারে ফোন করে ডাক্তারদের সাথে কথা...
> জ্বী আচ্ছা। দরকার হলে করবো। :-B

> জিপি অফার নামে যে এসএমএস গুলা আসে সেগুলা কি পড়েন?
> অবশ্যই!! মাঝে মাঝে আমার বন্ধুদের সেগুলা ফরওয়ার্ড-ও করি X(

> (হেসে) ধন্যবাদ। আমি কি আপনাকে সাহায্য করতে পেরেছি?
> জ্বী। |-)
> সাথে থাকার জন্য ধন্যবাদ......(লাইন কেটে দিলো!)

টোটাল সময়: ৩ মিনিট ২৩ সেকেন্ড!

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...