Wednesday, September 14, 2011

হিন্দী মুভি বাংলা রিভিউ- “Golmaal 3”

হিন্দী মুভিতে প্রথম Trilogy। সেটা আবার কমেডি। এক কথায় একটি Brand এ পরিণত হয়েছে Golmaal। সেই Golmaal এরই তৃতীয় মুভি Golmaal 3। সবার প্রত্যাশা অনুযায়ী বলতে হবে হতাশ করেনি। হাসির ঠেলায় গালের মাংস ব্যাথা করতেই পারে।
Golmaal মুভির বিশেষত্ব হচ্ছে মুভিতে কিছু চরিত্র থাকে কিন্তু কাহিনী এবং চরিত্রগুলির মধ্যে সম্পর্ক থাকে সম্পূর্ণ ভিন্ন। এইবারো সেই ঘটনা। সেই Gopal (Ajay Devgan), Madhav (Arshad Warsi), Laxman (Shreyash Talpade) এবং Lucky ( Tusshar Kapoor)। তৃতীয় পর্বে Kareena Kapoor এসেছেন Daboo চরিত্রে। একজন অতিরিক্ত Laxman হিসেবে এসেছে Kunal Khemu।
কাহিনী জানা যাক। গোয়াতে সুখে কিন্তু অশান্তিতে বাস করেন Pritam ( Mithun Chakraborty) । বেচারা একজন স্কুল বাস ড্রাইভার। তার বদের হাড্ডি তিন পোলা। অতিচালাক Madhav, বোবা Lucky এবং কথায় কথায় উল্টা পাল্টা উপমাদাতা Laxman ( Kunal Khemu)। তারা যেই ব্যবসায় নামে সেটার ১২ টা বাজে এবং ধারের লোকেদের প্যাদানি খায়। এদিকে আরেক পরিবারে থাকেন Geeta ( Ratna Pathak Shah)। তার সাথে তার দুই পুত্র পাগলা Gopal এবং তোতলা Laxman ( Shreyash Talpade)। তাদের প্রতিবেশী হলো Daboo ( Kareena Kapoor)। কিন্তু আসল কাহিনী হলো Geeta আর Pritam পুরনো প্রেমিক-প্রেমিকা। তাদের সন্তানগুলি তাদের নিজেদের নয়। তাদের বিয়ে হয় কিন্তু দুই গ্রুপের মধ্যে লাগে ভয়াবহ ঝগড়া এবং হতে থাকে একের পর এক আজব আজব কান্ড-কারখানা।
নির্দেশক Rohit Shetty তার আগের Golmaal এর কমেডির ধাঁচ বজায় রেখেছেন। তার সাথে গাড়ী নিয়ে আজব আজব একশান তো আছেই। মুভিটির চিত্রনাট্য এবং সংলাপ দুর্দান্ত রকমের হাসির। যারা হিন্দী মুভি নিয়ে খোঁজখবর রাখেন তাদের এই মুভি দেখা Must। মুভিটির একটি ঝগড়ার দৃশ্য আছে যেটিতে কোন সংলাপ তো দূরের কথা কোন শব্দই নেই। কিন্তু অভ্যন্তরীণ অর্থ বেশ অশ্লীল হলেও চুড়ান্ত হাস্যকর। Censor Board এর কিছুই করার থাকবে না। আমার কাছে আরেকটি জিনিস মজার লেগেছে মুভিটিতে Kareena’র কুকুরের নাম থাকে Facebook।
কিন্তু মুভিটির অনেক খারাপ দিক আছে যে কারণে মুভিটিকে Golmaal Returns এর চেয়ে ভালো বলবো না। মুভিটির একশান দৃশ্য একটু বেশী মাত্রায়। শেষের দিকের কমেডিগুলি চিৎকার চেচামেচি ভরা। মুভির গানগুলি একেবারেই ভালো না। অভিনয়ের দিক দিয়ে বলবো চরিত্রগুলিকে ঠিকমত সাজানো হয়নি এবং অভিনেতাদের ঠিকমতো ব্যবহার করা হয়নি। কিন্তু Kunal Khemu’র সংলাপ গুলি দুর্দান্ত ছিল। ফ্ল্যাশব্যাক দৃশ্যতে মিঠুনের নাচ আবার সবাইকে নাচাতে সমর্থ হবে। মুভির সংলাপে ব্যবহৃত উপমাগুলি আসলেই প্রশংসনীয়। এছাড়া Johnny Lever এর Short term Memory loss এর চরিত্রটিও বেশ মজার।
সবমিলিয়ে একেবারে পারিবারিক মুভি এবং সব দর্শকই এখন Golmaal 4 এর অপেক্ষায় থাকবে।
রেটিং – ৩/৫

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...