Monday, April 9, 2012

আইফোন কে রাউটার হিসেবে ব্যবহার করুন

আইফোন কে রাউটার হিসেবে ব্যবহার করুন

আমরা সবাই কম বেশি wifi এর সাথে পরিচিত। ঢাকা শহরের অনেক জাইগাই wifi zone হিসেবে চিহ্নিত যেখানে ফ্রী ইন্টারনেট browse করা যায়
আপনি চাইলে আপনার আইফোন দিয়ে আপনার বাসায় অথবা অফিস এ ওয়াইফাই জোন করতে পারেন এজন্য অবশ্যই আপনার মোবাইলএ ইন্টারনেট থাকতে হবে
এখন আইফোন থেকে Cydia ওপেন করুন Search লিখুন miwi


এখন miwi 4 Cracked সফটওয়্যার টি ইন্সটল করুন

ইন্সটল শেষ হলে Miwi অ্যাপ্লিকেশান টি রান করুন


wifi Tethering   অন করুন ব্যাস তৈরি হয়ে গেল আপনার নিজস্ব wifi zone
এখন আপনি wifi  দিয়ে ল্যাপটপ অথবা পিসি তে ইন্টারনেট শেয়ার করতে পারবেন ।
আপনি ইছা করলে ওয়াইফাই security ও দিতে পারবেন যাতে অনাখাঙ্কিত কেও আপনার নেট শেয়ার করতে না পারে
এখন আপনি চাইলে কলেজ এ মোবাইল  wifi zone করে আপনার বন্ধুদের চমকে দিতে পারবেন

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...