Friday, September 16, 2011
কোক স্টুডিওর A-Z -যারা ফিউশন গান ভালোবাসেন। !:#P !:#P !:#P মিউজিক প্রেমিদের জন্য মাস্ট সি। :) :)
বেশ কয়েকদিন ধরে ফিউশন জনরার গান বেশ শোনা হচ্ছে। সফট, ফোক আর মেটাল শুনতে শুনতে ভাবলাম ভিন্ন কিছু ট্রাই করা দরকার। অনেকদিন আগের শোনা কোক স্টুডিওর গানগুলি নতুন করে শোনা শুরু করলাম, আর নতুন করে আবার প্রেমে পড়ে গেলাম কোক স্টুডিওর। যারা ফিউশন গান শুনতে ভালোবাসেন এবং এখনো কোক স্টুডিও শুনেননি পোস্টটা আশা করি তাদের ভালো লাগবে।
কোক স্টুডিওর সাথে পরিচয়ের আগে আসুন জেনে নেই ফিউশন কি জিনিস।
ফিউশন মিউসিকঃ
ফিউশন হচ্ছে এমন একধরনের মিউসিক প্যাটার্ন যেখানে একাধিক ধরনের মিউসিক এক সাথে কম্বাইন্ড করা হয়। অনেকেই হয়তো রক এন্ড রোল মিউসিক শুনেছেন। এই রক এন্ড রোল মিউসিক কিন্ত মুলত ব্লুস, গস্পেল আর কান্ট্রি মিউসিকের কম্বিনেশন। আবার আমরা ইদানিং লালনের যে নতুন মিউসিকের গান গুলা শুনি সেগুলো হচ্ছে ফোক এর সাথে রক বা ব্যান্ড এর কম্বিনেশন। সাধারনত ফিউশন মিউসিকে কয়েকটা ভিন্ন ভিন্ন রকমের সুর, তাল, লয় (টেম্পো, রিদম, বিট) এর ছোট ছোট পার্ট করে
স্বতন্ত্র ভাবে উপস্থাপন করা হয়। অডিয়েন্স একি সাথে কয়েক ধরনের গানের স্বাদ পায়। এ কারনে ফিউশন শুনতে কখনই বোরিং লাগেনা।
যে সব আরটিস্ট ফিউশন মিউসিক নিয়ে কাজ করে থাকেন তাদের ক্যটাগোরাইজড করা আসলে একটা ঝামেলার ব্যপার। তারা সাধারনত নিজেদের উভয় ধরনের জনরার মিউসিশিয়ান বলতে পছন্দ করেন। মনে করুন একজন মিউসিশিয়ান ব্লুস ধাচের গান করেন কিন্ত রক থেকে অনুপ্রানিত হয়ে (যেমন- স্টিভ রে, ডাবল ট্রাবল) তারা কিন্ত নিজেদের ব্লুস-রক মিউসিশিয়ান বলে। এই নতুন ধরনের মিউসিকের মাধ্যমেই ফিউশনের জন্ম।
কিছু উদাহরনঃ
জাজ-রক ফিউশন (জাজ+রক)
টেক হাউস ফিউশন (টেকনো+হাউস)
জাজ পাঙ্ক ফিউশন (হার্ডকোর পাঙ্ক+জাজ)
হেভি মেটাল ফিউশন (অল্টারনেটিভ মেটাল+অল্টারনেটিভ রক+ হেভি মেটাল) ইত্যাদি।
উপমহাদেশীয় ফিউশনঃ
আমাদের সাবকন্টিনেন্টালে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ক্লাসিকের সাথে রক (রাগা ফিউশন) আর ফোক এর সাথে রক ফিউশন। এই দুই ধরনের ফিউশন নিয়েই কাজ করে কোক স্টুডিও।
কোক স্টুডিওঃ
আগেই একটা কথা বলে নেই, কোক স্টুডিও প্রথম শুরু হয় পাকিস্তানে। পরে তাদের দেখাদেখি ইন্ডিয়াও শুরু করে। কয়েকটা গান ভালো করলেও আমার মনে হয় আগের কোক স্টুডিওর কাছে ধারেও যেতে পারেনি এমটিভির কোক স্টুডিও। তাই আমরা পুরান কোক স্টুডিও নিয়েই বরং কথা বলি।
প্রথম কোক স্টুডিও ছিলো পাকিস্তানের একটা টিভি সিরিজ যেখানে বিভিন্ন জনরার, এলাকার আর বিভিন্ন স্টাইলের আর্টিস্টরা একত্র হয়ে লাইভ রেকর্ডিং করে। কোক স্টুডিওর নিজস্ব হাউস ব্যন্ড থাকে, সেই সাথে যোগ দেয় সুফি, ক্লাসিকাল, রাগা, ফোক ধাচের বিখ্যাত ওস্তাদ শিল্পীরা। আবার বিভিন্ন রক,পপ ব্যন্ড পারফর্ম করে এই সব ওস্তাদদের সাথে।
প্রথম কোক স্টুডিও ২০০৮ এ রোহাইল হায়াত আর তার স্ত্রি আম্বার হায়াত এর প্রোডাকশনের মাধ্যমে যাত্রা শুরু করে। সফলভাবে এর তিনটি সিজন দেখানো হয়।
কোক স্টুডিওর হাউস ব্যন্ডটিও কিন্তু বেশ ভালো।
আমার প্রিয় এপিসোড গুলার মধ্যে অবশ্যই রাহাত ফতে আলির সাথে জুনুনের, আরিফ লোহারের সাথে মেশা শাফির, ফুজুন, স্ট্রিংস এর সাথে সুফি মিক্স এই পারফরমেন্স গুলা অবশ্যই থাকবে।
কোক স্টুডিওর অফিসিয়াল ফেসবুক পেজঃ কোক স্টুডিও
কোক স্টুডিওর অফিসিয়াল ইউটিউব সাইটঃ ইউ টিউব। মোটামুটি সবগুলা সিজন পাবেন এখানে।
বেস্ট অফ কোক স্টুডিওর মিডিয়াফায়ার লিঙ্কঃ টিপ দেন,সরাসরি ডাউনলোড শুরু হবে।
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
No comments:
Post a Comment