বাংলাদেশ এর আইন
দৈনন্দিন প্রয়োজনে আইনের খুঁটিনাটি জানা থাকা ভালো। ইচ্ছে করলে আইন ও সংসদ বিষয়ক ওয়েবসাইট থেকে সহজেই দেখে নেওয়া যায় বাংলাদেশি আইন। বাংলা ও ইংরেজি সংস্করণের এই সাইটটিতে ১৮৩৬ সাল থেকে বর্তমান পর্যন্ত প্রচলিত আইনগুলো হালনাগাদ করে ৩৮টি ভলিউমে ‘বাংলাদেশ কোড’ প্রকাশ করা হয়েছে। এতে জুন ২০১২ পর্যন্ত প্রণীত ও হালনাগাদকৃত সকল সংসদ প্রণীত আইন, অধ্যাদেশ এবং রাষ্ট্রপতির আদেশ অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া দেশে প্রচলিত প্রায় ১ হাজার আইনের বিস্তারিত রয়েছে। সাইটটির বাম পাশের ক্যাটাগরিতে রয়েছে লজ অব বাংলাদেশ, কালানুক্রমিক সূচি, বর্ণানুক্রমিক সূচি, আইন অনুসন্ধান, বাংলাদেশ কোড, বাংলাদেশ কোড প্রসঙ্গে কালানুক্রমিক সূচি ও বর্ণানুক্রমিক সূচি। ফলে এখানে সংরক্ষিত আইন বিষয়ক বিভিন্ন তথ্য পাওয়া যাবে অতি সহজেই। এ ছাড়া নিচের দিকে বাংলাদেশ কোডের ভলিউম অনুসারে স্লাইড শো। ফলে একটি নির্দিষ্ট ভলিউমে ক্লিক করেই সেটি সম্পর্কে জানা যাবে ও ডাউনলোড করা যাবে। সাইটটিতে রোমান সংখ্যা, শব্দকোষ, ইউনিকোডে লেখার নিয়ম ও বাংলা কিবোর্ড লে-আউট পাওয়া যাবে। এ ছাড়া বাংলাদেশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রাণালয় ও সংসদ সচিবালয়ের ওয়েব লিঙ্ক রয়েছে।
http://bdlaws.minlaw.gov.bd/
No comments:
Post a Comment