Wednesday, September 14, 2011

হিন্দী মুভি বাংলা রিভিউ- “Raavan”

আবার Mani Ratnam। আবার হতাশা। হিন্দী মুভিতে যেন জ্বলে উঠতে পারছেন না ভারতের অন্যতম সেরা এই পরিচালক। কিন্তু রামায়ণের ছায়া অবলম্বনে নির্মিত এই মুভির জন্য সবাই যেন নিশ্চিত। এটাই হতে যাচ্ছে বছরের সেরা মুভি। কিন্তু হায় আফসোস। কিছুই হলো না। আমি Mani Ratnam এর যতগুলি মুভি দেখেছি সবগুলিতেই রোমান্টিক দৃশ্যগুলি দেখে অবাক হয়েছি। এতভালো করে কীভাবে ভালোবাসাকে প্রকাশ করা সম্ভব? কিন্তু কখনই তিনি পুরোদস্তুর রোমান্টিক মুভি বানাননি। এইবার ভেবেছিলাম এটা অবশ্যই রোমান্টিক মুভি। কিন্তু তা নয়। সে কারণে সব কিছুতেই ফ্লপ হলো Raavan।
কাহিনী রামায়ণের ই কিন্তু কিছুটা পার্থক্য আছে। “লাল মাটি “ হলো Beera Munda (Abhishek Bachchan) নামক এক প্রভাবশালী অদ্ভুত চরিত্রের রাজত্ব। কারও চোখে সে ভালো আবার কারো চোখে মন্দ। তার কথাতেই চলে সবকিছু।
সবাই বলে তার দশ মাথা, এ যেন লংকাধিপতি রাবণ । কিন্তু পুলিশের SP , Dev Pratap Sharma (Vikram) ‘র সাথে তার পুরনো শত্রুতা। তারই জের ধরে সে Dev এর স্ত্রী Ragini ( Aishwary Rai) কে অপহরণ করে সে। অপহরণের ১৪ ঘন্টা পর Beera , Ragini কে হত্যা করার জন্য উদ্যত হয়। কিন্তু Ragini নিজেই আত্মহত্যার চেষ্টা করে। উঁচু পাহাড় থেকে ঝাঁপ দেয় Ragini কিন্তু সেই Beera ই তাকে বাঁচিয়ে নিয়ে আসে। Ragini ‘র সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে যায় Beera। এদিকে Dev খুঁজেই চলছে তার স্ত্রী কে। সাথে থাকে Sanjeevani ( Govinda) । ধীরে ধীরে Beera ‘র প্রেম বেড়েই চলে। কিন্তু Ragini ‘র মনে ঘৃণাও বৃদ্ধি পায়। কিন্তু একদিন Ragini জানতে পারে কেন Beera এত ক্রুদ্ধ তার স্বামীর উপর।
মুভি চলে যায় ফ্ল্যাশব্যাকে। Beera’র এক আদরের বোন Jamuni ( Priyamani) যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছিল তখন Dev আক্রমণ করে সেই বিয়ের অনুষ্ঠানে। Beera গুরুতর আঘাত পেয়ে পালিয়ে গেলেও পুলিশ Jamuni কে ধরে নিয়ে তার উপর কয়েকদিন ধরে গণধর্ষণ চালায়। Jamuni যখন Beera কে এই ঘটনা বলে তখন সে নিজের অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে।
এই ঘটনা শোনার পর থেকেই Ragini ‘র মনে Beera ‘র প্রতি একটু কোমল অনুভূতি তৈরি হয়। এরই পরে মুখোমুখি হয় Dev এবং Beera । তারপরে কী হয় সেটা না হয় না ই বললাম।
মুভিটিতে সবচেয়ে বেশি যেটা চোখে পড়ে সেটা হলো Aishwarya Rai এর সৌন্দর্য। অসাধারণ সুন্দরী লেগেছে এই বিশ্বসুন্দরীকে । আগে থেকে বলে রাখি যারা তার অতিরিক্ত ভক্ত তারা এই মুভিটি একটু সাবধানে দেখবেন। Aishwarya’ র সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে অজ্ঞান হয়ে পড়লে অবাক হবো না। তা ছাড়া দুর্দান্ত অভিনয় করেছে Aishwarya। Beera চরিত্রে Abhishek দারুন অভিনয় করলেও Beera চরিত্রটি মোটেও রোমাঞ্চকর নয়। রাক্ষসের জায়গায় এরকম জঙ্গলী ধরণের লোকজন একদম ভালো লাগেনি। Dev চরিত্রে Vikram দারুন অভিনয় করেছে। কিন্তু মুভিটিতে পাগলাটে ধরণের দৃশ্য দেখতে দেখতে একদম মেজাজটাই বিগড়ে যায়। কি যে হচ্ছে আর কেনই বা হচ্ছে কিচুরই হদিস মিলে না। কিছুক্ষণ পর পর মুলতানি মাটি মেখে Abhishek এর “ চিখি চিখি চিখি” শব্দ শুনলে গা জ্বালা করে। মুভিটি দেখলে মনে হয় এটা কী দেখছি??
তবে মুভিটিতে অসাধারণ লোকেশান দেখানো হয়েছে । ভারতের অসাধারণ কিছু জায়গা দেখানো হয়েছে যেটা দেখলোAvatar মুভির পরিচালক James Cameron ভাববেন :” হায় হায় এত খরচ করে Pandora বানালাম??”
সংগীতে A.R.Rahman এর গানের কথা না বললেই নয়। বিশেষ করে Beera Beera গানটি আমার বেশ পছন্দের।
মুভিটি দেখে এতই খারাপ লাগে যে কি বলবো। বেশিরভাগ কাহিনীর অংশ যেন কোন কারণ ছাড়াই। রামায়ণের কাহিনীতে যেরকম আবেদন আছে তার ছিটেফৌঁটাও নেই। কেন Beera, Ragini কে অপহরণ করল? আবার কেন সঠিকভাবে প্রতিশোধ নিলো না, কিছুরই উত্তর পাওয়া যায় না। তবে শেষ দৃশ্যে বাজিমাত করেছেন পরিচালক Mani Ratnam। মুভিটির শেষ দেখে মনে হলো নাহ মুভিটি বেশ ভালোই। মুভিটিতে আজগুবি হলেও সমাপ্তি বেশ সুন্দর। তবে সবমিলিয়ে দর্শকদের মন জয় করার সামর্থ্য রাখে না।
রেটিং -১.৫/৫

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...