ফেসবুকে একটা ফিচারের খুবই অভাব বোধ করি সবসময়, সেটা হচ্ছে বন্ধু তালিকার ভেতরে কে কে আমাকে মুছে দিলো তাদের একটা তালিকা। বিশেষ করে বন্ধু তালিকা অনেক বড় হলে এই ফিচার খুবই জরুরী। যাহোক, ফেসবুক যখন দিচ্ছে না তখন চলুন নিজেরাই ব্যবস্থা করি এরকম একটি সুবিধার।
ফেসবুক বা বিভিন্ন সাইটে আপনার নিজের মত সুবিধা যুক্ত করে নেয়ার আপনাকে ব্যবহার করতে হবে 'ইউজার স্ক্রিপ্ট'। এই স্ক্রিপ্ট চাইলে আপনি নিজে লিখে নিতে পারেন বা অনলাইন থেকে খুঁজে নিতে পারেন। এরজন্য প্রথমে আপনাকে gracemonkey নামের একটা প্লাগইন সেটাপ করে নিতে হবে। ধাপগুলো লক্ষ করুন-
১) মজিলা ফায়ারফক্সের উপযোগী এডঅনস gracemonkey ডাউনলোড করে নিন, এখান থেকে- Click This Link
২) Greasemonkey সেটাপ শেষ হলে ব্রাউজার রিস্টার্ট দিয়ে Greasemonkey এনাবল আছে কিনা নিশ্চিত হয়ে নিন।
৩) এবার Unfriend Finder নামের ইউজারস্ক্রিপ্টটি সেটাপ করে নিন এই লিঙ্ক থেকে - http://userscripts.org/scripts/show/58852
ফেসবুক খুলে দেখুন উপরে ডানদিকে এবং বামদিকে নিচের ছবির মত Unfriends অপশন যুক্ত হয়ে গিয়েছে।
এটি একটি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্ট যা মূল সাইটের কোন পরিব্তন না করে শুধুমাত্র ব্যবহারকারীদের কাছে ঐ সাইটকে পরিবর্তন করে দেয়। অনেক মজার মজার সব ইউজারস্ক্রিপ্ট পাওয়া যায় অনলাইনে যেগুলো ব্যবহার করে গোটা ফেসবুক সহ আরো অনেক সাইটের চেহারা বদলে দিতে ও বিভিন্ন সুবিধা যুক্ত করে নিতে পারবেন।
(সামহোয়্যারইনের জন্য কয়েক বছর আগে এরকম একটা ইউজারস্ক্রিপ্ট লিখেছিলাম যেটা এই সাইটের পুরো চেহারা বদলে দিতে পারতো, পোস্টটা খুঁজে পাচ্ছি না। স্ক্রিপ্টটা কারো কাছে ব্যাকআপ থাকলে একটা পোস্ট দিন বা মেইলে জানাতে পারেন)
ধন্যবাদ।
--
কম্পিউটার গ্রুপে প্রকাশিত।
Friday, September 16, 2011
ফেসবুক টিপসঃ কে আপনাকে ডিলিট করলো?
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
No comments:
Post a Comment