Sunday, September 18, 2011

একটি খবর: জাতির কাছে আমার প্রশ্ন

"স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির বলেছেন, ‘ধর্মমতে মুসলমানদের কোনো অকালমৃত্যু নেই। তারেক (চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ) ও মিশুক (সাংবাদিক মিশুক মুনীর) তাদের জন্য নির্ধারিত সময়েই মারা গেছে। তাদের জন্য দুঃখ লাগতে পারে। তবে এটাই বাস্তব।’
গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘বাংলাদেশে জনসংখ্যানীতি যুগোপযোগীকরণ জাতীয় কর্মশালা’য় মজিবুর রহমান ফকির এসব কথা বলেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে। তিনি বলেন, মা-বাবা শিক্ষিত হলে সন্তান বেশি হলে সমস্যা নেই। তিনি তাঁর মা-বাবার নবম সন্তান। রবীন্দ্রনাথ ঠাকুরও তাঁর মা-বাবার নবম সন্তান ছিলেন। কিন্তু এসব পরিবারে কোনো সমস্যা হয়নি।"

এই খবরটা প্রথম আলো থেকে নেয়া।

লিংকটা এখানে

আপনারা বলুন, তবে বঙ্গবন্ধুর হত্যা নিয়ে এতো কথা কেন?? তার মৃত্যুও কি ঠিক সময়েই হয়নি? তাহলে, ইসলাম মতে, বঙ্গবন্ধুর খুনিরা তো আজরাইলের কাজটা করে দিয়েছে।

রবীন্দ্রনাথের কথাই ঠিক-'যেখানে গুনীর কদর হয়না, সেখানে গুনী জন্মায় না।'

আমার ঘৃণা হয়, এমন অপরাজনীতিবীদরা আমার দেশ চালায় বলে।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...