বাজার ভরে গিয়েছে স্মার্টফোন দিয়ে। কোনটা কিনবেন তা ঠিক করতে মাথা ঘুরে
উঠে।তাই এখানে আপনাদের স্মাটফোন সম্পর্কে কিছু ধারনা দেওয়ার চেষ্ঠা করবো ।
এখানে একটি বিষয় বলে রাখা ভালো - এই স্মার্টফোনগুলোর বেশিরভাগই চলছে
ফোর-জি নেটওয়ার্কে এবং সেটা বিশেষভাবে আমেরিকাতে। এটা বাংলাদেশের মানুষের
জন্য খুব বেশি কাজে লাগবে না। তবে স্মার্টফোন কোন দিকে এগুচ্ছে সে বিষয়ে
আপনারা একটি ধারনা পেতে পারেন।
১. স্যামসাং গ্যালাক্সি নেক্সাস
তালিকার শীর্ষ অবস্থানে থাকা এই ফোনটিকে পিসি ওয়ার্ল্ড 'আজ পর্যন্ত বের হওয়া সবচেয়ে ভালো অ্যানড্রয়েড ফোন' বলে অভিহিত করেছে।
ভালো দিক:---
দ্রুত গতির ফোরজি/ এলটিই
হালকা বাঁকানো ডিসপ্লে, আকর্ষণীয় আকৃতি
অত্যন্ত গতিশীল
আইস ক্রিম স্যান্ডউইচ ওএস।
খারাপ দিক:--
মেমরি বাড়াবার উপায় নেই।
গুগল ওয়ালেটের সুবিধাটি নেই
ক্যামেরাটা খুব একটা ভালো না (৫ মেগা পিক্সেল)।
মূল্য শুরু হয়েছে -$৬৭৩ থেকে
২. এইচটিসি ইভো থ্রিডি
অত্যন্ত আকর্ষণীয় ডিজাইনের এই ফোনটি নির্মাণ করা হয়েছে যত্ন নিয়ে ফলে হাতে নিলে সলিড বলে মনে হলেও খুব ভারী নয়। রয়েছে ত্রিমাত্রিক পর্দা (৪.৩") এবং ক্যামেরা। ত্রিমাত্রিক ছবি তোলা এবং ভিডিও দেখা সম্ভব কিন্তু প্রযুক্তিটি এখনো শিশু পর্যায়ে রয়েছে।
ভালো দিক:---
ডুয়েল কোর গতির প্রসেসর
বিনোদনের জন্য সেরা স্মার্টফোন
আকর্ষণীয় ডিজাইন
খারাপ দিক:---
ত্রিমাত্রিক ক্যামেরা
ফোন কলের মান খারাপ।
মূল্য শুরু হয়েছে -$৪৯৯ থেকে
৩. স্যামসাং গ্যালাক্সি এস টু
স্যামসাংয়ের অন্যান্য গ্যালাক্সি ফোনের মতই এর মান অত্যন্ত উন্নত। রয়েছে ৪.৫২" স্ক্রিন, এনএফসি এবং ফোরজি সুবিধা। ১.৫ গিগাহার্জ ডুয়েল কোর প্রসেসর এবং ১ মেগাবাইট র্যাম।
ভালো দিক:---
বিশালাকৃতির সুন্দর ডিসপ্লে
অত্যন্ত শক্তিশালী মোবাইল প্রসেসর
এনএফসি চিপ
খারাপ দিক:---
মাইক্রোএসডি স্লট
স্ক্রিনের পাশের বেজেলটি অত্যন্ত ক্ষুদ্র
মূল্য শুরু হয়েছে -$৫৮৯ থেকে।
৪. অ্যাপল আইফোন ফোর এস
আইফোন ফোর এস এ তেমন উল্লেখযোগ্য কোন আপডেট না থাকলেও আরো ভালো ক্যামেরা, দ্রুত গতি সম্পন্ন এবং সিরি থাকার কারণে হয়ে উঠেছে অনন্য এক স্মার্টফোন।
ভালো দিক:---
দ্রুত গতি সম্পন্ন এবং স্মুথ পারফরমেন্স
অসাধারণ একটি ক্যামেরা
ডিসপ্লেটির মান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অত্যন্ত ভালো
খারাপ দিক:---
শুধুমাত্র ১০৮০পি তে ভিডিও আপলোড করা যায়
সিরি অনেক সময় ভুল তথ্য দিয়ে থাকে
৫. মটোরোলা ড্রয়েড রেজর ম্যাক্স
ডুয়েল কোর প্রসেসর, বিশালাকৃতির ব্যাটারি এবং ফোরজি এ সবকিছুই পাবেন অত্যন্ত পাতলা একটি খোলসের মধ্যে।
ভালো দিক:---
দ্রুত গতি সম্পন্ন ডুয়েল কোর প্রসেসর
ফোরজিতেও ব্যাটারির স্থায়িত্বকাল অধিক
খারাপ দিক:---
অ্যানড্রয়েডের পুরাতন সংস্করণ
ক্যামেরাটি খুব একটা ভাল না
৬.টি-মোবাইল মাইটাচ ফোরজি স্লাইড
পিসি ওয়ার্ল্ডের মতে স্মার্টফোনগুলোর মধ্যে সেরা ক্যামেরাটি (৮ মেগাপিক্সেল) দেয়া হয়েছে এই মোবাইলে। রয়েছে ৩.৭" অ্যামোলেড পর্দা, সম্পূর্ণ কোয়ার্টি কি-বোর্ড এবং ডুয়েল কোর প্রসেসর।
ভালো দিক:---
অসাধারণ ক্যামেরা
সর্বশেষ সংস্করণের সফটওয়্যার এবং অত্যাধুনিক প্রযুক্তি
