Monday, March 14, 2011

ফটো ডিজাইন করার দারুন একটি সফটওয়্যার

আমরা প্রয়োজনে অপ্রয়োজনে কত রকম ডিজাইনের ছবি এডিটিং করি। ছবি সম্পাদনা করার সব থেকে জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে এডোবী ফটোশপ। কিন্তু কয়জনে আর তা জানে। অনেকের ইচ্ছা থাকলেও ফটেশপ শিখতে পারছেন না। আবার অনেকে আছে পয়সা খরচ করে ফটোশপ শিখেও গুলিয়ে ফেলেছেন তাদের জন্য আমার এই লেখা। উপকার পাইলে মন্তব্য করতে ভুলবেন না। বকবক না করে কি সফটওয়ার সম্পর্কে লিখব সেটাই এখনো বলিনি ও হ্যাঁ ফটোশাইন সফট্ওয়্যার। সেটা এখান থেকে
http://www.picget.net/
(২নং সিরিয়ালে ফটোশাইন) ডাউনলোড করুন। ডাউনলোড হলে ওপর দিকে বাম পাশে বিভিন্ন ডিজাইন অপশন দেখা যাবে। এক একটি অপশনের উপর ক্লিক করলে সেটার কি কি ডিজাইন আছে সেটা নিচে দেখা যাবে। পছন্দ মত ডিজাইন সিলেক্ট করে কম্পিউটারে থাকা আপনার ছবিটি ওপেন করুন। বাম পাশ থেকে এবার ডিজাইনে ক্লিক করুন এবং মজা দেখুন। যদি ছবি ডান বামে সরানোর প্রয়োজন হয়। তবে ফটোস্প্রিনের উপর যে ছোট ছবিটি দেখা যাচ্ছে সেটার চার পাশে একটি লাল সিলেকশন বর্ডার দেখা যাবে উক্ত বর্ডার ছোট বড় করলে ছবি ছোট বড় হবে ।

No comments:

Post a Comment

Intex Aqua Life II

Intex Aqua Life II   View Photos  PhoneIntex Aqua Life IIManufacturer Intex Status Available Available in IndiaYes Price (Indian Rupees)...