Sunday, September 18, 2011

এবার ডিভি আবেদনের সুযোগ পাচ্ছে না বাংলাদেশিরা

বাংলাদেশের মানুষের জন্য দুঃসংবাদ। যুক্তরাষ্ট্রের ২০১৩ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারিতে আবেদন করার সুযোগ পাচ্ছে না বাংলাদেশিরা। ইতিমধ্যে ২০১৩ সালের ডিভি নিবন্ধনের সময়সীমা ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয়, পাঁচ বছরে অভিবাসনের কোটা পূরণ হয়ে যাওয়ায় বাংলাদেশসহ মোট ১৯টি দেশের নাগরিকেরা এবার ডিভি লটারিতে আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। এ তালিকায় বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হচ্ছে: প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, ব্রাজিল, কানাডা, চীন (মূল ভূখণ্ডে জন্মগ্রহণকারী), কলাম্বিয়া, ডমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এল সালভাদর, গুয়েতেমালা, হাইতি, জ্যামাইকা, মেক্সিকো, পেরু, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য (উত্তর আয়ারল্যান্ড বাদে) ও এর স্বাধীন অঞ্চল এবং ভিয়েতনাম। এসব দেশ থেকে গত পাঁচ বছরে ৫০ হাজারের বেশি করে অভিবাসী পাঠানো হয়েছে।
ডিভি-২০১২ লটারিতে অংশগ্রহণে যেসব দেশের নাগরিকেরা বৈধ ছিল, তার মধ্য থেকে একমাত্র বাংলাদেশ ডিভি-২০১৩ লটারিতে বাদ পড়েছে। আর দক্ষিণ সুদান এবং পোল্যান্ডের নাগরিকেরা নতুন করে এ বছর আবেদনের সুযোগ পাচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণা অনুযায়ী, আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে ডিভি-২০১৩ লটারিতে নিবন্ধনের কার্যক্রম। নিবন্ধন প্রক্রিয়া শেষ হবে নভেম্বরের ৫ তারিখে। এ জন্য প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। কোনো অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারবে না এবং ভিসা পাওয়ার জন্য বৈধ দেশে জন্মগ্রহণ করতে হবে।
ডিভি লটারি নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিতর্ক রয়েছে। দেশটির কংগ্রেস প্রতিনিধি বব গুডলেট চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি দি ভিসা লটারি এলিমিনেশন অধ্যাদেশ উত্থাপন করেন। আর এ অধ্যাদেশের সিনেট সংস্করণটি উত্থাপন করেন ওয়ারেন হ্যাচ। উভয় বিলেই অভিবাসী এবং জাতীয়তা অধ্যাদেশ-১৯৯০ সংশোধনের দাবি জানানো হয়। প্রয়াত সিনেটর এডওয়ার্ড কেনেডির উত্থাপিত ওই অধ্যাদেশে ডিবি লটারি বাতিল করার কথা বলা হয়েছে। আর গত সপ্তাহে প্রতিনিধি লামার স্মিথ ডিবি লটারি বাতিলের দাবি জানিয়ে বলেন, সন্ত্রাসবাদের ইন্ধন দেয় এ রকম দেশগুলোর লটারি বিজয়ীরা সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে জড়িত হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে
প্রথম আলো ডেস্ক | তারিখ: ১৭-০৯-২০১১

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...