Saturday, September 8, 2012

এক্সপি কে ছারিয়ে উইন্ডোজ ৭ এখন জনপ্রিয় অপারেটিং সিস্টেম


মাইক্রোসফট এর উইন্ডোজ ৭ এখন ডেস্কটপে ব্যাবহৃত সবচেয়ে বেশি জনপ্রিয় অপারেটিং সিস্টেম। এক্সপি কে ছারিয়ে উইন্ডোজ ৭ এখন সবচেয়ে বেশি ব্যাবহৃত অপারেটিং সিস্টেম জানিয়েছে নেট আ্যপ্লিকেশনস।
আগস্টে উইন্ডোজ ৭ এর মার্কেট শেয়ার ছিলই ৪২.৭৬ % যেখানে এক্সপির ছিল ৪২.৫২ % । উইন্ডোজ ভিসতা রয়েছে ৩য় স্থানে ৬.১৫ % মার্কেট শেয়ার নিয়ে  আ্যপলের ম্যাক ওএস এক্স ১০.৭  এবং ম্যাক ওএস ১০.৬ এর সাথে। ম্যাকের দুইটি ভার্সনের মার্কেট শেয়ার যথাক্রমে ২.৪৫ % এবং ২.৩৮ % ।
মূলত নতুন এবং পুরাতন মিলিয়ে মাইক্রোসফট এর দখলে রয়েছে অপারেটিং সিস্টেম মার্কের্টের ৯২ % শেয়ার।
উইন্ডোজ ৭ এর সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হতে সময় লেগেছে প্রায় ৩ বছ্র। উইন্ডোজ ৭ ছাড়া হয়েছিল ২০০৯ সালের অক্টোবর মাসে। খুব তারাতারি ই উইন্ডোজ ৭ এর যায়গায় আসছে হালনাগাত অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮।
উইন্ডোজ ৮ কে বাজারে আনার কথা রয়েছে এই বছরের অক্টোবরের ২৬ তারিখে। এটাই মাইক্রোসফট এর প্রথম অপ্রেটিং সিস্টেম যা একই সাথে ডেস্কটপ এবং ট্যাবলেট কম্পিউটারের জন্যে ছাড়া হচ্ছে। যারা বর্তমানে উইন্ডোজ এক্সপি, ভিসতা, ও উইন্ডোজ ৭ ব্যাবহার করছেন তারা ৩৯.৯৯ ডলারের বিনিময়ে উইন্ডোজ ৮ এ আপগ্রেড করে নিতে পারবেন ডাউনলডের মাধ্যমে।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...