ঝড়ের সময় বিকট শব্দের বজ্রপাত শুনলে যে
কারও বুক কেঁপে উঠে। মনে হয় যেন মাথার উপরেই বজ্রটা এসে পড়ল! আচ্ছা যদি
এমন হত যে নিজেই খুব সহজে বের করতে পারি, বজ্রপাতটা আমাদের অবস্থান থেকে
ঠিক কতটুকু দূরে পড়েছে, তাহলে কেমন লাগত?
বজ্রপাত আমাদের অবস্থান থেকে কতদূরে পড়েছে তা নির্ণয়ের একটি সহজ পদ্ধতি আজ তুলে ধরছিঃ
১. প্রথমে আকাশের দিকে তাকিয়ে বিদ্যুৎ চমকানো লক্ষ্য করুন।
২. বিদ্যুৎ চমকানোর সাথে সাথে বজ্রপাতের আওয়াজ শোনা পর্যন্ত কত সেকেণ্ড হয়েছে, সেটা দেখুন।
৩. এরপর প্রাপ্ত সেকেণ্ডকে ৫ দিয়ে(দূরত্ব মাইলে) অথবা ৩ দিয়ে(দূরত্ব কি.মি.তে) ভাগ করুন ।
যেমন: বিদ্যুৎ চমকানোর ৩ সেকেণ্ড পরে যদি বজ্রপাত শুনে থাকেন, তবে হিসাবটা এমন হবে:
৩ সেকেণ্ড/৫ = ০.৬ মাইল
অথবা ৩ সেকেণ্ড/৩ = ১ কি.মি.
অর্থাৎ, বজ্রটি আপনার অবস্থান থেকে ১ কি.মি. দূরত্বের মাঝেই পড়েছে।
প্রাপ্ত সেকেণ্ডের সাথে ৩৪০ গুণ দিয়েও আপনি সঠিক দূরত্বের হিসাব মিটারে পেতে পারেন। [যেহেতু শব্দের গতি ৩৪০ মি./সে.]
সুতরাং, ৩ সে. X ৩৪০ = ১০২০ মি.
অর্থাৎ, বজ্রটি আপনার অবস্থান থেকে ১০২০মি. দূরত্বে পড়েছে।
আশা করি, এখন থেকে বজ্র পড়লে হিসাব করেই বলে দিতে পারবেন সেটি আপনার মাথার উপরে পড়েছে নাকি আপনার বন্ধুর মাথার উপরে পড়েছে। :p
No comments:
Post a Comment