মুভিটা কেমন সেটা বলার আগে বলি। মুভিটা দেখার সময় এক বন্ধূ ফোন দিয়ে বললো:”কী করিস দোস্ত??” আমি বলি :”কিছুই না“। আম্মা বললো:”এক হালি ডিম নিয়ে আয়। ও তুই তো সিনেমা দেখিস।”। “তেমন কোন সিনেমা না। ডিমটা আনতে আর কতক্ষণই লাগবে?“
মুভিটি নিয়ে প্রত্যাশা অনেক বেশী ছিল। সবকিছু মনে হচ্ছিল:” হমম!!! এরপর তো এটাই হবার কথা। সেটাই তো হচ্ছে!!” পরে মনে হলো :”ব্যাপারটা কী?? যা ভাবছি সেটাই হচ্ছে আবার মুভির কোন গভীরতা টের পাচ্ছি না!“
এভাবেই হতাশ করেছে Action Replayy। কাহিনী জানা যাক। Bunty ( Aditya Roy Kapoor) সবসময় বিয়ে থেকে ১০০ হাত দূরে। কারণ তার বাপ-মা এর অশান্তির সংসার। তার প্রেমিকা Tanya ( Sudeepa Singh) বারবার তাকে বিয়ের জন্য রাজী করাতে গিয়ে ব্যর্থ হয়। এদিকে Tanya’র দাদা বিরাট বিজ্ঞানী Anthony Gonsalves ( Randhir Kapoor) । তিনি একটি টাইম মেশিন বানিয়েছেন। সেই টাইম মেশিনের মাধ্যমে Bunty চলে যায় অতীতে। মিশন একটাই বাবা মায়ের মধ্যে যেন প্রেম থাকে যাতে পরবর্তীতে এরকম অশান্তির সংসারে তাদের থাকতে হয় না। কিন্তু অতীতে গিয়ে দেখে তার বাপ একটা মহা উজবুক Kishen ( Akshay Kumar) । এদিকে তার মা একজন মহিলা গুন্ডা টাইপ Mala ( Aishwarya Rai) । দুজন দুজনকে সহ্যই করতে পারে না। এদিকে Bunty দমে যাবার নয়। পুরা কাছা বাইন্ধা নেমে পড়ে মা-বাপের প্রেমের মিশনে।
একটি মুভি হতে মূলত ৩ টি জিনিস লাগে। কাহিনী, সংলাপ এবং চিত্রনাট্য। মুভি সংলাপ বেশ প্রশংসনীয় হলেও কাহিনী যে কপি মারা সেটা তো বোঝাই যায় আর চিত্রনাট্য অত্যন্ত নিম্ন মানের। কলাকুশলীদের অভিনয় ভালো হলেও সেটা কোন দিক দিয়ে বোঝার উপায় নেই। পরিচালক Vipul Shah মুভিটিতে ৭০ দশকের ফ্যাশন আনতে বেশ সক্ষম হলেও মুভিটির দুর্বল চিত্রনাট্য ৭০ দশকের ফ্যাশন দেখাবার জন্য “Om Shanti Om” এরই নাম নিবে।
অভিনয়ের দিক দিয়ে বলবো Akshay Kumar আসলেই ভালো করেছে। কিছু কিছু ব্যাপার আসলে তাকে ছাড়া একেবারেই সম্ভব না। Aishwarya’র অভিনয় মোটামুটি হলেও তার চরিত্রটি এক ধরণের Show Piece ই বলা চলে। Aditya Roy Kapoor এর অভিনয় ভালো হলেও তার কাকের বাসা চুলের স্টাইল দেখে Monitor বন্ধ করে দিতে ইচ্ছা করে। আর সবচেয়ে যন্ত্রণাদায়ক ছিল আমাদের RannVijay Singh। এই ব্যক্তি আরো কয়েকটি মুভি করলে সবাই Roadies দেখাও ছেড়ে দিবে। Rajpal Yadav, Kirron Kher এবং Om Puri ‘র অভিনয় বেশ ভালো হয়েছে।
মুভিটির সংগীত তেমন ভালো বলা যায় না। কিছু কিছু দৃশ্যের সংলাপ বেশ হাসির তবে দম ফাটানো নয়। মুভিটির কাহিনী Back to the future এর তবে এত বড় ক্লাসিক মুভির সাথে Action Replayy’র নাম আসা খুব একটা শোভা পায় না।
মুভিটিতে কিছু দেখার মত থাকলে সেটা হলো Akshay Kumar। কিন্তু কেন জানি Akshay ফিরে পাচ্ছে না তার সাফল্যের ধারা। সবমিলিয়ে একেবারে সাধারণ মানের মুভি তবে Akshay এর জন্য দেখা যায়।
রেটিং – ১.৫ /৫
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
No comments:
Post a Comment