মাঝে মাঝে আমার কিছু মুভির কথা বেশ অনেক দিন ধরে মনে থাকে। মনে মনে ভাবি এরকম বাজে মুভিটা দেখলাম কীভাবে?? মুভি দেখতে পছন্দ করি তাই বলে এই মুভি??
Kites মুভিটি ঠিক কোন ভাষায় নির্মিত মুভি সেটা নিয়েও এখনো জল্পনা-কল্পনা চলছে। কাহিনী আছে কিন্তু বিরাট আজগুবি। লাস ভেগাসের এক ড্যান্স শিক্ষক হচ্ছে J ( Hrithik Roshan) । তার সাথে তার আরেক ব্যবসা হলো মেয়েদের বিয়ে করে Green Card দিয়ে দেওয়া । টাকার জন্য যেকোন কিছু করতে রাজি সে। এরই মধ্যে তার এক ছাত্রী Gina (Kangana Ranaut) পড়ে যায় তার প্রেমে । Gina’র বাবা Bob ( Kabir Bedi) বিরাট এক প্রভাবশালী ব্যক্তি। ব্যস!! J কে আর পায় কে?? Gina কে বিয়ে করতে এক পায়ে খাড়া। কয়েকদিন পর Gina’র ভাই Tony (Nick Brown) এর Engagement । পাত্রী হলো মুভির প্রধান আকর্ষণ Barbara Mori। Tony’র সাথে বিয়ের সময় তার নাম Natasha । কিন্তু Green Card এর চক্করে যখন J এর সাথে তার বিয়ে হয়েছিল তখন নাম ছিল Linda।
সমস্যা একটাই । Linda, Spanish ছাড়া কিছুই বলতে পারে না। আর J , Spanish এর কিছুই বুঝে না। দেরীতে হলেও একে অপরকে তারা চিনতে পারে। শুরু হয়ে যায় প্রেম। যে প্রেম মানে না কোন ভাষার দেয়াল। পালিয়ে যায় তারা। Tony এই অপমান সহ্য করতে পারে না। ছুটে চলে তাদের পিছনে। টাকার জন্য মিথ্যে ভালবাসা থেকে বাঁচতে শুরু হয় J এবং Linda ‘র প্রাণপণ অভিযান।
মুভিটি রোমান্টিক হলেও জোর দেওয়া হয়েছে শরীর দেখানোর প্রতি। মুভিতে আবেগ বলতে কিছুই নেই। আমাদের সমাজে সাধারণত বঙ্গললনাদের চোখের এক দৃষ্টিই কাত করে দেবার জন্য যথেষ্ট। সেখানে Hrithik, Barbara Mori কে Bikini পরিহীতা অবস্হায় দেখে পুরাই টাশকি। আরে ব্যাটা! তুই কি লাস ভেগাস জামে মসজিদের খতিব নাকি যে Bikini পরা কাউকে দেখোস নাই?? এছাড়া ব্যক্তিগতভাবে Barbara Mori কে আমার কাছে সেরকম আবেদনময় মনে হয়নি। তবে Hrithik এর স্টাইল ছিল অত্যন্ত প্রশংসনীয়।
সবকিছু মেনে নিয়ে, ২ সেকেন্ড চোখ বন্ধ করে “আমি Hrithik এর Fan , আমি Hrithik এর Fan , আমি Hrithik এর Fan , ….” বলে মুভিটিতে মনোযোগ দেবার চেষ্টা করলেও হঠাৎ ধুম-ধারাক্কা আজগুবি অ্যাকশন দৃশ্য মেজাজটা একদমই খারাপ করে দেয়।
মুভিটির সংগীত খুব একটা ভালো নয়। সবকিছুর পরেও বলতে হবে যে Hrithik দুর্দান্ত অভিনয় করেছে। Hrithik এর নাচের দৃশ্যটি কেন জানি একঘেয়েমি ধরনের লাগছিল। কয়েকটি দৃশ্য দেখে মনে হচ্ছিল এই মুভিটি Anurag Basu ধরণের পরিচালক থাকলে এরকম ভালো দৃশ্য আরো থাকতো। আরে ব্যাটা! এই মুভির পরিচালক তো Anurag Basu ই !!! সত্যি বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে এই মুভিটির পরিচালকের নাম Anurag Basu ।
Vicky Cristina Barcelona দেখার পর Spanish শেখার বেশ শখ হয়েছিল। এই মুভি দেখে সব ইচ্ছা মাটি। Rakesh Roshan এর কাছে আরো ভালো কিছু আশা করেছিলাম। সব মিলিয়ে বেশ খারাপ মুভি তবে Hrithik এর জন্য দেখতে পারেন।
রেটিং – ০.৫ /৫
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
No comments:
Post a Comment