Monday, March 14, 2011

ফেইসবুকে ভিডিও চ্যাট করার দু’টি দারুন এপ্লিকেশন!

বন্ধু এবং আত্বীয় স্বজনের সাথে যোগাযোগের প্রধান মাধ্যমগুলোর মধ্যে একটি এখন ফেইসবুক। দেশের বাইরে আসার পর অনেকের সাথেই আমার যোগাযোগের প্রধান মাধ্যম ফেইসবুক। ভয়েস এবং ভিডিও চ্যাট এর জন্য অন্য এপ্লিকেশন এতদিন ব্যবহার করলেও, এখন ফেইসবুকেই এসকল সুবিধা পাওয়া যাচ্ছে। ফেইসবুকে ভিডিও চ্যাট করার কিছু দারুন এপ্লিকেশন নিয়েই এই পোস্ট…

vChatter
http://www.facebook.com/vChatter

অন্যান্য এপস গুলোর চাইতে এটিই আমার বেশি ভাল লেগেছে। এটি দিয়ে অনলাইনে থাকা বন্ধুদের সাথে চ্যাট করার পাশাপাশি রয়েছে আরেকটি মজার ফিচার। সেটি হচ্ছে র‍্যানডম চ্যাট। অর্থাৎ ঐ এপ্লিকেশন ব্যবহারকারী অন্যান্য সদস্যদের সাথে চ্যাট আপনি চ্যাট করতে পারবেন।

আর এতে করে নতুন অনেকের সাথেই পরিচিত হতে পারবেন সরাসরি ভিডিও চ্যাট এর মাধ্যমে।


TinyChat
http://apps.facebook.com/tinychat/

TinyChat এর কথা আপনারা অনেকেই শুনে থাকবেন। অনেকে হয়তো ব্যবহারও করেছেন। TinyChat এর একটি ফেইসবুক এপ্লিকেশন রয়েছে, যেটি ব্যবহার করে আপনি বন্ধুদের সাথে ভিডিও চ্যাট করতে পারেন।

দুই মিলিয়ন এর বেশি ব্যবহারকারী রয়েছে এই ফেইসবুক এপটিতে। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এটি ব্যবহার করে গ্রুপ ভিডিও চ্যাট অথবা মিটিং করা যাবে। একই সাথে ১২ জন ব্রডকাস্ট করতে পারবেন। আর কি চাই? :D

No comments:

Post a Comment

Intex Aqua Life II

Intex Aqua Life II   View Photos  PhoneIntex Aqua Life IIManufacturer Intex Status Available Available in IndiaYes Price (Indian Rupees)...