Sunday, September 18, 2011

আজমল হাসপাতালঃ শহরের সেরা কসাইখানা

স্বপ্নের শহর ঢাকা,তবে স্বপ্ন না বলে দুঃস্বপ্ন বললেও বুঝি খুব একটা ভুল হবে না। কারণ সহজ, আমরা এমন একটি জায়গায় থাকি যেখানে জীবনের কোন নিশ্চয়তা নেই। আমরা ঢাকা কমার্স কলেজের প্রাক্তন ছাত্র, আজকে যখন শুনলাম যে আমাদের বাংলা বিভাগের শিক্ষিকা তৃষ্ণা গাঙ্গুলি ম্যাম আমাদের মাঝে নেই, আমরা স্বাভাবিক ভাবেই স্তম্ভিত হয়েছি। জীবনে অনেক কঠিন পরিস্থিতি তে নিজেকে শক্ত রেখেছি, কিন্তু ম্যাম এর মৃতদেহ দেখে কিছুতেই নিজের চোখের পানি আটকাতে পারিনি। স্তম্ভিত ত আমরা হয়েছিলাম ই, কিন্তু তখন বুঝিনি যে আমাদের স্তম্ভিত হওয়া মাত্র শুরু। আমরা জানতে পারলাম, ঢাকায় আজমল নামের এক হাসপাতাল রয়েছে। ওখানে ম্যাম এর এ অবস্থা হয়েছে। আর জানলাম মৃত্যুর কারণ বাচ্চা সিজার হওয়ার পর রক্ত শুন্যতা। ঢাকার মত একটা শহর, যেটাকে নাকি বলা হয় মেগাসিটি, সেখানে একটা মানুষ সিজার এর মত সিম্পল অপারেশন এ মারা যায় কিভাবে তা মাথাতে এলো না। অপারেশন এর আগে প্রয়োজনিয় রক্তের জোগান রাখা একটী মৌলিক কাজ, সেটাও কি তারা জানেন না? আরও শুনলাম তাদের ডিজিটাল এক্সরে যন্ত্র নেই এমন কি জ়রুরী বিভাগ অর্থাত আই.সি.ইউ ও নেই! ওখানে নাকি আগেও এভাবে অনেক রোগি মারা গেছেন। ডাক্তার রা কি বোঝেন না যে তাদের গাফিলতির জন্য আমাদের কত আপনজন কে আমরা হারাচ্ছি? আজ তৃষ্ণা গাঙ্গুলি ম্যাম মারা যান নি তাকে হত্যা করা হয়েছে। ডাক্তার দের বলছি আপনারা কসাই নন, যে টাকায় বেতন পান ওই টাকা আমাদের ই। আমরা বাচতে ওই টাকা দিয়েছি মরতে নয়। আজকে আজমল হাসপাতাল আমরা ধুলোয় মিশিয়েছি, এতে করেই বুঝে নেবেন কোন কিছুতে সহজে পার পাওয়া এত সহজ নয়।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...