মুভিটির সাব লাইনের লেখা ছিল: “The Greatest and Strangest Love story”। Strangest এর ব্যাপারটা মেনে নিলেও দুঃখজনকভাবে Greatest বলে মানতে পারলাম না। মুভির পরিচালক হওয়া বেশ কষ্টকর। এত দুর্দান্ত পরিচালনার পরও যদি মুভির কাহিনীর কিছু অংশের জন্য পুরো মুভিটি ক্লাসিক হওয়া থেকে বঞ্চিত হয় তবে সেটা আসলেই দুঃখজনক।
কাহিনী জানা যাক। মুভির প্রথম দৃশ্যেই Aakash ( Ranbir Kapoor) নিউ ইয়র্কের ওয়াশিংটন ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। কিন্তু মনোযোগের ব্যাঘাত ঘটায় আরেক আত্মহত্যার Candidate , Kiara ( Priyanka Chopra) । কিন্তু কোস্ট গার্ড ও পুলিশ দেখে ফেলে। পুনরায় Aakash গাড়ীর তলে চেষ্টা চালায় । অর্ধেক সফল। কারণ শুধু আহত হয়ে হাসপাতাল গমন। পুনরায় দেখা হয় Kiara’র সাথে। সেও আবার try মেরে Fail মারসে। দুজন মিলে ঠিক করে একে অপরকে সাহায্য করবে আত্মহত্যা করায়। বারবার চেষ্টা করে তারা বুঝতে পারে আসলে জীবনে করা হয়তো কিছু বাকি আছে। ঠিক করে ২০ দিন পর New Years Eve এ চেষ্টা চালাবে। এরই মধ্যে খোলাসা হয় তাদের আত্মহত্যার কারণ। Aakash বেচারা খাইসে Stock Market এর একটা বড় ধরা তার উপর ১২ মিলিয়ন ডলার এর Bank Loan।
আর Kiara’র কাহিনী কি বলেন তো?? একটু Try মারেন । হমম ... ঠিক হয়েছে ... খাইসে ছ্যাঁকা। যাই হোক দুজনেই নিজের শেষ ইচ্ছাপূরণের চেষ্টা করে। Aakash কে জিজ্ঞেস করে কী আশা ছিল জীবন থেকে??
এর আগে একটা কথা বলি। ক্লাস 9-10 এর ছেলেরা যখন স্কুল থেকে বের হয়ে রাস্তা পার হয় তখন গাড়ীর উদ্দেশ্যে একটি কথা বলে ফাইজলামি করে। সেটা হলো: ভাই আসতে আসেন ... বিয়া করি নাই।
Akash বিশাল গবেষণা করে শেষে কিছু না পেয়ে শেষে এইটাই বলে যে সে Virgin। কিন্তু আসল ইচ্ছাটা কি সেটা Kiara বুঝতে পারে । সেটা হলো Aakash তার জীবনে ভালোবাসা পায় নি। এবার Kiara’র ইচ্ছা । সেটা হলো আটলান্টিকে সাঁতার কাটা। সেটা করতে গিয়ে বহুত আকাম হয়। এদিকে Kiara তার আত্মহত্যার কারণ জানায়। Kiara বলে তার প্রথম প্রেম Kunal ( Zayed Khan) এর কথা। কীভাবে Kunal তাকে Cheat করেছে। সেটা মনে করতেই Kiara আত্মহত্যার চেষ্টা করে । হাসপাতালে নিয়ে যায় Aakash। তখনই Aakash এর মনে জীবনে বেঁচে থাকার কারণ জেগে উঠে যার নাম Kiara। Kiara সুস্থ হলে দুজন মিলে যায় লাস ভেগাসে তাদের গাড়ী Blush কে নিয়ে। সেখানে Aakash ও Kiara কিছুটা ঘনিষ্ঠ হলেও Aakash বুঝতে পারে Kiara আসলে আর কাউকে ভালোবাসতে পারবে না। সে কারণে Aakash , Kiara কে পৌছে দেয় San Francisco। চিরতরে বিদায় জানায় Aakash , Kiara কে। Kiara এরপর তার আকাশ বিহীন পৃথিবীতে বুঝতে পারে যে জীবনে সেই প্রকৃত ভালোবাসা। এরপর যা হবার তাই হয় ... শুভ সমাপ্তি।
মুভিটির সবচেয়ে বড় সমস্যা হল কাহিনী বেশিরভাগ ক্ষেত্রেই Predictable। আর যে সব জায়গায় Predictable নয় সেগুলি বেশ আজগুবি এবং যুক্তিহীন। তবে মুভিটির নির্দেশনা, সম্পাদনা এবং সংলাপ সত্যিই দুর্দান্ত। সেকারণে মুভিটি ছেড়ে উঠা সম্ভব নয়। পরিচালক Siddhart Anand যুব সমাজের চাহিদা বেশ ভালোভাবেই বোঝেন। মুভিটির সব চেয়ে সেরা দিক হলো সংগীত। এক কথায় অসাধারণ। প্রত্যেকটি গান দারুণ। গানগুলির চিত্রায়ন আরো দারুন।Vishal- Shekhar এর জন্য সাধুবাদ জানাই।
অভিনয়ের দিক দিয়ে Ranbir Kapoor সব সময়ের মত ভালো করেছে। তবে Aakash চরিত্রের মধ্যে স্থীরতা খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে আসলে কী ধরণের ছেলে গোমরামুখো নাকি হাসি-খুশি বোঝা যাচ্ছিল না। এই জন্য এটিকে Ranbir এর সেরা চরিত্রদের সাথে তুলনায় বলা যাবে না। কিন্তু মুভিটিতে বলতে হবে নায়িকার গুরুত্বই বেশী। যে কারণে প্রয়োজন ছিল শক্তিশালী একজন অভিনেত্রী যার জন্য Priyanka Chopra ‘র প্রয়োজন অত্যাধিক ছিল। তবে মুভিটির কাহিনীর ফাঁক-ফোকড় একটু কম হলে Kiara চরিত্রটিকে Jab We Met এর Geet এর ন্যায় সর্বকালের সেরা নালি চরিত্রের সাথে তুলনা করা যেত। তবে ভালো লেগেছে যে এখনো নারী চরিত্রে অভিনয়ের প্রয়োজনীয়তা এখনো নির্দেশকরা চান।
মুভিতে অনেক নতুনত্বের মধ্যে রয়েছে Ranbir এর Pole Dancing। Ranbir এর ফ্যানদের মুভিটি মিস করা একেবারেই অনুচিত। মুভিটিকে আমার সেরকম ভালো লাগে নাই এর কারণ হলো মুভিটি দুর্দান্ত শুরু করলেও শেষ দুর্দান্ত হয়নি। সে কারণে ভুলে যাওয়া হয় যে মুভিটি প্রথমে দুর্দান্ত লাগছিল। তবে একটা কথাই বলবো মুভিটি হিট না হওয়ার কোন কারণ নেই। সব মিলিয়ে উপভোগ্য একটি মুভি।
রেটিং – ৩/৫
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
No comments:
Post a Comment