ক্যামেরার ক্ষেত্রে নানা ধরণের শুটিং মুড এবং এডিটিং মুড
খারাপ দিক:---
কি-বোর্ডটিতে স্থূলাকার আঙ্গুল দিয়ে টাইপ করা কঠিন
কোন এইচডিএমআই পোর্ট নেই
মূল্য শুরু হয়েছে -$২০০ থেকে।
১. স্যামসাং গ্যালাক্সি নেক্সাস
তালিকার শীর্ষ অবস্থানে থাকা এই ফোনটিকে পিসি ওয়ার্ল্ড 'আজ পর্যন্ত বের হওয়া সবচেয়ে ভালো অ্যানড্রয়েড ফোন' বলে অভিহিত করেছে।
ভালো দিক:---
দ্রুত গতির ফোরজি/ এলটিই
হালকা বাঁকানো ডিসপ্লে, আকর্ষণীয় আকৃতি
অত্যন্ত গতিশীল
আইস ক্রিম স্যান্ডউইচ ওএস।
খারাপ দিক:--
মেমরি বাড়াবার উপায় নেই।
গুগল ওয়ালেটের সুবিধাটি নেই
ক্যামেরাটা খুব একটা ভালো না (৫ মেগা পিক্সেল)।
মূল্য শুরু হয়েছে -$৬৭৩ থেকে
২. এইচটিসি ইভো থ্রিডি
অত্যন্ত আকর্ষণীয় ডিজাইনের এই ফোনটি নির্মাণ করা হয়েছে যত্ন নিয়ে ফলে হাতে নিলে সলিড বলে মনে হলেও খুব ভারী নয়। রয়েছে ত্রিমাত্রিক পর্দা (৪.৩") এবং ক্যামেরা। ত্রিমাত্রিক ছবি তোলা এবং ভিডিও দেখা সম্ভব কিন্তু প্রযুক্তিটি এখনো শিশু পর্যায়ে রয়েছে।
ভালো দিক:---
ডুয়েল কোর গতির প্রসেসর
বিনোদনের জন্য সেরা স্মার্টফোন
আকর্ষণীয় ডিজাইন
খারাপ দিক:---
ত্রিমাত্রিক ক্যামেরা
ফোন কলের মান খারাপ।
মূল্য শুরু হয়েছে -$৪৯৯ থেকে
৩. স্যামসাং গ্যালাক্সি এস টু
স্যামসাংয়ের অন্যান্য গ্যালাক্সি ফোনের মতই এর মান অত্যন্ত উন্নত। রয়েছে ৪.৫২" স্ক্রিন, এনএফসি এবং ফোরজি সুবিধা। ১.৫ গিগাহার্জ ডুয়েল কোর প্রসেসর এবং ১ মেগাবাইট র্যাম।
ভালো দিক:---
বিশালাকৃতির সুন্দর ডিসপ্লে
অত্যন্ত শক্তিশালী মোবাইল প্রসেসর
এনএফসি চিপ
খারাপ দিক:---
মাইক্রোএসডি স্লট
স্ক্রিনের পাশের বেজেলটি অত্যন্ত ক্ষুদ্র
মূল্য শুরু হয়েছে -$৫৮৯ থেকে।
৪. অ্যাপল আইফোন ফোর এস
আইফোন ফোর এস এ তেমন উল্লেখযোগ্য কোন আপডেট না থাকলেও আরো ভালো ক্যামেরা, দ্রুত গতি সম্পন্ন এবং সিরি থাকার কারণে হয়ে উঠেছে অনন্য এক স্মার্টফোন।
ভালো দিক:---
দ্রুত গতি সম্পন্ন এবং স্মুথ পারফরমেন্স
অসাধারণ একটি ক্যামেরা
ডিসপ্লেটির মান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অত্যন্ত ভালো
খারাপ দিক:---
শুধুমাত্র ১০৮০পি তে ভিডিও আপলোড করা যায়
সিরি অনেক সময় ভুল তথ্য দিয়ে থাকে
৫. মটোরোলা ড্রয়েড রেজর ম্যাক্স
ডুয়েল কোর প্রসেসর, বিশালাকৃতির ব্যাটারি এবং ফোরজি এ সবকিছুই পাবেন অত্যন্ত পাতলা একটি খোলসের মধ্যে।
ভালো দিক:---
দ্রুত গতি সম্পন্ন ডুয়েল কোর প্রসেসর
ফোরজিতেও ব্যাটারির স্থায়িত্বকাল অধিক
খারাপ দিক:---
অ্যানড্রয়েডের পুরাতন সংস্করণ
ক্যামেরাটি খুব একটা ভাল না
৬.টি-মোবাইল মাইটাচ ফোরজি স্লাইড
পিসি ওয়ার্ল্ডের মতে স্মার্টফোনগুলোর মধ্যে সেরা ক্যামেরাটি (৮ মেগাপিক্সেল) দেয়া হয়েছে এই মোবাইলে। রয়েছে ৩.৭" অ্যামোলেড পর্দা, সম্পূর্ণ কোয়ার্টি কি-বোর্ড এবং ডুয়েল কোর প্রসেসর।
ভালো দিক:---
অসাধারণ ক্যামেরা
সর্বশেষ সংস্করণের সফটওয়্যার এবং অত্যাধুনিক প্রযুক্তি
ক্যামেরার ক্ষেত্রে নানা ধরণের শুটিং মুড এবং এডিটিং মুড
খারাপ দিক:---
কি-বোর্ডটিতে স্থূলাকার আঙ্গুল দিয়ে টাইপ করা কঠিন
কোন এইচডিএমআই পোর্ট নেই
মূল্য শুরু হয়েছে -$২০০ থেকে।
No comments:
Post a Comment